MM Kit এর কাজ খাওয়ার নিয়ম ও দাম
MM Kit এর কাজ খাওয়ার নিয়ম ও দাম সম্পর্কে আজকে আমরা এ আর্টিকেলে জানবো। এম এম কিট সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আজকের আর্টিকেলে আপনারা জানতে পারবেন MM Kit এর কাজ কি? এম এম কিট খাওয়ার নিয়ম কি? MM Kit এর পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা কি? এম এম কিট এর দাম কত? বিভিন্ন বিষয় সম্পর্কে।
আগেই বলে রাখি শুধু গুগল সার্চ কিংবা মেডিসিন সাইট ইনফরমেশন দেখে এম এম কিট খাওয়া থেকে বিরত থাকুন। এম এম কি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ঔষধ যা ডাক্তারের পরামর্শক্রমে নির্দিষ্ট নিয়ম-নীতি মেনে খাওয়া উচিত। নইলে হিতে বিপরীত হতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন থেকে বিরত থাকুন।
পেজ সুচিপত্র
MM Kit কি
MM Kit এর কাজ খাওয়ার নিয়ম ও দাম শিরোনাম আলোচনায় এখন জানবো MM Kit কি? এম এম কিট এক ধরনের মেডিসিন বা ঔষধ যা ট্যাবলেট আকারে বাজারে কিনতে পাওয়া যায়। মিফেপ্রিস্টোন ২০০ মিলিগ্রাম ও মিসোপ্রোস্টল ২০০ মাইক্রোগ্রাম এ দুটি জেনেটিক বা মূল উপাদান এর সমন্বয়ে এম এম কি ট্যাবলেট গুলো তৈরি। এই ওষুধটি আবার আর ইউ - ৪৮৬ (RU - 486) নামেও পরিচিত। MM Kit ট্যাবলেটটি বাংলাদেশে জিসকা ফার্মাসিটিক্যালস লিমিটেড উৎপাদন ও বিপণন করে।
MM Kit এর কাজ কি বা এম এম কিট কিসের ঔষধ
MM Kit এর কাজ খাওয়ার নিয়ম ও দাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে এখন আমরা আলোচনা করবো এম এম কিট এর কাজ কি বা এম এম কিট কিসের ঔষধ এ সম্পর্কে। মাসিক নিয়মিত করণের জন্য বা ডাক্তারের পরামর্শক্রমে বিশেষ প্রয়োজনে গর্ভধারণের নয় (০৯) সপ্তাহের মধ্যে গর্ভপাত ঘটানোর জন্য এমএম কিট নির্দেশিত।
আরো পড়ুন: মোনাস ১০ এর কাজ খাওয়ার নিয়ম ও সতর্কতা।
গর্ভধারণকারি মহিলার শেষ মাসিকের প্রথম দিন হতে ৬৩ দিনের মধ্যে। একজন রেজিস্টার্ড ডাক্তার রোগীর হিস্ট্রি শুনে বা স্বাস্থ্য পরীক্ষা করে বা রক্ত ও মূত্র পরীক্ষার মাধ্যমে অথবা আল্ট্রাসনোগ্রাফি করে রোগীর সঠিক প্রেগনেন্সির সময়সীমা জানতে হবে। সময়টা যেন নয় সপ্তাহের মধ্যেই থাকে।
MM kit খাওয়ার নিয়ম বা সেবনমাত্রা ও সেবনবিধি
MM Kit এর কাজ খাওয়ার নিয়ম ও দাম শিরোনাম আলোচনায় এখন আমরা জানবো এম এম কিট খাওয়ার নিয়ম বা সেবনমাত্রা ও সেবনবিধি সম্পর্কে। প্রেগন্যান্সি পিরিয়ড বা গর্ভাবস্থায় ভ্রূণের সঠিক বয়স নির্ধারণ করতে সক্ষম এমন ডাক্তাররাই এম এম কিট খাওয়ার পরামর্শ দিতে পারেন।
ওষুধটি খাওয়ার পরে যেকোন সমস্যায় হলে যেন সহজেই ম্যানেজ করতে পারেন এরকম সুযোগ সুবিধা থাকতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)। এই ওষুধটি দুই পর্যায়ে বা দুই ধাপে সেবন করতে হয়।
প্রথম দিন: প্রথম দিন কোন ক্লিনিকে অথবা হাসপাতালে ডাক্তারের সরাসরি তত্ত্বাবধানে একটি মিফেপ্রিস্টোন ট্যাবলেট অর্থাৎ বড় ট্যাবলেট পানি দিয়ে গিলে খেতে হবে। সাথে প্রচুর পরিমাণে পানি পান করুন।
