গ্রাম বাংলার সবুজ প্রকৃতির অপরূপ দৃশ্য

গ্রাম বাংলার সবুজ প্রকৃতির অপরূপ দৃশ্য শিরোনামটি পড়েই বুঝতে পারছেন আমরা বাংলাদেশের কোন বিষয় নিয়ে আলাপ করব। আমাদের গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য কতনা সুন্দর! এই  প্রাকৃতিক সৌন্দর্যগুলো জানতে হলে আজকের আর্টিকেলটি পুরোপুরি পড়তে হবে। প্রতিটি  পরতে পরতে সাজানো আমাদের গ্রাম বাংলার সবুজ শ্যামল দৃশ্য যা দেখলে সবারই মন জুড়ায়।

গ্রাম বাংলার সবুজ প্রকৃতির অপরূপ দৃশ্য

গ্রাম বাংলার সবুজ প্রকৃতি সম্পর্কে আজকেরে আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন বাংলাদেশের পুরো প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে। ফুলে ফলে ভরা সবুজে শ্যামলে ঘেরা আমাদের এই গ্রাম বাংলার প্রকৃতি, যে কাউকে বিমহিত করে। চলুন আমরা দেখে আসি প্রাকৃতিক সৌন্দর্য কোথায় কি লুকিয়ে আছে?

পেজ সূচিপত্র

ফসলের সৌন্দর্যে সবুজ শ্যামল প্রকৃতি

গ্রাম বাংলার সবুজ প্রকৃতির অপরূপ দৃশ্য। ঘর থেকে বের হয়ে চারদিকে তাকালে চোখে পড়ে সবুজে শ্যামলে ভরা ফসলের মাঠ আর গাছপালা । যেমন সবুজ ধান ক্ষেত, সবুজ আলু ক্ষেত,  সবুজ পাট ক্ষেত ,সবুজ পটল ক্ষেত, চিচিঙ্গা , করলা , লাউক্ষেত ইত্যাদি।

এছাড়াও সবুজ শ্যামল দুলবা ঘাষ ,লতাপাতা ,গাছপালা , সবকিছু মিলে প্রকৃতিকে আবৃত করেছে সবুজ চাদরে যা দেখলে সবারই মন-প্রাণ জুড়িয়ে যায়। প্রকৃতি প্রেমিকরা এই সবুজ শ্যামল সৌন্দর্য উপভোগ করার জন্য

আরো পড়ুনঃ আমের পুষ্টিগুণ ও উপকারিতা

ইট পাথরে ঘেরা শহর থেকে এসে বিভিন্ন ফসল ক্ষেতের পাশে দাঁড়িয়ে সৌন্দর্য অবলোকন করেন। তাইতো কবিকণ্ঠে উচ্চারিত হয়েছিল সবুজের বুকে শেফালির হাঁসি। প্রকৃতির চারিদিকে যেদিকেই তাকাই মনে হয় সবুজ গাছপালা আবৃত করে রেখেছে পুরো গ্রাম বাংলা ।

ফুলের সৌন্দর্যে বাংলার প্রকৃতি

গ্রাম বাংলার সবুজ প্রকৃতির অপরূপ দৃশ্য যা সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি। নানা রংবেরঙ্গের ফুলের সমারহ আমাদের এই গ্রাম বাংলা প্রকৃতিতে । ফুলের রানী গোলাপ কখনো সাদা, কখনো গোলাপ্‌ কখনোবা লাল কখনো আবার দেখা যায় কালো। প্রকৃতির সৌন্দর্যকে আরো একধাপ এগিয়ে নিয়েছে সাদা রঙের রজনীগন্ধা।

ফুলের সৌন্দর্যে বাংলার প্রকৃতি

হাসনাহেনা রাতের বেলা পথচারীকে বিমহিত করে তার সুঘ্রাণ দিয়ে। জবা, গাঁদাসহ আরো কত নাম নাজানা ফুল আমাদের প্রকৃতিকে সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত করেছে। কৃষ্ণচূড়ার রঙ্গে রঙ্গিন প্রকৃতি কার না ভালো লাগে।

