আমেরিকায় কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি
আমেরিকায় কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি আজকের আর্টিকেলের আলোচ্য বিষয়। আমরা সকলেই জানি আমেরিকা অর্থনৈতিকভাবে ও ক্ষমতা দিক থেকে বিশ্বের এক নম্বর দেশ। এই দেশটিতে যখন আপনি ভাগ্যের উন্নয়ন জন্য অর্থ উপার্জন উদ্দেশ্যে যাবেন তখন আপনাকে দেশটি সম্পর্কে কিছু বিষয়ে জানতে হবে।
আজকের আর্টিকেলটি পড়লে আপনি আমেরিকার কাজের পরিবেশ, কোন কাজের চাহিদা বেশি? কোন কাজের বেতন বেশি? কত সময় কাজ করতে হয়? সব বিষয়গুলো বিস্তারিতভাবে জানতে পারবেন, যাতে করে আপনার আমেরিকান ভিসা করার সিদ্ধান্ত নেয়ার জন্য সহজ হবে। আপনি যে কাজের উদ্দেশ্যে যাবেন সেই কাজের অভিজ্ঞতা অর্জন করে নিয়ে যেতে পারবেন।
পেজ সূচীপত্র
আমেরিকা পরিচিতি
আমেরিকায় কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি এ সম্পর্কিত আলোচনায় প্রথমেই আমেরিকার পরিচিতি জানা দরকার। উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত ৫০টি অংগরাজ্য, একটি যুক্তরাষ্ট্রীয় জেলা,
পাঁচটি অঞ্চল ও কিছু ক্ষুদ্র দ্বীপপুঞ্জ নিয়ে আমেরিকা দেশটি পরিচিত। দেশটির পশ্চিমে প্রশান্ত মহাসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর, উত্তরে কানাডা ও দক্ষিণে মেক্সিকো অবস্থিত। এক নজরে আমেরিকা।
আরো পড়ুনঃ কাতারে কোন কাজের চাহিদা বেশি ও বেতন কত?
- আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র ঃ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা (USA),
- আমেরিকার রাজধানীর নাম ঃ ওয়াশিংটন ডিসি,
- আমেরিকার ভাষা ঃ ইংরেজি,
- আমেরিকার মুদ্রার নাম ঃ ইউ এস ডলার,
- ইউ এস ১ ডলার = ১২৪ টাকা ২৮ পয়সা (ব্যাংক),(বিকাশ/ নগদ ১২৪.৬৬ টাকা), (ক্যাশ ১২৩.৩৯ টাকা)
- আমেরিকার জনসংখ্যা ঃ ৩২ কোটি ৮২ লক্ষ,
- আয়ের উৎস ঃ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ এবং বৃহত্তম নির্মাতা। দেশটি বৈশ্বিক উৎপাদন আয়ের এক পঞ্চমাংশের প্রতিনিধিত্ব করে।
- আমেরিকার আয়তন ঃ প্রায় ৯৮.৩ লক্ষ বর্গ কিলোমিটার।
আমেরিকায় সর্বোচ্চ বেতন কত
আমেরিকায় কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি এ সম্পর্কিত আলোচনায় এখন আমরা আলোচনা করব আমেরিকায় সর্বোচ্চ কত বেতন দেয় সে সম্পর্কে। আমেরিকাতে সিলেক্টিভ কিছু পেশা রয়েছে,
আরো পড়ুনঃ সৌদি আরবে কোন কাজের চাহিদা ও বেতন বেশি?
