ইতালিতে কোন কাজের চাহিদা বেশি ও শ্রমিকের বেতন কত (আপডেট - ২০২৪)
ইতালিতে কোন কাজের চাহিদা বেশি ও শ্রমিকের বেতন কত আজকের আর্টিকেলটি এ সম্পর্কে লেখা। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে কাজের চাহিদা সবচেয়ে বেশি। তাই প্রবাসীদের জন্য ইতালি একটি স্বপ্নের দেশ। দেশটিতে যেমন রয়েছে কাজের চাহিদা তেমনি রয়েছে বেশি বেতন। সেজন্য স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইতালি যেতে পারলে আপনি ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারবেন।
আজকের আর্টিকেলটি পড়লে আপনি জানতে পারবেন ইতালিতে কোন কাজের চাহিদা বেশি? কোন কাজের বেতন বেশি? কোন কাজের সর্বোচ্চ বেতন? কোন কাজের সর্বনিম্ন বেতন? কিভাবে সহজে কাজ পাওয়া যায়? ইত্যাদি বিষয়গুলো। তাই চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। আপনিও নিচের দিকে পড়তে থাকুন।
পেজ সুচিপত্র
ইতালি পরিচিতি
ইতালিতে কোন কাজের চাহিদা বেশি ও শ্রমিকের বেতন কত এ বিষয়টি আলোচনা করার আগে আমাদের ইতালি সম্পর্কে কিছু জানা দরকার। ইউরোপ মহাদেশের আল্পস পর্বতমালা ও ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নভুক্ত বুট আকৃতির দ্বীপ বিশিষ্ট একটি উন্নত রাষ্ট্র হল ইতালি।
এক নজরে ইতালি
- দেশের নাম ঃ ইতালি (Itali).
- ইতালির রাজধানী ঃ রোম (Rome).
- ইতালির ভাষা ঃ ইতালিয়ো ভাষা বা রোমান্স ভাষা।
- ইতালির মুদ্রার নাম ঃ ইউরো (Euro).
- মুদ্রা বিনিময় হারঃ ইতালিয়ান ১ ইউরো (টাকা) = বাংলাদেশের ১২৪.৪৮ (124.48) টাকা।
- ইতালির জনসংখ্যা ঃ ৬ (ছয়) কোটি।
- ইতালির আয়তন ঃ ৩,০১,৩৩৮ বর্গ কিলোমিটার।
- ইতালির কোড ঃ +৩৯ (+39).
ইতালিতে কাজ পাওয়ার সহজ উপায়
ইতালিতে কোন কাজের চাহিদা বেশি ও শ্রমিকের বেতন কত এ সম্পর্কিত আলোচনায় আমরা এখন জানবো ইতালিতে কাজ পাওয়ার সহজ উপায় সম্পর্কে। ইতারিতে কাজ পাওয়ার জন্য আমাদের কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
আরো পড়ুনঃ ওমানে কোন কাজের চাহিদা বেশি ও কোন কাজের বেতন কত?
ভিসা বানানোর সময় ভালো কোন এজেন্সির মাধ্যমে ভিসা তৈরি করতে হবে। এজেন্সিরাই মূলতঃ কাজ ঠিক করে ভিসা দেয়। তারপরও নিম্নোক্ত যোগ্যতা গুলো থাকলে সহজে ইতালিতে কাজ পাওয়া যায়।
- শিক্ষ শিক্ষাগত যোগ্যতা ভালো থাকলে সহজে কাজ পাওয়া যায়।
- একাধিক (৪/৫ টি) কাজের অভিজ্ঞতা থাকলে সহজে কাজ পাওয়া।
- ইতালিয়ান ভাষা শিখে ইতালি গেলে সহজে কাজ পাওয়া যায়।
- ইতালিতে সহজে কাজ পাওয়ার জন্য ভালো মানের ও বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করুন।
- তিন-চারটি কাজের দক্ষতা অর্জন করে ইতালি গেলে সহজে কাজ পাওয়া যায়।
- সরকারিভাবে ভিসা হলে সহজে কাজ পাওয়া যায়।
- ইতালিতে উচ্চ মানের ও ভালো কাজ সহজে পাওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা অর্জন করুন।
ইতালিতে সর্বোচ্চ বেতন কত
ইতালিতে কোন কাজের চাহিদা বেশি ও শ্রমিকের বেতন কত এই শিরোনামটি আলোচনায় এখন আমরা জেনে নিব ইতালিতে সর্বোচ্চ বেতন কত সম্পর্কে। ইতালিতে নির্ধারিত কোন কাঠামো নেই, এজন্য কাজের অভিজ্ঞতা, যোগ্যতা ও শিক্ষাগত যোগ্যতা এবং
আরো পড়ুনঃ আমেরিকায় কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি?
