দক্ষিণ আফ্রিকা শ্রমিকের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি ( আপডেট - ২০২৪)
দক্ষিণ আফ্রিকা শ্রমিকের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি এ সম্পর্কে আজকের আর্টিকেলটি লেখা। আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন দক্ষিণ আফ্রিকায় কোন কাজের চাহিদা বেশি? কোন কাজে সর্বোচ্চ বেতন? কোন কাজের বেতন কত? দক্ষিণ আফ্রিকায় জীবনে নিরাপত্তা নাই জেনেও বাংলাদেশিরা কেন যায়? ইত্যাদি বিষয় সম্পর্কে।
প্রতি বছর ভাগ্যের উন্নয়নের জন্য অর্থ উপার্জন লক্ষ্যে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশের গমন করেন। প্সীদের কাছে মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলো ছাড়াও দিনে দিনে সাউথ আফ্রিকার জনপ্রিয়তা বাড়ছে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশিদের পছন্দের তালিকায় রয়েছে।
পেজ সুচিপত্র
দক্ষিণ আফ্রিকা পরিচিতি
দক্ষিণ আফ্রিকা শ্রমিকের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি এ সম্পর্কিত আলোচনায় প্রথমেই আমরা জেনে নেব দক্ষিণ আফ্রিকা দেশটির পরিচিতি সম্পর্কে। দক্ষিণ আফ্রিকা, আফ্রিকা মহাদেশের সর্ব দক্ষিনে অবস্থিত একটি দেশ। এক নজরে দক্ষিণ আফ্রিকা -
- দেশটির পূর্ণ সরকারি নাম ঃ দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র (Republic of South Africa).
- দক্ষিণ আফ্রিকার রাজধানী ঃ কেপ টাউন (Cape Town).
- দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম ঃ রেন্ড (Rand)
- দক্ষিণ আফ্রিকার মুদ্রা বিনিময় হার ঃ দক্ষিণ আফ্রিকান ১ রেন্ড (Rand) = বাংলাদেশি ৬.৬০৯৫ টাকা।
- দক্ষিণ আফ্রিকার ভাষা ঃ জোলু o ইংলিশ,
- দক্ষিণ আফ্রিকার কোড ঃ +২৭ (+27).
- দক্ষিণ আফ্রিকার জনসংখ্যা ঃ প্রায় ৬ কোটি,
- দক্ষিণ আফ্রিকার আয়তনঃ ১২,১৯,৯১২ বর্গ কিলোমিটার।
দক্ষিণ আফ্রিকায় সর্বোচ্চ বেতন কত
দক্ষিণ আফ্রিকা শ্রমিকের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি এই শিরোনামটিতে এখন আমরা জানবো দক্ষিণ আফ্রিকায় সব সর্বোচ্চ কত বেতন প্রদান করা হয় সে সম্পর্কে। দক্ষিণ আফ্রিকা এমন একটি দেশ যেখানে কর্মীদের বেতনের বৈচিত্র্য লক্ষ্য করা যায়।
আরো পড়ুনঃ মালয়েশিয়া শ্রমিকের বেতন কত এবং কোন কাজে চাহিদা বেশি?
এই দেশটিতে সবচেয়ে বেশি প্রাধান্য পান ডাক্তার, আইনজীবী ও প্রকৌশলীরা। ভালো মানের একজন সার্জারির ডাক্তার বা অ্যানিস্থেসিয়ার ডাক্তার বাৎসরিক গড় বেতন আফ্রিকান টাকায় পেয়ে থাকেন প্রায় R ২.৭ মিলিয়ন যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৭৫ হাজার।
অনুরূপভাবে অভিজ্ঞ আইনজীবী ও প্রথম শ্রেণীর প্রকৌশলীরা বাৎসরিক গড় বেতন পান দক্ষিণ আফ্রিকান টাকায় প্রায় R১.২ মিলিয়ন থেকে R ২.০ মিলিয়ন যা বাংলাদেশী টাকায় প্রায় ৯৫ লক্ষ থেকে ১ কোটি ৩০ লক্ষ টাকা।
দক্ষিণ আফ্রিকায় শ্রমিকের বেতন কত
দক্ষিণ আফ্রিকা শ্রমিকের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি এ সম্পর্কিত আলোচনায় এখন আমরা আলোচনা করব দক্ষিণ আফ্রিকায় কর্মী পর্যায়ে কাজগুলোতে কত বেতন প্রদান করা হয় সে সম্পর্কে।
উচ্চতর যোগ্যতা নিয়ে যারা দক্ষিণ আফ্রিকা যান তাদের বেতন অনেকটাই বেশি কিন্তু যারা কম যোগ্যতা নিয়ে যান তাদের বেতন একটু কম থাকে। নিম্ন বেতন কাঠামো প্রদান করা হলো।
আরো পড়ুনঃ ইতালিতে কোন কাজের চাহিদা বেশি ও শ্রমিকের বেতন কত?