আরো পড়ুনঃ স্মার্টফোন কেনার সময় ১৩ টি বিষয় খেয়াল রাখতে হবে।

আমাদের গ্রাম বাংলায় অযত্নে অবহেলায় ফুটে থাকা সরিষা ফুলের সৌন্দর্য বাংলাদেশের সবুজ শ্যামল প্রকৃতিকে বিমোহিত করেছে। প্রকৃতি প্রেমিকরা ফুলের সৌন্দর্য অবলোকন করার জন্য শহর থেকে ছুটে আসেন গ্রাম বাংলার মাঠে প্রান্তরে। প্রকৃতির সৌন্দর্যকে আরো একধাপ এগিয়ে নিয়েছে কলাবতীর বড় বড় লাল পাপড়ি ।

ফলের সৌন্দর্যে বাংলার প্রকৃতি

গ্রাম বাংলার সবুজ প্রকৃতির অপরূপ দৃশ্য সত্যিই সুন্দর। গ্রাম বাংলার সবুজ প্রকৃতির আরো একটি অপরূপ দৃশ্য হলো বিভিন্ন ফল। আমাদের গ্রাম বাংলার প্রকৃতিতে গাছে গাছে ধরে আছে নানা রকমের ফল যেমন আম, কাঠাল, লিচু, জাম,জামরুল, কদবেল ,আতাকাটা, নারকেল, পেপে, ডালিম, জলপাই, তাল, তরমুজ, আমড়া, এছাড়াও বাংলার আপেল নামে খ্যাত বিভিন্ন জাতের পেয়ারা।

আরো পড়ুনঃ মধুর পুষ্টিগুণ খাওয়ার নিয়ম ও উপকারিতা

আমের সময় আমের বাগানে যাবেনতো ছোট বড় আমের দৃশ্য দেখে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে,মনে হবে কে যেন আমগুলোকে সাজিয়ে রেখেছে গাছে গাছে। বিভিন্ন রকমের আম ধরে আছে গাছে, ইচ্ছে হবে গাছ থেকে পেড়ে খেতে।এই সবুজ আম প্রকৃতির সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে।

আমাদের গ্রাম বাংলার উর্বর ভূমিতে ফলানো হচ্ছে বিভিন্ন জাতের বিভিন্ন রকমের পেয়ারা। এই সবুজ পেয়ারাগুলো প্রকৃতিকে অনেক সুন্দর করে রেখেছে। আরো একটি  রসালো ফল যার ভিতরে টকটকা লাল বাহিরে সবুজের আবরণ নাম তার তরমুজ ।

পশু - পাখির সৌন্দর্যে বাংলার প্রকৃতি

গ্রাম বাংলার সবুজ প্রকৃতির অপরূপ দৃশ্যকে আরো সৌন্দর্য মন্ডিত করেছে বিভিন্ন রংবেরঙের পশু - পাখি। বাংলার প্রাকৃতিক পরিবেশে এই পশু - পাখিগুলো অবাধে চলাফেরা করতে পারে ও প্রাকৃতিক সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে।  আমাদের প্রাকৃতিক পরিবেশে রয়েছে  রয়েল বেঙ্গল ট্রাইগার, বাঘ, ভাল্লু্‌ক, হাতি, ঘোড়া, জিরাফ, গরু - মহিশ, সবার মন মাতানো বানর, বেবুন ইত্যাদি। 

আরো পড়ুনঃ আদর্শ চালকের কি কি গুন থাকা উচিত

এই পশুগুলো দেখলে সবারই মন জুড়িয়ে যায়। গ্রাম বাংলার সবুজ প্রকৃতির অপরূপ দৃশ্যকে আরো সৌন্দর্য মন্ডিত ও আকর্ষণীয় করে তুলেছে নানা রংবেরঙের ছোট - বড় পাখি। এই পাখিগুলো আমাদের বিভিন্ন জলাশয় ও পুকুরে এবং গাছে  গাছে  চলাফেরা করে।

এই পাখিগুলোর মধ্যে রয়েছে বক, সারস, পান কৌড়ি, মাছ রাঙ্গা, বাজ পাখি, অকশা, ডাহুক, দোয়েল, বুলবুলি, চুড়াই, বাবুই, টিয়া, ময়না, সাত ভাই চম্পা, শালিক, ঘুঘু, কবুতর, পাতি হাঁস, রাজ হাঁস, শামুক কল, ইত্যাদি।

এর মধ্যে অনেক পাখি আছে যেগুলো শীত প্রধান দেশ অর্থাৎ সাইবেরিয়ান অঞ্চল থেকে হাজার হাজার  মাইল পথ পাড়ি দিয়ে চলে আসে আমাদের বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে যা আমাদের বাংলাদেশের গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে আরো অনেক সৌন্দর্যমন্ডিত করেছে। 

