ফেক্সো ১২০ এর কাজ খাওয়ার নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া দাম ও সতর্কতা

ফেক্সো ১২০ এর কাজ খাওয়ার নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া দাম ও সতর্কতা সম্পর্কে আজকের এ আর্টিকেলটিতে আমরা আলোচনা করবও। আজকের আর্টিকেলটি পুরোপুরি পড়লে আপনারা ফেক্সো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।

Fexo 120 এর কাজ খাওয়ার নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া দাম ও সতর্কতা

আমরা যখন ঔষুধের দোকানে যাই তখন দেখি লোকজন ফেক্সো কিনেন! তবে আপনাদেরকে আগেই বলে রাখি শুধু গুগল সার্চ করে বা মেডিসিন সাইট থেকে ইনফর্মেশন নিয়ে কোনো ঔষুধ খাওয়া থেকে বিরত থাকুন। Fexo একটি ঔষধ বা মেডিসিন তাই রেজিস্টার্ড ভালো চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়।

পেজ সুচিপত্র

ফেক্সো ১২০ কি

ফেক্সো ১২০ হলো একটি ঔষধ বা মেডিসিনের নাম যা ট্যাবলেট বা সিরাপ আকারে ঔষধের দোকানে কিনতে পাওয়া যায়। ফেক্সো ১২০ এর বৈজ্ঞানিক নাম বা জেনেরিক নাম হলো ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ইউএসপি যা এন্ট্রিহিস্টামিন গ্রুপের একটি ঔষধ।

বলা যায় ফেক্সো ১২০ mg একটি ট্যাবলেটে ১২০ মিলিগ্রাম মূল উপাদান (ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড) থাকে। এই মূল উপাদানই মানব শরীরে কাজ করে। ফেক্সো ট্যাবলেট ঔষধের দোকানে বিভিন্ন ডোজের ফর্মে কিনতে পাওয়া যায়। যেমন -

  • ফেক্সো ১২০ মিলিগ্রাম ট্যাবলেট ( Fexo 120 mg )
  • ফেক্সো ১৮০ মিলিগ্রাম ট্যাবলেট (Fexo 180 mg)
  • ফেক্সো ৬০ মিলিগ্রাম ট্যাবলেট (Fexo 60 mg)
  • ফেক্সো সাসপেনশন ৬০ এমএল (Fexo Suspention 60 ml) (30mg / 5ml)

ফেক্সো ১২০ কি ভাবে কাজ করে

ফেক্সো ১২০ (ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ইউএসপি) নন - সিডেটিভ এট্রিহিস্টামিন গ্রুপের একটি ঔষধ। এটি নির্দিষ্টভাবে H1 রিসেপ্টর কে ব্লক করার মাধ্যমে কাজ করে থাকে। এই ওষুধটি খাওয়ার পরে দ্রুত রক্তে শোষিত হয়,

আরো পড়ুনঃ কড লিভার ওয়েল খাওয়ারর নিয়ম উপকারিতা ও সতর্কতা

এবং দুই থেকে তিন ঘণ্টার মধ্যে সর্বোচ্চ প্লাজমা ঘনত্বে পৌঁছে যায় ও ৬০% থেকে ৭০% প্লাজমা প্রোটিনে আবদ্ধ থাকে। ঔষধটির হাফ লাইফ ১৪ ঘণ্টা এবং এটি ব্লাড ব্রেইন বেরিয়ার ভেদ করে না।

ফেক্সো ১২০ কোন রোগে কাজ করে

ফেক্সো ১২০ এর কাজ খাওয়ার নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া দাম ও সতর্কতা শিরোনামে এখন আমরা জানবো ফেক্সো ১২০ কি কাজ করে বা কোন কোন রোগের জন্য কাজ করে। যেহেতু এটি একটি এন্ট্রিহিস্টামিন ঔষধ তাই এলার্জিক কন্ডিশনের বিরুদ্ধে কাজ করে। ফেক্স ১২০ যে রোগের জন্য নির্দেশিত সেগুলো নিম্নে তুলে ধরা হলো।

আরো পড়ুন: ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা সমূহ

  • সর্দি বা নাক দিয়ে পানি পড়া।
  • চোখ লাল হওয়া ও পানি ঝরা।
  • চোখ চুলকানো।
  • সারা শরীর চুলকানো।
  • ঠান্ডা জড়িত সমস্যা।
  • হাঁচি।
  • গলা চুলকানো।
  • সিজনাল এলার্জিক রাইনাইটিস।
  • ক্রনিক ইডোপ্যাথিক আর্টিকেরিয়া।
  • বিভিন্ন এলার্জিক লক্ষণগুলি উপশম করার জন্য

ফেক্সো ১২০ খাওয়ার নিয়ম বা সেবনমাত্রা ও সেবনবিধি

ফেক্সো ১২০ এর কাজ খাওয়ার নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া দাম ও সতর্কতা শিরোনামে এখন আমরা আলোচনা করবো ফেক্সো ১২০ এর খাওয়ার নিয়ম বা সেবনমাত্রা ও সেবনবিধি সম্পর্কে। ফেক্সো ১২০ খাওয়ার নিয়ম বা সেবনমাত্রা ও সেবনবিধি নিম্নরূপ।

