মেহেদি ডিজাইন ২০২৪ ছবিসহ
মেহেদি ডিজাইন মুসলিম তথা বাঙালি সভ্যতার একটা ঐতিহ্য। বিভিন্ন উৎসবে যেমন ঈদ, পূজা,বড়দিন কিম্বা বিয়ে বাড়িতে মেয়েরাতো বটেই ছেলেরাও হাত রাঙিয়ে রাখে মেহেদী রংগে। মহান সৃষ্টিকর্তার কি কুদরত গাছের সবুজ পাতা শিল - পাটায় পিশলে বা বাটলে কিম্বা ব্লেন্ড করে স্কিন বা ত্বক ও চুলে লাগলেই হয়ে যায় মেহদি কালার। একটু ধৈর্য সহকারে এই আর্টিকেলটি পুরোপুরি পড়লেই মেহেদির ডিজাইন ও লাগানোর নিয়ম কানুন সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন।
এই মেহেদীর বিভিন্ন ডিজাইন নিয়ে আজকে আমরা আলোচনা করব। কি ডিজাইনে, কোন অনুষ্ঠানে , কিভাবে মেহেদি ব্যবহার করলে আপনাকে আরো সুন্দর, আকর্ষণীয় ও গর্জিয়াস করে তুলবে। সবার মাথায় বা বুদ্ধিতে সব সময় থাকে না মেহেদির কোন ডিজাইন হাতে লাগালে দেখতে সুন্দর লাগবে। যদি আপনি না জানেন বিউটি পার্লারে গিয়েও মেহেদি লাগাতে পারেন তবে অনেক খরচ পড়বে। তাই আজকে আমি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে মেহেদির বিভিন্ন ডিজাইন সম্পর্কে জানাবো। ঘরে বসেই এই ডিজাইন দেখে হাত - পা মেহেদির রংগে রাঙ্গাতে পারবেন।
মেহেদির ডিজাইন
মেহেদি ডিজাইন করার নিয়ম
মেহেদি ডিজাইন করে হাতে শুধু লাগালেইতো চলবে না। এই ডিজাইন করা মেহেদীর রংটা যেন হাতটাকে আরো সুন্দর করে, হাতে যেন মেহেদির রংটা কয়দিন থাকে সেজন্য আপনাকে কিছু নিয়মকান মেনে হাতে মেহেদির ডিজাইন করতে হবে। মেহেদী ডিজাইন করার কিছু নিয়ম নিম্নে পর্যায়ক্রমে আলোচনা করা হলো।
- মেহেদির ডিজাইন শুরু করার আগে হাতের যে অংশে মেহেদি লাগাতে চান সেই অংশটুকু ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।
- মেহেদির ডিজাইন গুলো দেখে কোন ডিজাইনের মেহেদী আপনার হাতে আঁকবেন সেটা নির্বাচন করে নিন।
- পেন্সিল অথবা কলম দিয়ে আপনি আপনার পছন্দের ডিজাইনটি আপনার হাতে নকশা বা অংকন করে নিন। এতে করে আপনার মেহেদি লাগানো নিখুঁত,সুন্দর ও সহজ হবে।
- এবার আপনি আপনার পছন্দের মেহেদী ঐ নকশার উপরে অংকন করতে করুন। প্রয়োজনে আপনি আপনার ভাবি বা ননদ বা বান্ধবীর হেল্প নিতে পারেন। মেহেদীর রং আরো সুন্দর গাড় ও স্থায়ী করার জন্য চিনি ও লেবুর রস ব্যবহার করতে পারেন।
- মেহেদি লাগানো হয়ে গেলে ( এক থেকে ছয় ঘন্টা ) অপেক্ষা করুন, মেহেদী না শুকানো পর্যন্ত। মেহেদী পুরোপুরি শুকানোর পরে পরিষ্কার করে ফেলুন।
- এবার দেখুন আপনার হাত মেহেদির রঙে রঙিন আর মনের মধ্যে ফুরফুরে ভাব।
সিম্পল বা সহজ মেহেদি ডিজাইন ২০২৪ ছবি
সিম্পল বা সহজ মেহেদির ডিজাইনগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করবো। এই ২০২৪ সালেও মেয়েদের মধ্যে যারা মেহেদি লাগাতে পছন্দ করেন কিন্তু পুরো হাতটাই মেহেদির লালচে বাদামী রঙে রাঙাতে চান না। তারা এই ডিজাইনটা পছন্দ করতে পারেন। ডিজাইনগুলো খুবই সাধারণ যা একটি ফুল অথবা একটি লতার আঙ্গিকে হয়ে থাকে। ইদানিংকালে ছেলেরাও এই সাদামাটা ডিজাইনগুলো পছন্দ করেন। মেহেদির এই ধরনের ডিজাইনের ছবিগুলো নিম্নে দেওয়া হলো। এখান থেকে আপনি আপনার পছন্দের ডিজাইনটা চুজ করে নিন।
মেহেদি ডিজাইন ২০২৪ ছবি গর্জিয়াস