যে পেশাগুলোতে সর্বোচ্চ বেতন প্রদান করা হয়ে থাকে। এই পেশাগুলোর শীর্ষ স্থানে রয়েছেন ডাক্তাররা। অতএব বলা যায় আমেরিকাতে ডাক্তারি প্রেসার বেতন সর্বোচ্চ। নিম্নে প্রেশার নাম ও আনুমানিক বেতন উল্লেখ করা হলো।
পেশার নাম - বাৎসরিক গড় বেতন ডলারে
- ডাক্তার, কার্ডিওলজিস্ট - ৪,২২,৩২০ ডলার,
- ডাক্তার, এনেসথেসিওলজিস্ট - ৩,৩২,১৩০ ডলার,
- ডাক্তার ওরাল এন্ড ম্যাকসিলোফেসিয়াল সার্জন - ৩,১২৫৪০ ডলার,
- ডাক্তার, অর্থপেডিক সার্জন - ৩,০৭,৪৫০ ডলার,
- ডাক্তার ডার্মাটোলজিস্ট - ৩,০৩,৬৫০ ডলার,
- ডাক্তার, অর্থডেন্টিস্ট - ১৬৬,৯৪০ ডলার,
- এয়ারলাইন পাইলট - ২,১৪,৯৮০ ডলার।
উক্ত তথ্যগুলো বিশ্লেষণ করলে বুঝা যায় উচ্চশিক্ষায় শিক্ষিত, যোগ্যতা সম্পন্ন ও বিশেষায়িত পেশাগুলোতে সর্বোচ্চ বেতন প্রদান করা হয়।
আমেরিকায় কোন কাজের চাহিদা বেশি
আমেরিকায় কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি এ সম্পর্কিত আলোচনায় এখন আমরা আলোচনা করব আমেরিকায় কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে। আমাদের সকলের স্বপ্নের দেশ আমেরিকা! যদি কেউ একবার আমেরিকা যেতে পারেন তাহলে তার ভাগ্যের উন্নয়ন গড়াতে
বেশি সময় লাগবে না। আপনি যদি আমেরিকায় কোন কাজে চাহিদা বেশি জেনে সে কাজ সম্পর্কে একটু জেনে যান বা অভিজ্ঞতা অর্জন করেন, তাহলে খুব সহজেই সেখানে কাজ পাবেন। আমেরিকায় যে কাজের চাহিদা বেশি সে কাজগুলোর নাম নিম্নে উল্লেখ করা হলো।
- ডাক্তার,
- ইঞ্জিনিয়ার,
- সিভিল ইঞ্জিনিয়ার,
- আইটি ম্যানেজার,
- নার্স,
- শিক্ষক,
- নাম্বারের কাজ,
- ডেলিভারি ম্যান
আরো পড়ুনঃ বাচ্চার ওজন কত হলে সিজার করা যায় ও নরমাল ডেলিভারির গুরুত্ব।
- ওয়াটার বা হোটেল বয়,
- ড্রাইভিংয়ের কাজ,
- ইলেকট্রিশিয়ানের কাজ,
- ফায়ারম্যান,
- নির্মাণ শ্রমিকের কাজ,
- পেইন্টারের কাজ। ইত্যাদি।
আমেরিকায় সর্বনিম্ন বেতন কত
আমেরিকায় কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি এ সম্পর্কিত আলোচনায় এখন আমরা জানবো আমেরিকায় সর্বনিম্ন বেতন সম্পর্কে। আমেরিকা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও শীর্ষে অবস্থানকারী একটি উন্নত রাষ্ট্র।
আরো পড়ুনঃ দক্ষিণ কোরিয়া কোন কাজের চাহিদা বেশি ও কোন কাজের বেতন কত?
২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ফেডারেল ন্যূনতম শ্রমিকদের বেতন নির্ধারণ করেছেন প্রতি ঘন্টায় ৭.২৫ ডলার। কোন কোন রাজ্যে এই নির্ধারিত বেতন কাঠামোর কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। কয়েকটি অঙ্গরাজ্যের বেতন কাঠামো নিম্নে প্রদান করা হলো।
অংগরাজ্যের নাম - প্রতি ঘন্টার নূন্যতম মজুরি ডলারে
- ওয়াশিংটন ডিসি -১৭.০০ ডলার,
- নিউইয়র্ক - ১৬.০০ ডলার,
- ক্যালিফোর্নিয়া - ১৬.০০ ডলার,
- নিউ জার্সি - ১৫.১৩ ডলার,
- ম্যাসাচুসেটস -১৫.০০ ডলার,
- ইলিনয় - ১৪.০০ ডলার,
- কলোরাডো - ১৪.৪২ ডলার,
- ফ্লোরিডা -১২.০০ ডলার,