Fexo 120 খাওয়ার নিয়ম বা সেবনমাত্রা ও সেবনবিধি

১২ বছরের বেশি বয়সের শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য: ফেক্সো ১২০ mg বা ১৮০ mg দিনে একবার অথবা ৬০ mg ট্যাবলেট দিনে ২ বার সেব্য।

কিডনি রোগীদের জন্য: ৬০ mg দিনে একবার সেব্য।

৬ থেকে ১২ বছরের শিশুদের জন্য: ফেক্সো ৩০ mg ট্যাবলেট দিনে ২ বার বা ৬০ mg দিনে একবার সেব্য।

কিডনি রোগীদের জন্য: ৩০ mg দিনে একবার।

২ থেকে ১১ বছর বয়সের শিশুদের জন্য: ফেক্সো ৩০ mg (৫ ml) সাসপেনশন দিনে দুইবার সেব্য।

কিডনি রোগীদের জন্য: ৩০ mg (৫ ml) দিনে একবার সেব্য।

৬ মাস থেকে ২ বছরের কম বয়সী শিশুদের জন্য: Fexo 15 mg (২.৫ ml) সাসপেনশন দিনে দুই বার সেব্য।

কিডনি রোগীদের জন্য: ১৫ mg (২.৫ml) সাসপেনশন দিনে একবার সেব্য।

ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট

ফেক্সো ১২০ এর কাজ খাওয়ার নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া দাম ও সতর্কতা শিরোনাম আলোচনায় এখন আমরা আলোচনা করবো ফেক্সো ১২০ খাওয়ার পরে সাইড ইফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে।

ঔষধটি খেলে যেসকল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে সে গুলো দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া অন্যটি হলো বিরল পার্শ্ব প্রতিক্রিয়া।

আরো পড়ুন: সরকারি ছুটির তালিকা ও ক্যালেন্ডার 2024

সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়া: কোন কোন রোগীর ক্ষেত্রে ফ্লেক্সো খেলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন -

  • মাথা ঘুরা ঘুরা ভাবে হতে পারে।
  • ক্লান্তি বোধ হতে পারে।
  • মাসল পেশীতে ব্যথা হতে পারে।
  • মাথা ব্যথা হতে পারে।
  • অতিরিক্ত ঘুম হতে পারে।
  • বমি বমি ভাব লাগতে পারে।
  • তন্দ্রা ভাব হতে পারে।
  • ব্যাক পেইন হতে পারে।
  • ড্রাই মাউথ হতে পারে।

বিরল পার্শ্বপ্রতিক্রিয়া: ফেক্সো খেলে কিছু কিছু রোগীর ক্ষেত্রে বিরল কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন -

  • এনার্জিক কন্ডিশন হতে পারে (যেমন - ফুলে যাওয়া, শ্বাসকষ্ট, চুলকানি)।
  • হার্ট এর সমস্যা হতে পারে ( যেমন - বুক ধড়ফড় করতে পারে)।
  • স্কিনের সমস্যা হতে পারে ( যেমন - ফুসকুড়ি ও চুলকানি হতে পারে)।

ফেক্সো ১২০ গর্ভাবস্থায় ও স্তনদানকারী মাদের জন্য নিরাপদ কি না

ফেক্সো ১২০ এর কাজ খাওয়ার নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া দাম ও সতর্কতা শিরোনাম আলোচনায় এখন আমরা জানবো ফেক্সোফেনাডিন ট্যাবলেট গর্ভাবস্থায় বা স্তনদানকারী মাদের জন্য নিরাপদ কি না সে সম্পর্কে।

আরো পড়ুন: গর্ভাবস্থায় পেটের বাম পাশে ব্যথা হওয়ার কারণ

গর্ভাবস্থায় এই ওষুধটি নিরাপদ কিনা সে সম্পর্কে পর্যাপ্ত তথ্য প্রমাণাদি পাওয়া যায়নি। ঠিক একইভাবে এই ঔষধটি স্তনদান কালে মাতৃদুগ্ধের সঙ্গে নিঃসৃত হয় কিনা সে সম্পর্কেও যথেষ্ট তথ্য প্রমাণাদি পাওয়া যায়নি।

US FDA ঔষধটিকে প্রেগনেন্সি ক্যাটাগরি সি ( C ) হিসেবে উল্লেখ করেছেন। বলা যেতে পারে গর্ভাবস্থায় ও স্তনদানকারী মাদের জন্য ঔষধটি নিরাপদ নয় বরং না খাওয়াই ভালো। ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষুধ সেবন থেকে বিরত থাকুন।

ফেক্সো ১২০ খাওয়ার সতর্কতা

ফেক্সো ১২০ এর কাজ খাওয়ার নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া দাম ও সতর্কতা শিরোনামে এখন আমরা আলোচনা করবো ফেক্সো ১২০ ট্যাবলেট খাওয়ার সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। ফেক্সো ১২০ ট্যাবলেট খাওয়ার সময় নিম্নোক্ত সতর্কতা গুলো অবলম্বন করা উচিত।