কাজের নাম - বেতন দক্ষিণ আফ্রিকান টাকায়
- সরকারি ম্যানেজার - R ২৩,৮৫০,
- হোটেল ব্যবস্থাপক - R ২২,৬০০,
- কিচেন ম্যানেজার - R ১৭,৬৫০,
- রেস্টুরেন্ট ম্যানেজার - R ১৭,৭০০,
- দোকান কর্মী - R ১৫,২০০,
দক্ষিণ আফ্রিকায় কোন কাজের চাহিদা বেশি ২০২৪
দক্ষিণ আফ্রিকা শ্রমিকের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি এ সম্পর্কিত আলোচনায় এখন আমরা আলোচনা করব দক্ষিণ আফ্রিকায় কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে।
২০২৪ সালের আপডেট তথ্য অনুযায়ী দক্ষিণ আফ্রিকার উচ্চতর যোগ্যতা সম্পন্ন লোকের চাকরির চাহিদা বেশি। নিম্নে বেশি চাহিদা সম্পন্ন কাজের নাম প্রদান করা হলো
- ডাক্তার,
- নিউরোসার্জন,
- আনেস্থিসলজিস্ট,
- আইনজীবী,
- ইঞ্জিনিয়ার,
- সফটওয়্যার ডেভলপার,
- সিকিউরিটি বিশেষজ্ঞ,
- জাহাজের ক্যাপ্টেন। ইত্যাদি।
দক্ষিণ আফ্রিকার ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
দক্ষিণ আফ্রিকা শ্রমিকের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি এই শিরোনামটি আলোচনায় আমরা এখন আলোচনা করব দক্ষিণ আফ্রিকায় কাজের ভিসার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হয় সে সম্পর্কে।
আরো পড়ুনঃ ওমানে কোন কাজের চাহিদা বেশি ও কোন কাজের বেতন কত?
কাজের ভিসা তৈরি করার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন হয় সেগুলো নিম্নে উল্লেখ করা হলো
- ছ'মাস মেয়াদ আছে এমন বৈধ পাসপোর্ট,
- পূরণকৃত আবেদন পত্র,
- সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি,
- ভিসার ফি প্রদানের প্রমাণ পত্র,
- আর্থিক স্বচ্ছলতার প্রমারপত্রে,
- টিকা প্রদানের প্রশংসা পত্র,
- বিগত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট,
- ডাক্তার কর্তৃক প্রদত্ত ফিটনেস সার্টিফিকেট,
- রেডিওলজি রিপোর্ট,
- পুলিশ ভেরিফিকেশনের সার্টিফিকেট,
- নিয়োগ নিকট থেকে লিখিত বিবৃতি,
- শ্রম বিভব কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট,
- এক্সপেরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ। ইত্যাদি।
- এছাড়াও দক্ষিণ আফ্রিকা দূতাবাস কর্তৃক নির্দেশিত প্রয়োজনীয় কাগজপত্র।
দক্ষিণ আফ্রিকায় কাজের ভিসা প্রক্রিয়াকরণে কত সময় লাগে
দক্ষিণ আফ্রিকা শ্রমিকের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি এ সম্পর্কিত আলোচনায় আমরা এখন জেনে নেব দক্ষিণ আফ্রিকায় ভিসা প্রক্রিয়াকরণ কত সময় লাগে সে সম্পর্কে।
দক্ষিণ আফ্রিকা সরকারি কাজের জন্য শ্রমিকদেরকে চার ধরনের ভিসা ইস্যু করে থাকেন। এই চার ধরনের ভিসা প্রসেসিং হতে চার ধরনের সময় লাগে। যেমন -
আরো পড়ুনঃ আমেরিকায় কোন কাজে চাহিদা বেশি এবং তাদের বেতন বেশি?
ভিসার নাম - ভিসা প্রসেসিংয়ের সময়
- সাধারণ কাজের ভিসা - এই ভিসা পেতে ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগে।
- সমালোচনা মূলতক দক্ষতার কাজের ভিসা - এই ভিসা পেতে সময় লাগে ১ থেকে ৩ মাস।
- ইন্ট্রা রকোম্পানি ট্রান্সফার ওয়ার্ক ভিসা - এই ভিসা পেতে ৩০ থেকে ৪০ দিন সময় লাগে।
- কর্পোরেট। ভিসা - এই ভিসা প্রসেসিং হতে ২ থেকে ৪ সপ্তাহ সময় লাগে।
দক্ষিণ আফ্রিকার কাজের ভিসার খরচ পড়ে কত
দক্ষিণ আফ্রিকায় শ্রমিকের বেতন কত এবং কোন কাজর চাহিদা বেশি এ সম্পর্কিত আলোচনায় এখন আমরা জেনে নেব দক্ষিণ আফ্রিকার কাজের ভিসার খরচ কত পড়ে সে সম্পর্কে।
আরো পড়ুনঃ ভিসা আবেদন কিভাবে করতে হয় ও কি কি কাগজপত্র লাগে?