কোম্পানির অবস্থা বুঝে বেতন কম-বেশি হয়ে থাকে। ইতালিতে একজন শ্রমিকের সর্বোচ্চ মাসিক গড় বেতন ৪৫০০ থেকে ৫০০০ ইউরো পর্যন্ত হয় যা বাংলাদেশি টাকায় টাকায় ৫ লক্ষ ৫৫ হাজার থেকে ৬ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
ইতালিতে কোন কাজের চাহিদা বেশি
ইতালিতে কোন কাজের চাহিদা বেশি ও শ্রমিকের বেতন কত এ আলোচনায় এখন আমরা জেনে নেব ইতালিতে কোন কাজের চাহিদা বেশি। সে সম্পর্কে। আপনারা যারা ইতালিতে যাবেন বলে চিন্তা করছেন তাদের খোঁজ খবর নিয়ে জানা উচিত ইটালিতে কোন ধরনের কাজগুলোর চাহিদা বেশি থাকে।
সেই কাজগুলো নিজ দেশে অভিজ্ঞতা অর্জন করে ইতালিতে গেলে সহজে কাজ খুঁজে পাওয়া যায় ও বেশি টাকা ইনকাম করা যায়। আমরা জানি ইতালি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও উন্নত একটি দেশ। এ দেশে প্রতিনিয়ত নতুন নতুন কর্মক্ষেত্রে সৃষ্টি হয় ও অনেক লোকবল দরকার হয়।
ইতালিতে যে সকল কাজের চাহিদা বেশি নিম্ন সেগুলোর নাম উল্লেখ করা হলো
- ইলেকট্রিশিয়ানের কাজ,
- মেকানিক্যাল কাজ,
- ড্রাইভিং এর কাজ,
- ক্লিনিং এর কাজ,
- ফিটিংস এর কাজ,
- কনস্ট্রাকশন শ্রমিকের কাজ,
- ওয়েল্ডিং এর কাজ,
- কৃষি কাজ,
- ডেলিভারির কাজ,
- প্লাম্বার এর কাজ,
- রেস্টুরেন্ট কর্মীর কাজ,
- ফুড প্যাকেজিং কর্মীর কাজ। ইত্যাদি।
ইতালিতে কোন কাজের বেতন কত
ইতালিতে কোন কাজের চাহিদা বেশি ও শ্রমিকের বেতন কত এ আলোচনায় এখন আমরা জেনে নিব ইতালিতে কোন কাজের বেতন কত সে সম্পর্কে। আপনি যখন কোন দেশে যাবেন সে দেশের শ্রমিকদের বেতন কাঠামো বা আপনি যে কাজে যাবেন সেই কাজের বেতন কেমন এটা জানাটা জরুরী।
আরো পড়ুনঃ কাতারে কোন কাজে চাহিদা বেশি ও বেতন কত?
আপনি ইতালিতে যে কাজের জন্য যাবেন সেই কাজের বেতন কেমন সে সম্পর্কে একটা ধারণা থাকা উচিত। ইতালি একটা উন্নত দেশ হওয়ায় এই দেশের লেবার ল অনুসারে সপ্তাহে ৪০ কর্মঘন্টার বেশি সিডিউল কাজ করা যায় না। তবে আপনি চাইলে ওভারটাইম কাজ করতে পারবেন এবং তার জন্য অতিরিক্ত মজুরি পাবেন।
ইতালিতে কোন কাজের বেতন কত নিম্নে তার একটা ধারণা প্রদান করা হলো
কাজের নাম - আনুমানিক মাসিক বেতন ইউরোতে
- ইলেকট্রিশিয়ানের কাজ - ২০০০ - ৪০০০ ইউরো।
- মেকানিক্যাল কাজ - ২০০০ - ৪০০০ ইউরো।
- ড্রাইভিং এর কাজ - ১৫০০ - ৩০০০ ইউরো।
- ক্লিনিং এর কাজ - ১২০০। - ৩০০০ ইউরো।
- ফিটিংস এর কাজ - ২০০০ - ৪০০০ ইউরো।
- কনস্ট্রাকশন শ্রমিকের কাজ - ১৫০০ - ৩০০০ ইউরো।
- ওয়েল্ডিং এর কাজ - ২০০০ - ৪০০০ ইউরো।
- কৃষি কাজ - ১২০০ - ৩০০০ ইউরো।
- ডেলিভারির কাজ - ১৫০০ - ৩০০০ ইউরো।
- প্লাম্বার এর কাজ - ২০০০ - ৪০০০ ইউরো।
- রেস্টুরেন্ট কর্মীর কাজ - ১৫০০ - ৩০০০ ইউরো।
- জাহাজ কর্মী - ১৫০০ - ৩৫০০ ইউরো।
- ফুড প্যাকেজিং কর্মীর কাজ - ১৩০০ - ৩০০০ ইউরো।
ইতালিতে সর্বনিম্ন বেতন কত
ইতালিতে কোন কাজের চাহিদা বেশি ও শ্রমিকের বেতন কত এ শিরোনামটি আলোচনায় এখন আমরা জানবো ইতালিতে শ্রমিকের সর্বনিম্ন বেতন কত সে সম্পর্কে। প্রত্যেকটা ক্ষেত্রে যোগ্যতা, অভিজ্ঞতা ও কোম্পানির অবস্থা বুঝে বেতন কম-বেশি হতে পারে।
আরো পড়ুনঃ দক্ষিণ কোরিয়া কোন কাজে চাহিদা বেশি ও কোন কাজের বেতন কত?