দ্বিতীয় দিন: দ্বিতীয় দিনে অর্থাৎ ২৪ থেকে ৪৮ ঘন্টা পরে রোগী বাসায় মিসোপ্রোস্টল ২০০ মাইক্রগ্রামের চারটি ট্যাবলেট জিহ্বার নিচে অথবা দুই দাঁতের মাড়িতে দুটি করে চারটি ট্যাবলেট রেখে চুসে খেতে হবে এভাবে ৩০ মিনিট থামতে হবে। ৩০ মিনিট পরে ওষুধ দুটি থাকলে পানি দিয়ে গিলে খেতে হবে।
ঔষধটি খাওয়ার পর অতিরিক্ত পেট ব্যথা, পরিপাকতন্ত্রের কোন সমস্যা, অতিরিক্ত অস্বস্তি অথবা অতিরিক্ত ব্লিডিং হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ঔষধটি অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।
আরো পড়ুন: টাফনিল এর কাজ খাওয়ার নিয়ম ও সতর্কতা।
ওষুধটি খাওয়ার ১০ থেকে ১৪ দিন পরে একবার চিকিৎসকের পরামর্শ নিতে হবে যে পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা অথবা গর্বভাবস্থার কোন প্রোডাক্ট বা টিস্যু ভিতরে আছে কিনা। মাসিক নিয়মিতকরণের চিকিৎসা সফল না হলে ডাক্তার পরবর্তী নির্দেশনা প্রদান করবেন।
MM Kit এর Side effect বা এম এম কিট এর পার্শ্ব প্রতিক্রিয়া
MM Kit এর কাজ খাওয়ার নিয়ম ও দাম আলোচনা করতে গিয়ে এখন আলোচনা করব সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আর সেটি হলো এম এম কিট এর সাইড ইফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া। এই ওষুধটি দুইটি মূল উপাদনের সমন্বয়ে গঠিত। তাই দুইটি উপাদানের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া একত্রে প্রকাশ পায়। নিম্নে পার্শ্ব প্রতিক্রিয়া গুলো আলোচনা করা হলো।
আরো পড়ুন: এডিস মশা ও ডেঙ্গু রোগ প্রতিরোধে করণীয় কি?
- বমি হতে পারে
- বমি বমি ভাব হতে পারে
- ডায়রিয়া হতে পারে
- অজ্ঞান হয়ে যেতে পারে
- পেট ফাঁপা হতে পারে
- বদহজম হতে পারে
- মুছা যেতে পারে
- মাথা ব্যথা হতে পারে
- পেলভিক পেইন হতে পারে
- পেট ব্যাথা হতে পারে
- কোষ্ঠকাঠিন্য হতে পারে
- কাপুনি হতে পারে
- শরীরে অতিরিক্ত তাপ হতে পারে
- জ্বর বোধ হতে পারে
- যোনিপথে ভারী রক্তপাত হতে পারে
- ঘুম ঘুম ভাব হতে পারে
- দুর্বলতা হতে পারে
- ইউটোরাইন রাপচার হতে পারে
- শ্বাস নিতে কষ্ট হতে পারে
- অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে
- জরায়ু সংকোচনের ফলে ব্যথা হতে পারে
উপরের যে কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে খুব দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে।
MM kit এর বিকল্প ব্র্যান্ড
MM Kit এর কাজ খাওয়ার নিয়ম ও দাম সম্পর্কিত আলোচনায় এখন আমরা জানবো এর বিকল্প ব্র্যান্ড কি আছে সে সম্পর্কে। MM Kit একটি ব্র্যান্ড নেম যা মিফেপ্রিস্টোন ও মিসোপ্রোস্টল নামে দুইটি মূল উপাদানার সমন্বয় তৈরি। এই ঔষধটি জিসকা ফার্মাসিটিক্যালস লিমিটেড মার্কেটিং করে। অন্যান্য কোম্পানি এই একই জেনেরিকের নিজস্ব ব্র্যান্ড নেমে ওষুধ প্রোডাকশন ও মার্কেটিং করে থাকে, যাদের বিকল্প ব্র্যান্ড বলা হয়। এমএম কিট এর কিছু বিকল্প ব্র্যান্ডের নাম নিম্নে প্রদান করা হলো।
আরো পড়ুন: মধুর পুষ্টিগুণ খাওয়ার নিয়ম ও উপকারিতা
ব্র্যান্ড নেম - কোম্পানি নামে
- এ-কিট - A-Kit - The ACME Laborators.
- এবি কিট - AB Kit - Renata limiteted.