নদ-নদীর সৌন্দর্যে বাংলার প্রকৃতি

গ্রাম বাংলার সবুজ প্রকৃতির অপরূপ দৃশ্য কি যে মজার! বাংলার প্রাকৃতিক সৃষ্টিকে আরও সৌন্দর্য্যমন্ডিত করেছে বিভিন্ন নদ-নদী। এই নদ-নদী গুলোর মধ্যে অন্যতম হল পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গা, ব্রহ্মপুত্র, সৃরমা, মধুমতি, গোমতি, কুশিয়ারা, রুূপসা, কপোতাক্ষ, কীর্তনখোলা ,আড়িয়াল খাঁ ও বড়াল।

নদ-নদীর সৌন্দর্যে বাংলার প্রকৃতি

এই নদীগুলো দেখতে কতনা সুন্দর ! এই নদীতে যখন পাল ওড়ানো বিভিন্ন রকমের নৌকা চলে তখন দেখতে কত যে সুন্দর লাগে।এই নদীগুলোর ধারে গরমের বিকালে বসে আবাল-বৃদ্ধ-বণিতা সবাই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করে।

বর্ষাকালে এই নদী গুলো পানিতে পরিপূর্ণ হয়ে যায়। দেখতে আরো সুন্দর লাগে, দূর দূরান্ত থেকে এই নদীগুলোর সৌন্দর্য উপভোগ করার জন্য প্রকৃতি প্রেমিকরা চলে আসেন। নদীর ঢেউ আর পানির কল কল শব্দে সবাই বিমোহিত হয়। 

পাহাড়-পর্বতের সৌন্দর্যে বাংলার প্রকৃতি

গ্রাম বাংলার সবুজ প্রকৃতির অপরূপ দৃশ্য দেখার মতো! আমাদের বাংলাদেশের গ্রাম বাংলার প্রকৃতিকে আরো সৌন্দর্যমন্ডিত করেছে রেখেছে বিভিন্ন রকমের ছোট-বড় পাহাড়-পর্বত। আমাদের বেশিরভাগ পাহাড়গুলো দেশে দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অনেক দূরত্ব হয়ায় সবাই সেখানে যেতে পারে না কিন্তু এর সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করে।

আরো পড়ুনঃ ছাত্র জীবনে অনলাইনে ইনকাম করার ৮টি সহজ উপায়

পাহাড়ের গায়ে অসংখ্য সবুজ রঙের ছোট বড় গাছপালা দিয়ে ঢাকা। পাহাড়ের পাশে দাঁড়ালে মনে হয় কে যেন পুরো পাহাড়টাকে সবুজ গালিচা দারা আবৃত করে রেখেছে। এই সবুজ শামল সুন্দর সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্যকে আরো বহুগুনে বাড়িয়ে দিয়েছে।

এই পাহাড়গুলোর গা বেয়ে ঝরছে অসংখ্য ছোট বড় ঝর্ণা যা প্রকৃতির সৌন্দর্যকে আরো বহুগুনে বাড়িয়ে দিয়েছে। এজন্যই কবি কণ্ঠে উচ্চারিত হয়েছিল ওগো পাহাড়ি ঝরনা তুমি কি বোঝনা তুমি ঝরলে  আমিও ঝরে পড়ি।

পরিশেষ 

গ্রাম বাংলার সবুজ প্রকৃতির অপরূপ দৃশ্য আরো সুন্দর করার জন্য ও সবুজ শ্যামল সুন্দর প্রকৃতিকে টিকিয়ে রাখার জন্য আমাদের সবাইকে বেশি বেশি গাছপালা লাগাতে হবে। মনে রাখতে হবে এই সবুজ শ্যামল গাছপালা শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না আমাদের প্রাণের স্পন্দন অক্সিজেনও সরবরাহ করে থাকে। সবুজ প্রকৃতি ধ্বংস করবেনতো আপনি নিঃশ্বাস হারাবেন। 

তাই অবহেলা না করে সকলেই মিলে মিশে প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সচেতন থাকতে হবে। আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ে গ্রাম বাংলা সবুজ প্রকৃতির অপরূপ দৃশ্য সম্পর্কে আপনারা পুরোপুরি জানতে পেরেছেননো ও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন, ধন্যবাদ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url