ইতালিতে নির্দিষ্ট কোন বেতন কাঠামো নেই। ইতালিতে একজন শ্রমিকের সর্বনিম্ন মাসিক গড় বেতন বা মজুরি ১০০০ থেকে ১৫০০ ইউরো। বাংলাদেশী টাকায় এই মাসিক গড় বেতন দাঁড়ায় ১ লক্ষ ২০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা।
বিশ্বের প্রায় সব দেশেই ডাক্তারি প্রেসার মূল্য বেশি ইতালিতেও তার ব্যতিক্রম নয়। ইতালিতে একজন চিকিৎসকের মাসিক সর্বনিম্ন গড় বেতন ধরা হয় প্রায় ১০ হাজার ইউরো।
ইতালিতে কৃষি কাজের বেতন কত
ইতালিতে কোন কাজের চাহিদা বেশি ও শ্রমিকের বেতন কত এ সম্পর্কিত আলোচনায় এখন আমরা জেনে নেব ইতালিতে কৃষি কাজের বেতন কত সে সম্পর্কে। বাংলাদেশ থেকে শ্রমিক পর্যায়ে যে সমস্ত লোকজন যেয়ে থাকেন, তারা বেশিরভাগ ক্ষেত্রেই কৃষি কাজে লিপ্ত হন।
আরো পড়ুনঃ সৌদি আরবে কোন কাজের চাহিদা ও বেতন বেশি?
আগেই বলেছি যার যে কাজে দক্ষতা বেশি তার সে কাজ পাওয়ার সুযোগ বেশি। কৃষি কজের জন্য ইতালিতে তিন ভাবে বেতন প্রদান করা হয়। যেমন - ঘন্টা ভাবে, মাসিক ভাবে ও বাৎসরিকভাবে।
- ঘন্টা ভাবে বেতনঃ ইতালিতে কৃষি কাজের জন্য প্রতি ঘন্টায় ৯ থেকে ২০ ইউরো প্রদান করা হয়। যার মান বাংলাদেশি টাকায় প্রায় ১১০০ থেকে ২৪০০ টাকা।
- মাসিক ভাবে বেতনঃ ঘন্টার তুলনা মাসিক বেতন একটু কম হয়ে থাকে। ইতালিতে একজন কৃষি শ্রমিকের মাসিক গড় বেতন দাঁড়ায় ৪ লক্ষ থেকে সাড়ে ৪ লক্ষ টাকা।
- বাৎসরিক ভাবে বেতনঃ ঘন্টা বা মাসিক বেতনের তুলনায় বাৎসরিক বেতন আরেকটু কম হয়ে থাকে। সেই ক্ষেত্রে ইতালিতে একজন কৃষি শ্রমিকের বাৎসরিক বেতন দাঁড়ায় ৪৮ থেকে ৪৯ লক্ষ টাকা।
ইতালির ১ টাকা বাংলাদেশের কত টাকার সমান
- ১ ইউরো = ১২৪.৪৮ টাকা।
- ৫০ ইউরো = ৬২২৪.০০ টাকা।
- ১০০ ইউরো = ১২,৪৪৮.০০ টাকা।
- ৫০০ ইউরো = ৬২,২৪০.০০ টাকা।
- ১,০০০ ইউরো = ১,২৪,৪৮০.০০ টাকা।
- ৫,০০০ ইউরো = ৬,২২,৪০০.০০ টাকা।
- ১০,০০০ ইউরো = ১২,৪৪,৮০০.০০টাকা।
লেখকের কথা
ইতালিতে কোন কাজের বেতন বেশি ও শ্রমিকের বেতন কত আজকের আর্টিকেলটিতে এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আজকের আর্টিকেলটি পড়ে আপনারা ইতালিতে কাজ ও শ্রমিক সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত ভাবে জেনেছেন ও উপকৃত হয়েছেন।
এরকম আরো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এ সংক্রান্ত কোনো মতামত বা পরামর্শ থাকলে কমেন্টস বক্সে জানাতে পারেন। আমরা আপনাদের মতামতের উত্তর দেয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url