- কিট-৬৩ - Kit-63 - General Pharmaceuticles
- এমআর কিট - MR kit - Euro Pharmaceuticles
- এ্যাবো কিট - ABO kit - Globe Pharmaceuticals
- এমটিপি কিট - MTP kit - Shorif Pharmaceuticles
MM kit খাওয়ার সতর্কতা
MM Kit এর কাজ খাওয়ার নিয়ম ও দাম আলচনায় এখন জানবো এর সতর্কতা সম্পর্কে। এই ঔষধটি যথার্থ সতর্কতা অবলম্বন করে খাওয়া উচিত। অনেক সময় এ ধরনের ঔষধগুলো বিপদের কারণ হতে পারে। এই ওষুধটি খাওয়ার সময় যে ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত সেগুলো নিম্নরূপ।
আরো পড়ুন: গর্ভাবস্থায় পেটের বাম পাশে ব্যথা হওয়ার কারণ?
- ড্রাগ সেনসিটিভিটি আছে এমনা রোগীদের ক্ষেত্রে এম এম কিট খুবই সতর্কতার সহিত দেওয়া উচিত।
- নয় সপ্তাহের অধিক সময়ের গর্ভবতী রোগীদের এটা দেওয়া উচিত নহে।
- যে সকল মহিলারা গর্ভবতী অথবা গর্ভবতী হতে চান এমন মহিলাদের ক্ষেত্রে এই ঔষধ বিপদজনক হতে পারে।
- এম এম কিট কোন রোগীকে দেওয়ার আগে তার সকল ধরনের জন্মবিরতিকরণ ডিভাইস অপসারণ করা উচিত।
- যে সকল মহিলাদের আগে থেকেই ভেজাইনাল ব্লিডিং হওয়ার হিস্ট্রি আছে ওই সকল রোগীদের ক্ষেত্রে এম এম কিট খাওয়ার ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত।
MM Kit গর্ভাবস্থায় ও স্তনদানকারী মাদের জন্য নিরাপদ কি না
গর্ভবতী মাদের জন্য ব্যবহার: এম এম কিট গর্ভধারণের ৬৩ দিনের মধ্যে মাসিক নিয়মিত করনের জন্য নির্দেশিত ঔষধ।গর্ভবতী মাদের জন্য এটি কোন অবস্থাতে নির্দেশিত বা গ্রহণযোগ্য বা নিরাপদ ঔষধ নয়।
স্তনদানকারী মাদের জন্য ব্যবহার: এম এম কিট মাতৃদুগ্ধের মাধ্যমে এক্সক্রিয়েশন বা নিঃসরণ হয় কিনা তা এখনো যথেষ্ট পরীক্ষালব্ধ ফলাফল পাওয়া যায়নি। সেজন্য এই ওষুধটা খাওয়ার ব্যাপারে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।
অন্য একটা স্টাডিতে দেখা গেছে এই ওষুধটি খাওয়ার পরে ৫ ঘন্টা মাতৃদুগ্ধে বিরাজমান থাকে, তাই এই পাঁচ ঘন্টা বাচচাকে দুগ্ধদান থেকে বিরত থকা উচিত বা এই পাঁচ ঘন্টার দুগ্ধ ফেলে দেওয়া ভালো। বলা যেতে পারে দুগ্ধদানকারী মাদের এম এম কিট না খাওয়াই ভালো।
MM Kit এর দাম বা মূল্য কত
MM Kit এর কাজ খাওয়ার নিয়ম ও দাম আলোচনায় এখন জানবো এর দাম বা মূল্য সম্পর্কে। এম এম কিট পাঁচটি ট্যাবলেটের সমন্বয়ে একটি প্যাকেজ যা একটি বক্সের মধ্যে থাকে, এরূপ একটি এম এম কিট ট্যাবলেটের বক্সের দাম অর্থাৎ এক বক্স এম এম কিট ট্যাবলেট এর দাম বা সর্বোচ্চ খুচরা মূল্য তিনশত (৳ ৩০০.০০) টাকা।
MM Kit কোথায় পাওয়া যায়
MM Kit এর কাজ খাওয়ার নিয়ম ও দাম আলোচনায় এখন আমরা আলোচনা করবো এম এম কিট কোথায় পাওয়া যায় সে সম্পর্কে। এটি হলো এক ধরনের ওষুধ বা মেডিসিন যা ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়। সরকার অনুমোদিত সকল ঔষধের দোকানে ডাক্তারের ব্যবস্থাপত্র দেখিয়ে এম এম কিট আপনি কিনতে পারবেন।
লেখক এর মতামত
MM Kit সম্পর্কে আজকের আর্টিকেলটিতে এমএম কিট এর সকল বিষয়গুলো বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করেছি। এম এম কিট এমন একটি ঔষধ যা একটু গড়মিল হলে বা খাওয়ার পরবর্তীকালে ব্লিডিং বন্ধ না হলে রোগীর জন্য হুমকি হয়ে যেতে পারে। সেজন্য রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজেই ওষুধটি সেবন করা উচিত নয়।
আশা করি আজকের আর্টিকেলটা পড়ে এমএম কিট সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url