টাফনিল এর কাজ খাওয়ার নিয়ম ও সতর্কতা

টাফনিল এর কাজ খাওয়ার নিয়ম ও সতর্কতা সম্পর্কে আজকে আমরা এই আর্টিকেল পড়ে জানবো। আজকে আমি মূলত আপনাদেরকে জানাবো টাফনিল এর কাজ কি? টাফনিল খাওয়ার নিয়ম কি? টাফনিল এর দাম কত? গর্ভাবস্থায় টাফনিল খাওয়া যায় কিনা? টাফনিল খাওয়ার সতর্কতা কি? ইত্যাদি বিষয় সম্পর্কে।

টাফনিল এর কাজ খাওয়ার নিয়ম ও সতর্কতা

প্রিয় পাঠক আমি আপনাদেরকে আগেই বলে রাখি শুধু গুগল সার্চ করে বা কোন মেডিসিন সাইট ইনফরমেশন দেখে ঔষুধ খাবেন না। টাফনিল সহ যে কোন ঔষধ খাওয়ার আগে আপনি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন। অর্থাৎ রেজিস্টার্ড ও ভালো চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষুধ খাওয়া উচিত নয়। 

সূচীপত্র

টাফনিল কি

টাফনিল এর কাজ খাওয়ার নিয়ম ও সতর্কতা সম্পর্কে জানার আগে টাফনিল কি সেটা আগে জানা দরকার। টাফনিল হলো একধরনের ঔষধের নাম যা ট্যাবলেট আকারে বাজারে কিনতে পাওয়া যায়। টাফনিল ট্যাবলেট এর

বৈজ্ঞানিক নাম বা জেনেরিক নাম হলো টলফেনামিক এসিড যা NSAID গ্রুপের একটি ঔষধ। বলা যায় একটি টাফনিল ট্যাবলেটে ২০০ মিলিগ্রাম মূল উপাদান (টলফেনামিক এসিড) থাকে। মূল উপাদানই মানব শরীরে কাজ করে।

টাফনিলের কাজ কি বা টাফনিল কি রোগে কাজ করে?

টাফনিল এর কাজ খাওয়ার নিয়ম ও সতর্কতা শিরোনামে আলোচনা করতে গিয়ে এখন আমরা জানবো টাফনিল এর কাজ কি বা টাফনিল কি রোগে কাজ করে? টাফনিল নামটা শুনতে খুবই সহজ কিন্তু কাজ করে অনেক জটিল রোগের। নিম্নের আলোচনায় দেখে নিন টাফনিল কি কাজ করে।

আরো পড়ুন: অর্থসহ মেয়ে বাচ্চাদের ইসলামিক নামের তালিকা ও ইংরেজি বানান।

টাফনিল কিভাবে কাজ করে 

টাফনিল (টলফেনামিক এসিড) এনএসএইড গ্রুপের একটি ঔষধ যা প্রদাহ দূর করে, বেদনানাশক ও জ্বররোধক হিসেবে কাজ করে। এটি Prostaglandin ও Leukotine উৎপাদন বন্ধ করার মাধ্যমে কাজ করে।

টাফনিল কি রোগে কাজ করে

টাফনিল কি রোগে কাজ করে বিষয়টা শুনতে একটু জটিল।তবে রোগ যেটাই হোক ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ঔষধ সেবন করবেন না। ডাক্তার স্যারেরা রুগীর ভালোর জন্য ঔষধ খাওয়ার নির্দেশনা দিয়ে থাকেন। টাফনিল যে রোগগুলোর  জন্য নির্দেশিত সেগুলো নিম্নরূপ।

আরো পড়ুন: এডিস মশা ও ডেঙ্গু রোগ প্রতিরোধে করণীয় কি?

  • তীব্র মাথা ব্যথা
  • মাইগ্রেন জনিত মাথা ব্যথা
  • স্বল্প থেকে মাঝারি মাত্রার ঋতুস্রাবের ব্যথা
  • বাতের ব্যথা
  • পোস্ট অপারেটিভ ব্যথা
  • বেদনাশক 
  • জ্বর জনিত ব্যথা

টাফনিল খাওয়ার নিয়ম বা সেবনমাত্রা ও সেবনবিধি

টাফনিল এর কাজ খাওয়ার নিয়ম ও সতর্কতা শিরোনামে এখন আমরা জানবো টাফনিল খাওয়ার নিয়ম বা সেবনমাত্রা  ও সেবনবিধি। কোন রোগের জন্য টাফনিল কি মাত্রায় খেতে হবে? কতবার খেতে হবে? বাজারে টাফনিল ২০০ মিলিগ্রাম ট্যাবলেট কিনতে পাওয়া যায়। ডাক্তারের পরামর্শক্রমে খাবারের সাথে বা খাওয়ার পরে টাফনিল খাওয়া উচিত। এটি খাওয়ার সময় ও খাওয়ার পরে বেশি করে পানি খাওয়া উচিত।