- ওহাইও - ১০.৪৫ ডলার,
- টেক্সাস - ৭.২৫ ডলার।
বি ঃ দ্র ঃ কোন কোন স্টেটে স্থানীয় সরকার কাজের মূল্য নির্ধারণ। করেন আবার কোন কোন রাজ্যে কেন্দ্রীয় সরকার কাজের মূল্য নির্ধারণ করেন। সেই জন্য কাজের মূল্যের কিছুটা ভিন্নতা দেখা যায়।
আমেরিকায় কোন কাজের বেতন কত
আমেরিকায় কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি এ সম্পর্কিত আলোচনা এখন আমরা আলোচনা করব আমেরিকার কোন কাজের বেতন কত সে সম্পর্কে।বেতন জানার জন্য আপনারা অনেকেই অনলাইনে সার্চ করে থাকেন।
আমেরিকাতে অনেক কাজ অনেক বেতন। বর্তমানে আমেরিকা বিশ্বের উন্নত রাষ্ট্রের মধ্যে শীর্ষে অবস্থান করা একটি দেশ। কাজের অভিজ্ঞতা ও দক্ষতার উপর ভিত্তি করে বেতনেরও কম-বেশি হয়ে থাকে। নিম্নে কাজ অনুসারে বেতন আলোচনা করা হলো।
চাকরি বা পেশার নাম - বার্ষিক গড় বেতন ডলারে
- ডাক্তার - ১,২৪,১২০ - ২,৯৫,২৫০ ডলার,
- ইঞ্জিনিয়ার - ৯১,০৫০ - ১,০৫,০৪০ ডলার,
- সিভিল ইঞ্জিনিয়ার- ৮৭,৩৪০ ডলার,
- আইটি ম্যানেজার - ১,৫২,৬৬০ ডলার,
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার - ৯১,২৫০ ডলার,
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ার - ৮৫,২.৩০ ডলার,
- নার্স - ৭৫,৫২০ - ৭৭,৪৫০ ডলার,
- ফার্মাসিস্ট - ১,১০,২৩০ - ১,১৮,০৩০ ডলার,
- ফিজিও থেরাপিস্ট - ৭২,৬৫০ - ৭৫,৬৪০ ডলার,
- মেডিকেল অ্যাসিস্ট্যান্ট - ৩২,০০০ - ৩৫,৯৮০ ডলার,
- ডেন্টাল হাইজেনিসট - ৭২,৫৪০ - ৭৫,৪৩০ ডলার,
- উচ্চ বিদ্যালয়ের শিক্ষক - ৬৫৯৮০ - ৮৭৬৯০ ডলার,
- মহাবিদ্যালয় বা কলেজের শিক্ষক - ৯৩,৫৬০ - ৯৫,৭৮০ ডলার,
আরো পড়ুনঃ বাসা বাড়িতে অগ্নিকাণ্ডের ঝুকি এড়াতে যেগুলো করা উচিত।
- পাইলট - ৭৬,৯০০ - ৭৯,৯৮০ ডলার,
- নাম্বারের কাজ - ৫৩৪২০ - ৫৫৪৮০ ডলার,
- ডেলিভারি ম্যান - ৪৭,৮৯০ - ৪৯,৮৭০ ডলার,
- ওয়েটার বা হোটেল বয় বা শেফ - ৫১,৫৬০ - ৫২,৯৮০ ডলার,
- ড্রাইভিংয়ের কাজ - ৫৩,৫৬০ - ৫৫,৪৩০ ডলার,
- ইলেকট্রিশিয়ানের কাজ - ৫১,১০০ - ৫৫,৩৪০ ডলার,
- ফায়ারম্যান - ৪৮,৯০০ - ৫০,৩০০ ডলার,
- নির্মাণ শ্রমিকের কাজ - ৪৮৫৬০ - ৫০৩২০ ডলার,
- পেইন্টারের কাজ - ৪৮৯০০ -৫০৯৮০ ডলার।
উপসংহার
আমেরিকায় কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি এ সম্পর্কে এ আর্টিকেলটিতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনারা যারা আর্টিকেলটি পুরোপুরি পড়েছেন তারা অবশ্যই জানতে পেরেছেন উক্ত বিষয়গুলো। আমেরিকা এমন একটি দেশ যেখানে কাজকে সবাই মূল্যায়ন করে। এখানে যারা মিলিওনিয়ার তারা বিএমডব্লিউ ও লেক্সাস গাড়িতে ঘুরে বেড়ান।
আবার যারা ঝাড়ুদার বা ক্লিনারদের কাজ করেন তারা বিএমডব্লিউ ও লেক্সাস গাড়িতে ঘুরে বেড়ান। আমেরিকাতে চাকরি করার জন্য কাউকে কোন রকম তদবির করতে হয় না। এখানে আপনি আপনার যোগ্যতা দিয়ে চাকরি বা কাজ যোগাড় করে নিতে পারবেন। প্রিয় পাঠকবৃন্দ আজকের আর্টিকেলটি পড়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url