কানের দুলের রকমারি ডিজাইন ছবি ২০২৪
কানের দুলের রকমারি ডিজাইন ছবি নিয়ে ভাবছেন! অতি প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত সব মহিলারাই গহনা বেশি পছন্দ করেন। এই গহনাগুলোর মধ্যে একটি উল্লেখ যোগ্য ও আকর্ষণীয় গহনা হল কানের দুল। এরকমই মন মাতানো ও আকর্ষণীয় কানের দুলের রকমারী ডিজাইন ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের এই পোস্টটি। আজকের এই পোস্টটি আপনারা পড়ে জানতে পারবেন কানের দুলের রকমারী ডিজাইন ছবি ২০২৪।
কান দুলের রকমারী ডিজাইন ছবি পছন্দ করার জন্য স্বর্ণকারের দোকানে গিয়েছেন ঠীকই! কিন্তু কোনটা আপনার ফেসের সাথে মানানসই হবে,কোনটা নেব, কোনটা ভালো ও কোনটা অপছন্দ, এই ধরনের সমস্যা দূর করার জন্য বাড়িতে বসেই অনলাইনে আমার এই লেখাটি পড়ে ও কানের দুলের বিভিন্ন রকমের ছবি দেখে আপনার দুলের ডিজাইন পছন্দ করে নিন। এবার স্বর্ণকারের দোকানে গিয়ে শুধু ছবি দেখিয়ে অর্ডার করে বানিয়ে নিন আপনার পছন্দের ডিজাইন করা শখের কানের দুল.
দুলের যে অংশে পড়তে চান
কানের চাঁদবালি দুল ডিজাইন ২০২৪
চাঁদবালি দুল মেয়েদের অনেক পছন্দের একটি গয়না। এই চাঁদবালি দুল, নতুন মার্কেট এসেছে তা কিন্তু নয়! অনেক আগে থেকেই এই গয়না মার্কেটের একটা অংশ জুড়ে রয়েছে অর্থাৎ মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে। ২০২৪ সালেও একই ভাবে মেয়েদের শোভা বর্ধন করে চলছে। চাঁদবালি দুল ডিজাইন পছন্দের কারণে আপনাকে একদিকে যেমন একজন রুচিশীল মানব সত্তায় পরিণত করবে তেমনি আপনার ফেইসলুকটাকে আরো গর্জিয়াস করে তুলবে।
আপনি হয়তো ভাবছেন এই চাঁদবালি দুল কোন ড্রেসের সঙ্গে পরবেন? বিষয়টা এতটা ভাব্বার মত নয়। এটা এমন একটা গয়না যা কিনা শাড়ীর সাথে স্ট্যাইলিং করে পরা যায় আবার ট্রেডিশনাল ড্রেসের সঙ্গেও স্টাইলিং করা যায়। গহনা প্রেমী মেয়েদের সংগ্রহে যদি একজোড়া চাঁদবালি দূর থাকে তাহলে নিজেকে আরো গর্জিয়াস মনে হবে।
২০২৪ ডিজাইন কানের কুন্দন দুল
কুন্দন দুলের সেটআপ এতটাই সুন্দর যে, দেখলে যে কোন মেয়ের পক্ষেই চোখ ফেরানো মুশকিল! বর্তমানে ২০২৪ সালেও বেশিরভাগ মহিলাদের পছন্দের তালিকায় এই কুন্দন দুল। মুসলিমদের ঈদ কিংবা বিয়ে,হিন্দুদের বিয়ে,পূজা কিংবা অষ্টমী ও খ্রিস্টানদের বড়দিনসহ যেকোন অনুষ্ঠানেই পরতে পারেন এই কুন্দন দুল।
কানের লটকন দুল ডিজাইন ২০২৪ সাল
কানের লটকন ২০২৪ সালের ডিজাইন দুল দেখতেই একটু অন্যরকম লুক। বিশেষ করে যাদের মুখ একটু গোল বা হালকা ভারী তাদের এই ধরনের লটকন বা ঝুলানো টাইপের কানের দুল পরলে বেশি গর্জিয়াস লাগে। বলা যেতে পারে গোলাকৃতি মুখে লটকন টাইপের ঝুলানো দুল পরলে মুখটা কিঞ্চিৎ লম্বাটে ও দেখতে আরো সুন্দর লাগে।