মেহেদী কালার এমন একটা বর্ণ যা শ্যামলা,উজ্জ্বল কিংবা ফর্সা যে কোন বর্ণের হাতে লাগান না কেন তা একটা সুন্দর আভা তৈরি করবেই। সাধারণতঃ বড় বড় পার্টিতে পার্টিসিপেন্ট করার জন্য গর্জিয়াস ডিজাইনগুলো দিয়ে মেয়েরা হাতে রাঙ্গিয়ে থাকেন সাথে অনেক ছেলের।
মেহেদির বিভিন্ন ডিজাইনের মধ্যে থেকে কিছু গর্জিয়াস ডিজাইন পিক নিম্ন দেওয়া হল। এখান থেকে আপনি আপনার পছন্দের গর্জিয়াস পিকটা চুজ করে হাত রাংগাত পারেন। রাংগানো হয়ে গেলে দেখবেন আপনার স্মার্টনেসটাই বেড়ে যাবে ও পার্টির সবার নজর কাড়বে।
মেহেদির নতুন ডিজাইন ২০২৪ ছবি
মেহেদি ডিজাইনগুলো প্রতিনিয়তই আপডেট হচ্ছে। আজকে আমারা মেহেদির ডিজাইন এর নতুন নতুন পিক গুলো নিয়ে আলোচনা করবো। উপরের আলোচনায় আমরা দুটি স্টেপে নরমাল মেহেদির ডিজাইনগুলো ও গর্জিয়াস মেহেদির ডিজাইনগুলো নিয়ে আলোচনা করেছি।
নতুন মেহেদির ডিজাইন ছবিগুলো সিম্পল বা সহজ হতে পারে আবার একটু জটিলও হতে । নতুন পিক গুলো জটিল বা সহজ যেটাই হোক না কেন নিম্নের ছবিগুলো দেখে দেখে আপনারা আপনাদের হাতে - পায়ে নতুন ডিজাইন পিকগুলো অংকন করে নিতে পারবেন।
বিভিন্ন ফাংশনে মেহেদি ডিজাইন ছবি ২০২৪
বিভিন্ন ফাংশন বা অনুষ্ঠানে মেহেদি দিয়ে হাত রাঙানোর প্রচলন অনেক আগে থেকেই মুসলিমদের। বর্তমান সভ্যতা হিন্দু - মুসলিম করে থাকেন বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রকমের মেহেদির স্টাইল। এই স্টাইল তথা মেহেদির ডিজাইন কোন অনুষ্ঠানে অর্থাৎ ঈদে ডিজাইন কেমন হবে, পুজোতে কেমন হবে এও বড় দিনের সাথে কেমন ডিজাইন হবে তা নিম্নে পর্যায়ক্রমে আলোচনা করা হলো
ঈদে মেহেদির ডিজাইন
ঈদ হল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদের অনুষ্ঠানে ছোট বড় সবাই নতুন নতুন পোশাক পরে ঈদ আনন্দ উপভোগ করে থাকেন। ঈদ আনন্দে নতুন নতুন পোশাকের সাথে মেহেদির বিভিন্ন রকম ডিজাইন করে থাকেন। কেউ কেউ মেহেদি দিয়ে হাতে চাঁদ এঁকে থাকেন আবার কেউ কেউ হাতে মিনারের ছবি এঁকে থাকেন। বিভিন্ন ডিজাইন করে মেহেদি দিয়ে হাত রাংগানো সেই ডিজাইনগুলো নিম্নে প্রদান করা হলো।
পূজা উৎসবগুলোর মধ্যে দুর্গাপূজা হলো হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবে হিন্দু ধর্মের ছোট বড় সবাই নতুন নতুন বাহারি পোশাক পরে নেচে গেয়ে মা দুর্গাকে বরণ ও বিদায় করে থাকেন। এইসব বাহারি পোশাকের সাথে মেহেদির ডিজাইন না থাকলে কি চলে ? অনেকেই আবার পোশাকগুলোর কারুকার্যের সাথে ম্যাচিং করে মেহেদি দিয়ে হাত - পা রাঙ্গিয়ে থাকেন। নিম্নে মেহেদির ডিজাইন পিক দেওয়া হলো।
বড়দিনে মেহেদি সাজ
বড়দিন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব। তারা এই বড়দিনের উৎসবে নতুন নতুন পোশাক পরিধান করেন। এই নতুন নতুন পোশাকের সাথে মেহেদির বিভিন্ন ডিজাইন ব্যবহার করে হাতকে রঙিন করেন যা দেখতে আরো সুন্দর লাগে। মেহেদির ডিজাইন এর কিছু ছবি নিম্নে প্রদান করা হলো যার মধ্য থেকে আপনি আপনার পছন্দের মেহেদির ডিজাইন পিকটি বেছে নিতে পারবেন।
গায়ে হলুদ বা বিয়ে বাড়িতে মেহেদির ডিজাইন