উপরের আলোচনায় আমরা জেনেছি দক্ষিণ আফ্রিকা চার ধরনের কাজের ভিসা প্রদান করা হয়। আর এই চার ধরনের ভিসার খরচও আলাদা আলাদা হয়। খরচ গুলো নিম্নে তুলে ধরা হলো।
ভিসার ধরন - খরচের পরিমাণ আফ্রিকান টাকায় (Rand/ রেণ্ড)
- সাধারণ কাজের ভিসা - R ১৫৫০ (রেনন্ড)
- সমালোচনা মূলক দক্ষতার কাজের ভিসা - R ২৮৭০,
- ক্ষতার কাজের ভিসা
- ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার ওয়ার্ক ভিসা - R ২৮৭০ রেন্ডে
- কর্পোরেট ভিসা - R ১৫৫০.রেন্ড।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী প্রবাসীরা কি কাজ করেন
দক্ষিণ আফ্রিকা শ্রমিকের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি এ সম্পর্কিত আলোচনায় আমরা এখন জানবো আফ্রিকায় বাংলাদেশী প্রবাসীরা কি কাজ করেন সে সম্পর্কে।
মোঃ মশিউর রহমান বাবু নোয়াখালী থেকে দক্ষিণ আমেরিকা জান প্রায় ১৫ বছর আগে এর সাথে কথা বলে জানা গেছে বাংলাদেশী প্রবাসীরা বেশিরভাগই বিভিন্ন দোকানে কর্মীর কাজ করেন।
দোকান গুলোর মধ্যে রয়েছে গ্রোসারির দোকান, কসমেটিক্সের দোকান, ফাষ্টফুডের দোকান, মোবাইল টেলিফোনের দোকান, মুদিখানার দোকান, এক্সোসরির দোকান। ইত্যাদি।
মিস্টার বাবু বলেন দোকানের কাজে একজন প্রবাসীর মাসিক গড় ইনকাম বাংলাদেশি টাকায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা। এই প্রবাসী কর্মীরা দু-তিন বছর দোকানে থেকে কিছু টাকা জমানোর পরে নিজেরাই দোকান গড়ে তোলার চেষ্টা করেন।
দক্ষিণ আফ্রিকা কেন যাবেন
দক্ষিণ আফ্রিকা শ্রমিকের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি এ সম্পর্কিত আলোচনায় এখন আমরা আলোচনা করব দক্ষিণ আফ্রিকার কেন যাবেন বা দক্ষিণ আফ্রিকা গেলে
শ্রমিকরা কি কি সুবিধা পায়বা কি কি সুবিধা জন্য দক্ষিণ আফ্রিকা যেতে চান সে সম্পর্কে। কাজের বিষয় দক্ষিণ আফ্রিকা গেলে নিম্ন তো সুযোগ সুবিধা গুলো পাওয়া যায় যেমন
- বেশি পরিমাণে অর্থ উপার্জন করা যায়,
- বার্ষিক গড় ইনকাম প্রায় R ৩,৭৫,০০০ রেন্ড,
- উচ্চ জীবনযাত্রার মান,
- একাধিক শিল্প জুড়ে প্রচুর চাকরির সুযোগ সুবিধা,
- ব্যবসা বা বিনিয়োগ করার জন্য ভালো একটি গন্তব্য।
- সপ্তাহে ৪০ ঘন্টা কাজের সুযোগ,
- পেনশন সুবিধা,
- স্বাস্থ্যসেবা সুবিধা,
- পরিবহন ভর্তুকি। ইত্যাদি।
দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা
দক্ষিণ আফ্রিকায় শ্রমিকের বেতন কত এবং কোন কাজে চাহিদা বেশি এ সম্পর্কিত আলোচনায় এখন আমরা জানবো দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা করা বা ব্যবসা করা কঠিন কাজ না সহজ কাজ সে বিষয় সম্পর্কে।
দক্ষিণ আফ্রিকার ব্যবসা করার জন্য প্রবাসী বাংলাদেশিরা বড় বড় শহরগুলোতে (যেমন - কেপটাউন, জোয়ান্সবারগ, বলুমফনটেইন) থাকেন। দক্ষিণ আফ্রিকায় বসবাস করেন এমন বিভিন্ন প্রবাসীরা মনে করেন দক্ষিণ আফ্রিকাতে ব্যবসা করার জন্য ভালো পরিবেশ রয়েছে।
দক্ষিণ আফ্রিকাতে ব্যবসা করার উদ্দেশ্যে ভালো বিনিয়োগ করতে পারলে ভালো পরিমাণে ইনকাম করা যায়। দক্ষিণ আফ্রিকা প্রবাসী মি: বাবু জানন একটা ভালো মানের ডিপার্টমেন্টাল স্টোর থেকে প্রতি মাসে তিন থেকে চার লক্ষ টাকা আয় করা যায়।
লেখকের কথা
আজকের আর্টিকেলটিতে দক্ষিণ আফ্রিকায় কাজ সম্পর্কিত সকল তথ্য বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি, আপনারা যারা আর্টিকেলটি পড়েছেন তারা এতক্ষণে জানতে পেরেছেন সেই বিষয়গুলো।
দক্ষিণ আফ্রিকাতে যেমন ইনকাম বেশি তেমনি নিরাপত্তা একটু কম। তাই প্রবাসী ভাইয়েরা সবাই সবার নিজ নিজ অবস্থানে নিরাপদে থাকবেন ইনকাম করবেন। সবাই নিরাপত্তা সহিত নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url