এখন হয়তো ভাবছেন কোন পোশাকের সঙ্গে পরবেন এই লটকন টাইপের ঝোলানো সুন্দর দুল। এটাকোন বিষয়ই নয়! আপনি ইন্দো - ওয়েস্টার্ন ও আনারকলির সাথে পরে নিতে পারেন মুক্তো বা পাথর বসানো ভারী ডিজাইনের লটকন দুল। লটকন টাইপের একজোড়া দুল আপনার সঙ্গে রাখতেই পারেন না।নিম্নে আরো গহনা আছে।
২০২৪ সালের কানটানা ডিজাইন দুল
২০২৪ সাল অর্থাৎ আধুনিক যুগে এসেও আমরা কানের বিভিন্ন রকমের গয়না দেখে পছন্দের গয়নাটি নির্বাচন করতে গিয়ে হিমসিম খেয়ে যাচ্ছি। বিয়ে বাড়িতে কনের সাজ বা বাঙালিয়ানা সাজ সাজতে গিয়ে কানটানা ছাড়া গর্জিয়াস লুক বা কাঙ্খিত রূপ একেবারেই আসে না। এই কানটানা গয়নাটি সাধারণত ভারী হওয়ার সাথেই বেশি মানায়।
কানটানা গয়নাটিও সাধারণত স্বর্ণ দিয়েই তৈরি হয়ে থাকে। তবে বর্তমান সময়ে বিভিন্ন রকমের ফ্যাশন করতে গিয়ে সিটি গোল্ড, ইমিটেশন মুলতানি, কুন্দুল, অক্সিডাইস ও পুঁথির কম্বিনেশনে অনেক কানটানাই বাজারে দেখা যাচ্ছে। গর্জিয়াস অনুষ্ঠানে গর্জিয়াস লুক পাওয়ার জন্য এক জোড়া কানটানা আপনার সংগ্রহে থাকা দরকার।
ঝুমকা বা ঝুলানো ডিজাইন দুল ২০২৪
কানের দুলের রকমারি ডিজাইন গুলোর মধ্যে ঝুমকা বা ঝুলানো ধরনের দুল এখনো অনেকটা স্থান জুড়ে আছে মেয়েদের মনে। ২০২৪ সালের বর্তমান সময়ে ডায়মন্ড কাট পাথর, কুন্দুল ও মুলতানি এধরনের ম্যাটেরিয়ালের কানের দুলের প্রচলন দেখা যাচ্ছে। বিয়ে বাড়ির কনের সাজ থেকে শুরু করে ঈদ, পূজা , বড়দিন কিম্বা জাঁকজমকপূর্ণ যে কোন অনুষ্ঠানেই ঝুমকা আদলের কানের দুলই বেছেন নিচ্ছেন বেশিরভাগ মেয়েরা। এই ঝুমকা বা ঝুলানো আদলের গয়নার ডিজাইন মেয়েদের ফেসলুককে আরো আকর্ষণীয় করে তুলছে।
আলোচিত ঝুমকা বা ঝুলানো ধরনের দুলগুলো ছাড়া ও আরো বিভিন্ন ধরনের ঝুমকা রয়েছে যা আপনার কানের সাজকে আরো সুন্দর করে তুলবে। এই ঝুমকা গুলোর মধ্যে মুক্তার ঝুমকা, টেরাকোটার ঝুমকা, হুক ঝুমকা, কাশ্মীরী ঝুমকা, মিনাকরি ঝুমকা, রাজস্থানী ঝুমকা ও জয়পুরী ঝুমকা পছন্দ করতে পারেন। যে কোন গর্জিয়াস অনুষ্ঠানে আপনার গর্জিয়াস লুকের জন্য একজোড়া ঝুমকা সংগ্রহে রাখতে পারেন।
২০২৪ সালের কানপাশা ডিজাইন দুল
২০২৪ সালে, আধুনিকতার এই যুগেও কানের দুলের মধ্যে কানপাশা নামক গয়নাটি নিজেই নিজের উজ্জ্বলতা ও সৌন্দর্য্য নিয়ে টিকে আছে। যুগ যুগ ধরে ঐতিহ্যবাহী ভাবে সলিড স্বর্ণ দিয়ে তৈরি করা হয় সাধারণত এই কানপাশা নামক কানের দুল। সলিড সোনা দিয়ে তৈরি এই কানপাশা গুলো বংশ পরস্পরায় ঐতিহ্য বহন করে আসছে।
বর্তমান সময়ে পুরোটা গোল্ডের বা গোল্ডের সঙ্গে মিনার কাজ করা কানপাশাও বাজারে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন মেটেরিয়াল অর্থাৎ ইমিটেশন, মুক্ত,ডায়মন্ড ও কাঠ দিয়ে তৈরি কানপাশার মতো ডিজাইনের দুল পাওয়া যায়। এ ধরনের কানপাশাগুলো আপনি আপনার জন্য চুজ করতে পারেন।