আরো পড়ুন: টাফনিল এর কাজ খাওয়ার নিয়ম ও সতর্কতা

  • এই ওষুধটির প্রতি যারা অতি সংবেদনশীল তাদের সতর্কতার সহিত খাওয়া উচিত। 
  • হার্টের রোগীদের ডাক্তারের পরামর্শ নিয়ে সতর্কতার সহিত খাওয়া উচিত। 
  • কিডনি রোগীদের ডাক্তারের পরামর্শ নিয়ে সতর্কতার সহিত খাওয়া উচিত। 
  • গর্ভবতী মাদের অতীব প্রয়োজন না হলে ওষুধটি খাওয়া উচিত নয়
  • স্তনদানকারী মাদের ঔষধটি অতীব জরুরী না খাওয়া উচিত নয়।
  • জিয়ারটিক বা অতিবয়স্ক রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে খাওয়া উচিত।

ফেক্সো ১২০ এর দাম বা মূল্য কত

ফেক্সো ১২০ এর কাজ খাওয়ার নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া দাম ও সতর্কতা শিরোনামে এখন আমরা জানবো ফেক্সো ১২০ ট্যাবলেট এর দাম বা মূল্য সম্পর্কে। ফেক্সো একটি ঔষধের নাম, এই ওষুধটি চারটি ডোজেজ ফর্মে দোকানে কিনতে পাওয়া যায়। চারটি ডোজেজ ফর্মের আলাদা আলাদা দাম নিম্নে প্রদান করা হলো।

Fexo 120 এর দাম বা মূল্য কত
  • Fexo 120 mg প্রতিটি ট্যাবলেটের দাম ৯ টাকা।
  • Fexo 180 mg প্রতিটি ট্যাবলেট এর দাম ১০ টাকা।
  • Fexo 60 mg প্রতিটি ট্যাবলেটের দাম ৪ টাকা।
  • Fexo 60 ml সাসপেনশন, প্রতিটি ফাইলের দাম ৫৫ টাকা।(30mg / 5ml)

ফেক্সো ১২০ কোথায় পাওয়া যায়

ফেক্সো ১২০ এর কাজ খাওয়ার নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া দাম ও সতর্কতা শিরোনাম আলোচনায় এখন আমরা আলোচনা করবো ফেক্সো ১২০ ঔষধ কোথায় পাওয়া যায় এ সম্পর্কে। যেহেতু ফেক্সো ১২০ একটি ঔষধ সেজন্য সরকার অনুমোদিত সকল ঔষধের দোকানে ফেক্সো পাওয়া যায়। সরকার অনুমোদিত ঔষুধের দোকানে ডাক্তারের ব্যবস্থাপত্র দেখিয়ে আপনি এই ঔষধ কিনতে পারবেন।

ফেক্সো ১২০ এর বিকল্প ব্রান্ড

ফেক্সো ১২০ এর কাজ খাওয়ার নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া দাম ও সতর্কতা শিরোনামে এখন আমরা জানবো ফেক্সো ১২০ এর বিকল্প ব্রান্ড সম্পর্কে। স্কয়ার ফার্মাসিটিকালস মার্কেটিং করে। এর বিকল্প ব্যান্ড অর্থাৎ আর কোন কোন কোম্পানি কি নামে মার্কেটিং করে থাকে সেগুলো নিম্নে আলোচনা করা হলো। 

বিকল্প ব্রান্ডের নাম - কোম্পানির নাম 

  • Alanil - ACME Laborators Ltd.
  • Fenofex - Incepta Pharmaceuticals.
  • Fenadin - Renata Ltd.
  • Fexofast - Drug International.
  • Alagra। - Alco Pharmaceuticals.
  • Dinafex - SK+F Pharmaceuticals.
  • Axodin - Beximco Pharmaceuticals.
  • Fixal -  Opsonin Pharmaceuticals.
  • Telfast - Sanofi  Pharmaceuticals.
  • Fexomin -  IBN S Pharmaceuticals.

বিঃ দ্রঃ তথ্য সূত্র ইনসার্ট লিটারেচার এবং DIMS. উপরে উল্লেখিত তথ্যগুলো ঔষধ সম্পর্কে সাধারণ জ্ঞানের জন্য যা কোন অবস্থাতেই ডাক্তারি পরামর্শের বিকল্প নয়। ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। 

উপসংহার

আজকের আর্টিকেলটি পড়ে আপনারা Fexo 120 সম্পর্কে বিস্তারিতভাবে সব কিছু জানতে পেরেছেন। ফেক্সো ১২০ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বলেই ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধটি খাওয়া উচিত হবে না।

আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনাদের ভালো লেগেছে ও উপকৃত হয়েছেন। আপনাদের ভালোলাগাটা অন্যের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। সবার এলার্জি মুক্ত সুস্বাস্থ্য কামনা করছি।ধন্যবাদ সবাইকে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url