টাফনিল খাওয়ার নিয়ম বা সেবনমাত্রা ও সেবনবিধি

প্রাপ্তব়য়স্ক ও বয়স্ক রোগীদের জন্য: মাইগ্রেন জনিত তীব্র মাথা্ ব্যথা দেখা দিলে ২০০ মিলিগ্রাম একটি টাফনিল ট্যাবলেট সেবন করতে হবে। কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া না গেলে ১-২ ঘন্টা পরে আরেকটি ট্যাবলেট খেতে হবে।

স্বল্প থেকে মধ্যম ব্যথা: ১০০-২০০ মিলিগ্রাম ট্যাবলেট দিনে তিনবার খাওয়া যেতে পারে।

ঋতুস্রাব ও বাতের ব্যথা: ঋতুস্রাব ও বাতের ব্যথায় ১০০-২০০ মিলিগ্রাম টাফনিল দিনে তিনবার খাওয়া যেতে পারে।

কিডনী রোগীদের খাওয়ার নিয়ম: কিডনি রোগীদেরকে জন্য ডোজ সমন্বয় করার প্রয়োজন হতে পারে বা তীব্র কিডনির সমস্যা দেখা দিলে না খাওয়াই ভালো।

লিভারের রোগীদের খাওয়ার নিয়ম: তীব্র লিভারের সমস্যা থাকলে না খাওয়াই ভালো।

শিশুদের জন্য খাওয়ার নিয়ম: শিশুদের খাওয়ার জন্য ঔষধটি নিরাপদ কি না, সঠিক মাত্রা ও সেবনবিধি এখনো সুপ্রতিষ্ঠিত হয়নি। তাই শিশুদের এ ওষুধটি খাওয়ানো যাবে না।

বি:দ্রঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন থেকে বিরত থাকুন।

টাফনিলের পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট 

টাফনিল এর কাজ খাওয়ার নিয়ম ও সতর্কতা শিরোনামে আলোচনা করতে গিয়ে এখন আমরা আলোচনা করব টাফনিল ট্যাবলেট খেলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে? টাফনিল ট্যাবলেট খেলে সাধারণত যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, নিম্নে সেগুলো আলোচনা করা হলো।

আরো পড়ুন: রসুন খাওয়ার নিয়ম, পুষ্টিগুণ ও উপকারিতা।

  • বমি বমি ভাব হতে পারে।
  • বমি হতে পারে।
  • ড্রাউব্জিনেস হতে পারে।
  • ক্ষুধা মন্দা হতে পারে।
  • অ্যানিমিয়া হতে পারে।
  • এসিডিটি হতে পারে।
  • মূত্রের রং পরিবর্তন হতে পারে।
  • ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে।
  • ডাইচুরিয়া হতে পারে (বিশেষ করে পুরুষদের)।
  • কানের মধ্যে সোঁ সোঁ ভোঁ ভোঁ শব্দ হতে পারে।
  • মাথা ঘুরা ঘুরা ভাব হতে পারে।
  • রক্তের উপাদানের পরিমাণ কম-বেশি হতে পারে।
  • হেপাটাইটিস হতে পারে।
  • শ্বাস-প্রশ্বাসের সমস্যা হতে পারে।
  • তলপেটে ব্যথা হতে পারে।
  • স্ট্রোক হতে পারে।
  • অনেকেরই এলার্জিক রিঅ্যাকশন হতে পারে।

ডাক্তারের পরামর্শে টাফনিল খেতে হবে। খাওয়ার পরে উপরের যে কোন সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

গর্ভাবস্থায় বা স্তনদানকারী মাদের খাওয়া যাবে কি না

টাফনিল (টলফেনোমিক এসিড) গর্ভবতী মা ও স্তমদানকারী  (প্রেগনেন্সি ও ল্যাক্টেটিং) মাদের খাওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য-প্রমাণ নাই। ডাক্তার সাহেব যদি বিশেষ বা অপরিহার্য প্রয়োজন মনে না করেন তাহলে প্রেগনেন্সি বা ল্যাক্টেটিং মাদের না খাওয়াই ভালো।

