ক্যালেন্ডার বিজয়ের মাস ডিসেম্বর ২০২৪
বিজয়ের মাস ডিসেম্বর ১৯৭১ ক্যালেনডারের পাতায় !! বিজয়ের মাস ডিসেম্বর, যে মাসটি ও মাসটির প্রতিটি দিনক্ষণ বাংলাদেশীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবময়। এই ডিসেম্বর মাসেই আমাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়েছিল। অর্থাৎ দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পরে আমরা বিজয় উল্লাসে মেতে ওঠেছিলাম এই ডিসেম্বর মাসেই.
প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে, খবর আসতে থাকে এক একটি জায়গা, এক একটি থানা, এক একটি জেলা পাক হানাদার বাহিনী মুক্ত হওয়ার। অর্থাৎ এই ডিসেম্বর মাসের প্রথম দুই সপ্তাহে আমরা একদম বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছি।
যা যা দেখেবেন
ক্যালেন্ডার, ডিসেম্বর ২০২৪
বিজয়ের মাস ডিসেম্বর ১৯৭১ আলোচনায় এখন দেখবো ক্যালেন্ডার, ডিসেম্বর ২০২৪। দুইটা গুরুত্বপূর্ণ ১৬ ও ২৫ ডিসেম্বরের মত দিন থাকার কারণে এই ডিসেম্বর মাসের গুরুত্ব অনেক গুনে বেড়েছে।
নিম্নে বড় দিনের মাস ও গৌরবোজ্জ্বল বিজয় দিবসের মাস ডিসেম্ববরের দিনপঞ্জী বা ক্যালেন্ডার প্রদান করা হলো। এই ক্যালেন্ডারে ইংরেজি, বাংলা ও আরবি মাসের তারিখ আছে। যাদেখে আপনাদের কর্মপরিকল্পনা ঠিক করতে পারবেন।
December 2024 অগ্রাহায়ণ-পৌষ ১৪৩১/জমা,আঊ-জমা,সানি ১৪৪৬
SUN | MON | TUE | WED | THU | FRI | SAT |
১৬ 1 ২৮ | ১৭ 2 ২৯ | ১৮ 3 ১ | ১৯ 4 ২ | ২০ 5 ৩ | ২১ 6 ৪ | ২২ 7 ৫ |
২৩ 8 ৬ | ২৪ 9 ৭ | ২৫ 10 ৮ | ২৬ 11 ৯ | ২৭ 12 ১০ | ২৮ 13 ১১ | ২৯ 14 ১২ |
৩০ 15 ১৩ | ১ 16 ১৪ | ২ 17 ১৫ | ৩ 18 ১৬ | ৪ 19 ১৭ | ৫ 20 ১৮ | ৬ 21 ১৯ |
৭ 22 ২০ | ৮ 23 ২১ | ৯ 24 ২২ | ১০ 25 ২৩ | ১১ 26 ২৪ | ১২ 27 ২৫ | ১৩ 28 ২৬ |
১৪ 29 ২৭ | ১৫ 30 ২৮ | ১৬ 31 ২৯ |
|
|
16 ডিসেম্বর বিজয় দিবস, 25 ডিসেম্বর বড় দিন
ডিসেম্বরের গৌরবোজ্জ্বল ইতিহাস বাংলাদেশীদের জন্য
বিজয়ের মাস ডিসেম্বর ১৯৭১। ১৯৭১ সালের মার্চ মাসে গোলা - বারুদ, এ কে 47, মিগ 29, ট্যাংক ও পারমাণবিক অস্ত্রসহ অত্যাধুনিক সমরসজ্জিত পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের সহযোগী
রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর সাথে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) প্রশিক্ষণবিহীন, নিরীহ - নিরস্ত্র সাধারণ গণমানুষের রক্তক্ষয়ী সংঘর্ষ বা মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা যুদ্ধ শুরু হয়।
আরো পড়ুন: ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা সমূহ
এই মুক্তি যুদ্ধে পিচ ঢালা কালো রাজপথ বীর মুক্তিযোদ্ধা ও পূর্ব বাংলার দামান ছেলেদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল! তবুও নিরস্ত্র বাঙালিরা এক পাও পিছু হটেনি।
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামে অগণিত মা - বোনের শ্রীলতাহানি ও তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে ১৯৭১ সালের এই বিজয়ের মাস ডিসেম্বরেই পূর্ণাঙ্গ বিজয় অর্জিত হয়।
এই ডিসেম্বর মাসেই বিশ্ব মানচিত্র তথা বিশ্ব দরবারে লাল - সবুজের পতাকাবাহী বাংলাদেশ নামক এই ছোট্ট ভূখণ্ডটি জায়গা করে নিয়েছে।সেই সময় থেকেই আমরা আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রাণ ভরে স্মরণ করি।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, হাত - পাসহ অন্যান্য অঙ্গ - প্রত্যঙ্গ হারানো মুক্তিযোদ্ধাসহ সকল মুক্তিযোদ্ধাদেরকে জানাই সমবেদনা, অন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও শ্রদ্ধা। তাঁদের এই কঠিন
আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের এই স্বাধীন - সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্র আর আমরা হয়েছি পরাধীনতা থেকে মুক্ত স্বাধীন - সার্বভৌম রাষ্ট্রের স্বাধীন নাগরিক।
ক্যালেন্ডারের পাতায় ১৬ ডিসেম্বর
বিজয়ের মাস ডিসেম্বর ১৯৭১। ক্যালেন্ডারের পাতায় ১৬ ডিসেম্বর দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে বাঙ্গালীদের কাঙ্ক্ষিত বিজয়ের জন্য। ১৯৭১ সালের এই ডিসেম্বর মাসেরই ১৬ তারিখে বাংলাদেশীরা পূর্ণাঙ্গ বিজয় অর্জন করে বিশ্ব দরবারে নিজেদেরকে পরিচয় করিয়ে দিয়েছে পরাধীনতা মুক্ত স্বাধীন জাতি ও স্বাধীন বাংলাদেশ হিসেবে।
১৯৭২ সালের ২২ শে জানুয়ারি এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ১৬ই ডিসেম্বর দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয় ও সরকারি ছুটি ঘোষণা করা হয়। তখন থেকেই আমরা (বাংলাদেশীরা)
১৬ই ডিসেম্বর দিনটিকে গৌরবোজ্জ্বল বিজয় দিবস হিসাবে উৎযাপন করে আসতেছি। এজন্যই বলা হয় বিজয়ের মাস ডিসেম্বর। ক্যালেন্ডারের পাতায় ১৬ই ডিসেম্বর দিনটিকে সরকারি সাধারণ ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয়েছে।
ডিসেম্বরের গৌরবোজ্জ্বল ইতিহাস খ্রিস্টান সম্প্রদায়ের জন্য
ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বর মাস, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের নিকট ধর্মীয় দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস। এই ডিসেম্বর মাসেই তাঁদের ধর্মীয় গুরু শ্রদ্ধেয় ' যীশু খ্রিস্ট ' জন্ম গ্রহন করেন। ' যীশু খ্রীষ্ট ' এর শুভ জন্মদিন হওয়ার কারণে ডিসেম্বর মাস
আরো পড়ুন কালোজিরা খাওয়ার নিয়ম উপকারিতা ও সর্তকতা গুলো কি কি
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্ব বহন করে। এই ডিসেম্বর মাস খ্রিস্টান সম্প্রদায়ের কাছেও গৌরবোজ্জ্বল ডিসেম্বর মাস। সেই সময় থেকেই খ্রীস্টান ধর্মাবলম্বীরা ডিসেম্বর মাসের সুনির্দিষ্ট দিনটিকে উৎযাপন করে থাকেন।
ক্যালেন্ডারের পাতায় ২৫ ডিসেম্বর
বিজয়ের মাস ডিসেম্বর ১৯৭১। ক্যালেন্ডারের পাতা ২৫ ডিসেম্বর অর্থাৎ এই ডিসেম্বর মাসেরই ২৫ তারিখে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু শ্রদ্ধেয় ' যীশু খ্রিস্ট ' জন্ম গ্রহন করেন। ' যীশু খ্রীষ্ট ' এর শুভ জন্মদিন হওয়ার কারণে
আরও পড়ুন;দ্রুত ওজন কমানোর দশটি সহজ উপায়
ডিসেম্বর মাসের ২৫ তারিখ শুভ ' বড় দিন ' নামক খ্যাতি অর্জন করেছে। সেই সময় থেকেই খ্রীস্টান ধর্মাবলম্বীরা ২৫ শে ডিসেম্বর দিনটিকে শুভ জন্মদিন বা শুভ বড় দিন হিসাবে উৎযাপন করে থাকেন।
পরিশেষ
ক্যালেন্ডার হলো আয়নার মতো অর্থাৎ এই ক্যালেন্ডারের পাতায় ছুটির দিনক্ষণ সঠিক ভাবে উল্লেখ করা হয়ে থাকে যা দেখে পুরো মাসের চিত্র বোঝা যায়। এই ডিসেম্বর মাসের ক্যালেন্ডারে ইংরেজি, বাংলা ও আরবি মাসের সঠিক দিন - তারিখ উল্লেখ করা হয়েছে। এই বিজয়ের মাস ডিসেম্বরে ১৬ ও ২৫ তারিখ সাধারণ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
Tank u