গায়ে হলুদ বা বিয়ে বাড়ির অনুষ্ঠান সবার জন্য প্রযোজ্য। হিন্দু , মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল মানুষের আনন্দের উৎসব এই গায়ে হলুদ বা বিয়ে বাড়ির অনুষ্ঠান। এই উৎসবে সকল ধর্মের মানুষ সামর্থ্য অনুযায়ী নতুন নতুন পোশাক তথা কাতান শাড়ি, বেনারসি শাড়ি, শেরওয়ানি, পাগড়ি,পাঞ্জাবি ও লেহেঙ্গাসহ বিভিন্ন ডিজাইনের পোশাক পরে থাকেন।
এই পোশাকগুলো যেমন গর্জিয়াস তেমনি আরো গর্জিয়াস লুকের জন্য বরবধূ সহ সবাই মেহেদির ডিজাইন হাতে - পায়ে ব্যবহার করে থাকেন। বিয়ে বাড়িতে বা গায়ে হলুদের অনুষ্ঠানে ব্যবহার করার মত কিছু একট্রাকটিভ লুকের মেহেদির ডিজাইন ছবি দেওয়া হলো। এখান থেকে আপনি আপনার পছন্দের ডিজাইনটি বেছে নিয়ে আপনার সুন্দর হাতকে মেহেদির রঙ্গে রাঙ্গিয়ে আরো সুন্দর করে তুলুন।
ঘরে বসেই মেহেদী তৈরি করার নিয়ম
ঘরে বসেই কিভাবে ভেষজ পদ্ধতিতে কোণ মেহেদী তৈরি করা যায় সে বিষয়ে নিয়ে এখন আলোচনা করবো। সবসময় মেয়েরা সাজগোজ করতে পছন্দ করেন, ইদানিং কালে ছেলেরাও। ঈদ কিংবা পূজা, গায়ে হলুদ কিংবা বিয়ে সব জায়গাতেই সাজগোজ অপূর্ণ থেকে যায় মেহেদি দিয়ে হাত রাঙানো ছাড়া। মেহেদি দিয়ে হাত রাঙাতে গিয়ে খেয়াল রাখতে হবে যেন মেহেদি হাতের কোন ক্ষতি না করে। এজন্য ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বসেই এই কোণ মেহেদি তৈরি করা ভালো। চলুন জেনে নিই মেহেদি তৈরির পদ্ধতি। মেহেদি তৈরির প্রয়োজনীয় উপকরণ।
- হেনা পাউডার
- দুই চা - চামচ চিনি
- এসেনশিয়াল অয়েল
- দুই চা - চামচ লেবুর রস
- মেহেদি গুড়া
- একটি পরিষ্কার পাত্র
শুরুতেই হেনা পাউডার ও মেহেদী গুড়া একটি পরিষ্কার পাত্রে নিতে হবে। তারপরে পরিমাণমত তেল ও চিনি মেশাতে হবে। এর সাথে লেবুর রস ও এসেনসিয়াল অয়েল সংযুক্ত করে ভালোমতো মিশ্রণ বানাতে হবে। মিশ্রণ বানানো হয়ে গেলে পাত্রটি ভালো করে মুখ বেঁধে ২৪ ঘন্টা রেখে দিতে হবে। ২৪ ঘন্টা পরে মুখ খুলে আবারও মিশ্রণটি নেড়ে নিতে হবে। এভাবেই তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে কোণ মেহেদি।
মেহেদি ব্যবহারে সতর্কতা
মেহেদি খুব শখের ও সুন্দর রঙের জিনিস যা হাতকে রাঙ্গিয়ে সুন্দর করে। দেখতে আরো ভালো লাগে। এই মেহেদী ব্যবহারে কিছুটা সতর্ক থাকতে হবে। অনেকেরই মেহেদী ব্যবহার করলে স্কিনে এলার্জি হতে পারে বা স্কিনে ফোস্কা পড়তে পারে। এরকম সমস্যা দেখা দিলে মেহেদী ব্যবহার বন্ধ রাখা উচিৎ।
- স্কিন লাল হয়ে যেতে পারে
- স্কিন র্যাশ হতে পারে
- ফোসকা পড়তে পারে
উপসংহার
মেহেদি ডিজাইন ২০২৪ ছবিসহ যে আলোচনাগুলো আজকের আর্টিকেলের মধ্যে করেছি, সেগুলো থেকে আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন ঈদ, পূজা বা বিভিন্ন পার্টিতে,বিয়ে বাড়িতে ও গায়ে হলুদে মেহেদির কি ধরনের ডিজাইন করা যায়। সিম্পল পিক থেকে শুরু করে গর্জিয়াস পিক পর্যন্ত সবগুলো আলোচনা করা হয়েছে।
এখান থেকে আপনার যে পিক বা ডিজাইনটি পছন্দ হয় সেটি আপনি আপনার হাতে - পায়ে আঁকুন। হাত - পা রাঙানোর পাশাপাশি মনকেও রাঙিয়ে তুলুন। আশা করি আজকের এই মেহেদির ডিজাইন নিয়ে আলোচনাগুলো আপনার পছন্দ হবে। আপনার পছন্দ অন্যকে জানানোর জন্য এখনি শেয়ার করে দিতে ভুলবেন না।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url