আরো পড়ুন: গর্ভাবস্থায় পেটের বাম পাশে ব্যথা হওয়ার কারণ।

এফডিএ (FDA) এখনো এই ঔষধের সুনির্দিষ্ট কোন ক্যাটাগরি উল্লেখ করেনি। প্রেগন্যান্সির থার্ড টামিস্টারে এই ঔষধ খাওয়া যাবে না। এনএসএইড গ্রুপের ড্রাগ  হওয়ায় এটি অতি সামান্য মাত্রায় মাতৃদুগ্ধে প্রদর্শিত হতে পারে। তাই স্তনদান কালে মাদের এই ওষুধ এড়িয়ে চলা উচিত।

টাফনিল খাওয়ার সতর্কতা বা ক্ষতিকর দিক

টাফনিল এর কাজ খাওয়ার নিয়ম ও সতর্কতা শিরোনামটি আলোচনা করতে গিয়ে এখন আমরা আলোচনা করবো টাকনিল খাওয়ার সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। শুধু টাফনিল নয়, যে কোন ওষুধ খাওয়ার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। টাফনিল খাওয়ার সতর্কতা বা ক্ষতিকর দিকগুলো নিম্নে আলোচনা করা হলো।

আরো পড়ুন: স্মার্টফোন ব্যবহারে শিশুদের কি কি ক্ষতি করে?

  • অ্যাজমা রোগীদের সতর্কতা অবলম্বন করে খাওয়া উচিত।
  • ব্রংকোস্পাজম ও ব্রংকাইটিস রোগীদের।
  • পাকস্থলীর আলসারের রোগীদের।
  • উচ্চ রক্তচাপের রোগীদের।
  • হার্টের সমস্যা আছে এমন রোগীদের।
  • ডাইচুরিয়ার রোগীদের।
  • লিভারের সমস্যা আছে এমন রোগীদের। 
  • কিডনিতে সমস্যা আছে এমন রোগীদের।

অবশ্যই এ ওষুধটি রেজিস্টার্ড ফিজিসিয়ানের পরামর্শে খাওয়া উচিত।

টাফনিল এর দাম বা মূল্য কত

টাফনিল এর কাজ খাওয়ার নিয়ম ও সতর্কতা শিরোনামটি আলোচনায় এখন আমরা জানবো এর দাম সম্পর্কে। টাফনিল ট্যাবলেট এর দাম বা মূল্য কত? বিষয়টি তিনটি ভাগে আলোচনা করা যেতে পারে। একটি টাফনিল ট্যাবলেট এ ২০০ মিলিগ্রাম টলফেনামিক এসিড বা মূল উপাদান থাকে।এরকম একটি ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য বা দাম ১০ টাকা।

টাফনিল এর দাম বা মূল্য কত

টাফনিল ট্যাবলেটের এক পাতায় দশটি ট্যাবলেট থাকে যার সর্বোচ্চ খুচরা মূল্য বা দাম ১০০ টাকা। টাফনিল ট্যাবলেট এর একটি বক্সে ৫০টি ট্যাবলেট থাকে যার সর্বোচ্চ খুচরা দাম বা মূল্য ৫০০ টাকা। অর্থাৎ একটি টাফনিল ট্যাবলেট দাম ১০ টাকা।

টাফনিল কোথায় পাওয়া যায়

টাফনিল এর কাজ খাওয়ার নিয়ম ও সতর্কতা আলোচনায় এখন আমরা জানবো টাফনিল কোথায় পাওয়া যায় সে সম্পর্কে। টাফনিল এক ধরনের ঔষধ। ঔষধ সাধারণত ওষুধের দোকানেই পাওয়া যায়। সরকার অনুমোদিত যে কোন ফার্মেসি বা ঔষধের দোকানে টাফনিল পাওয়া যায়। রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্র দেখিয়ে আপনি ফার্মেসি থেকে টাফনিল কিনতে পারবেন।

উপসংহার 

টাফনিল এর কাজ খাওয়ার নিয়ম ও সতর্কতা সম্পর্কে আজকের এই আর্টিকেলটি পড়ে আপনারা পুরোপুরি জানতে পেরেছেন। এটি মূলত: একটি মাথাব্যথার ওষুধ। কোন ধরনের রোগীরা এই ওষুধ খেতে পারে বা খেতে পারে না, এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কি? বিস্তারিত আজকের এ আর্টিকেলে নির্ভুলভাবে জানানোর চেষ্টা করেছি।

আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। মাথা ব্যথা হলেই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটি না খাওয়ার অনুরোধ রইলো। সবার মাইগ্রেন বা মাথাব্যথা মুক্ত সুস্বাস্থ্য কামনা করছি। আরো আপডেট ও নির্ভুল তথ্য পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url