রিং ও হুপ ডিজাইন দুল ২০২৪
রিং ও হুপ ডিজাইনের কানের দুল, যেগুলো মেয়েদের গর্জিয়াস লুকটাকে আরো একধাপ এগিয়ে নিয়েছে। এটা রিং ধরনের কানের দুল হয়ে থাকে যা কি না ফার্স্ট ফ্যাশনের পোশাকের সঙ্গে বেশি মানায়। অনেক আগে থেকেই এই ধরনের স্বর্ণের কানের দুলগুলো প্রচলিত হয়ে আছে। তবে বর্তমান সময়ে সিলভার, ইমিটেশন ও রেইসিন দিয়ে রিং টাইপের গয়না তৈরি করা হচ্ছে।
২০২৪ সালের ডিজাইন কানের লেয়ারড ঝুমকা
কানের দুলের রকমারি ডিজাইন নিয়ে ভাবছেন? এই ২০২৪ সালেও! কানের দুল নিয়ে ভাববার কিছু নেই। এখনই আপনি পেয়ে যাবেন আপনার মুখের সাথে কোন ধরনের দুলটি মানাবে ঝুমকো না কি লেয়ারড ঝুমকো! আসলে লেয়ারড ঝুমকো ঝুমকোরই একটু আলাদা ভার্সন। এই লেয়ারড ঝুমকায় একটির বদলে দুইটি বা তিনটি লেয়ারে ঝুমকা গুলো পরপর নিচের দিকে লাগানো থাকে। আপনি গর্জিয়াস কোন অনুষ্ঠানে গর্জিয়াস লুকের জন্য গর্জিয়াস শাড়ির সাথে পরতে পারেন এই লেয়ারড ঝুমকো।
বাজোরান ডিজাইন দুল ২০২৪ সাল
এই বাজোরান ধরনের কানের দুল গুলো আগে একসময় প্রচলন ছিল। তারপরে কালের বিবর্তনে মাঝামাঝি সময়ে এটা তেমন চলতো না। আধুনিক যুগে এসে আবার বাজোরান ডিজাইনের কানের দুল দেখা যাচ্ছে মেয়েদের ব্যবহার করতে। ২০২৪ সালে এই বাজোরান ডিজাইন দুলের ব্যবহার ও জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে।
তবে এই বর্তমান সময়ে অনেকটাই পছন্দের তালিকায় কানের বাজোরান ডিজাইনের দুল। বাজোরান জাতীয় এই কানের দুলের সাথে লম্বা একটা চেইন থাকে। এই চেনটি কানের পিছন দিয়ে উঠিয়ে এনে আবার সামনের ফুটাতে আটকানো আছে। এমন ডিজাইনও আপনি কোথায় থাকতে পারেন।নিম্নে আরও ডীজাঈণ দেয়া হোলো।
স্টাড ডিজাইন ২০২৪ সাল
স্টাড ডিজাইন হলমেয়েদের কানের খুব সিম্পল বা সাদামাটা একটা গয়না। মেয়েদের মধ্যে অনেকেই আছেন যারা বেশি সাজগোজ করতে পছন্দ করেন না বা পশ্চিমা পোশাকে স্বাচ্ছন্দ বোধ করেন আবার বিয়ে বাড়িসহ বিভিন্ন গর্জিয়াস ফাংশনের যেতে পছন্দ করেন, তারা এই টাইপের কানের দুল বা স্টাড পরে নিতে পারেন। চুল খোলা রেখে বা টপ বান করে বড় একটা স্টাড পরে নিলেই আপনাকে অনেক স্মার্ট ও সুন্দর লাগবে। অনেক গয়না নিছে আছে ।
আরও পড়ুনঃ গর্ভাবস্থায় পেটের বাম পাশে ব্যথা হওয়ার কারণ
পরিশেষ
কানের দুলের রকমারি ডিজাইন নিয়ে আলোচনা করেছি। আজকের এই আর্টিকেল লেখার সাথে সাথে দুলের রকমারি ছবিও দিয়েছি। সবগুলো ডিজাইন সুন্দর, যে কোনটি আপনি পছন্দ করে আপনার সংগ্রহে রাখতে পারেন। এই গয়না গুলো কতটা সুন্দর হবে তার নির্ভর করে আপনার সামর্থের উপরে অর্থাৎ আপনার বাজেট কত বা কি পরিমাণ স্বর্ণ দিয়ে দুল বানাবেন।
Nice complement