মালয়েশিয়া শ্রমিকের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি (আপডেট - ২০২৪)
মালয়েশিয়া শ্রমিকের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি আজকের আর্টিকেলটিতে এ বিষয়গুলো জানতে পারবেন। বেশি ইনকাম করে ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমরা বিদেশে যাওয়ার চিন্তা করি। কাজেই যে দেশে গেলে একটু বেশি পরিমাণে অর্থ ইনকাম করা যাবে, সেই দেশগুলোই বেছে নেওয়া উচিত। বেশি অর্থ ইনকাম করা যায় এমন দেশগুলোর মধ্যে মালয়েশিয়া একটি।
মালয়েশিয়ার অর্থনীতি দ্রুত বর্ধনশীল। দেশটির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রজেক্ট ও নির্মাণ কাজ চলছে। এই কাজগুলো সম্পন্ন করার জন্য প্রচুর পরিমাণে দক্ষ জনশক্তি আমদানি করে থাকে। মালয়েশিয়া যাওয়ার আগে আপনি যে কাজের উদ্দেশ্যে যাবেন সেই কাজে আগে থেকেই দক্ষতা অর্জন করে যেতে হবে তাহলে বেশি অর্থ উপার্জন করতে পারবেন।
পেজ সুচিপত্র
মালয়েশিয়া পরিচিতি
মালয়েশিয়া শ্রমিকের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি এ সম্পর্কিত আলোচনার প্রথমেই জানা দরকার মালয়েশিয়া সম্পর্কে কিছু তথ্য। মালয়েশিয়া এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত তেরটি রাজ্য ও তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ এবং অনেকগুলো উপদ্বীপের সমন্নয়ে গঠিত একটি উন্নয়নশীল দেশ।
এক নজরে মালয়েশিয়া
- দেশের নাম ঃ মালয়েশিয়া (মালয় ঃ Malaysia).
- মালয়েশিয়ার রাজধানীর নাম ঃ কুয়ালালামপুর (Kualalumpur)
- মালয়েশিয়ার ভাষা ঃ মালয়।
- মালয়েশিয়ার মুদ্রার নাম ঃ রিঙ্গিত (Ringgit).
- মালয়েশিয়ার ১ রিঙ্গিত = বাংলাদেশি ২৬.৭৫৯ (26.759) টাকা।
- কোড ঃ +৬০ (+60).
- মালয়েশিয়ার জনসংখ্যা ঃ ৩৪.৩১ মিলিয়ন (২০২৩)।
- মালেশিয়ার আয়তন ঃ প্রায় ৩,৩০,০০০ বর্গ কিলোমিটার।
মালয়েশিয়া সর্বোচ্চ বেতন কত ২০২৪
মালয়েশিয়া শ্রমিকের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি এ সম্পর্কিত আলোচনায় এখন জেনে নেব মালয়েশিয়ায় শ্রমিক পর্যায়ে সর্বোচ্চ কত টাকা বেতন প্রদান করা হয় সে সম্পর্কে। ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের দেশ মালয়েশিয়া। এই দেশটিতে প্রতিনিয়ত যেমন বাড়ছে কাজের চাহিদা তেমনি বাড়ছে শ্রমিকদের বেতন।
আরো পড়ুনঃ ওমানে কোন কাজের চাহিদা বেশি ও কোন কাজের বেতন কত?
মালয়েশিয়াতে শ্রমিক পর্যায়ে কাজের দক্ষতা, অভিজ্ঞতা, কর্মীর যোগ্যতা ও কোম্পানির উপর নির্ভর করে বেতন কম-বেশি হয়ে থাকে। শ্রমিক পর্যায়ে মালয়েশিয়াতে একজন শ্রমিকের মাসিক সর্বোচ্চ গড় বেতন ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
মালয়েশিয়া কোন কাজের বেতন কত ২০২৪
মালয়েশিয়া শ্রমিকের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি এই শিরোনামটি আলোচনায় এখন আমরা আলোচনা করব মালয়েশিয়ায় কোন কাজের বেতন কত প্রদান করা হয় সে সম্পর্কে। মালয়েশিয়ায় প্রতিনিয়ত কাজের চাহিদা বাড়ছে, বাড়ছে দক্ষ-অদক্ষ শ্রমিক আমদানি।
আরো পড়ুনঃ ইতালিতে কোন কাজের চাহিদা বেশি ও শ্রমিকের বেতন কত? (আপডেট- ২০২৪)
মালয়েশিয়া যাওয়ার আগেই আপনাদের জেনে নেওয়া উচিত কোন কাজে কত টাকা বেতন প্রদান করা হয় সে সম্পর্কে। মালয়েশিয়া কোন কাজে কত টাকা বেতন প্রদান করা হয় তার একটি আনুমানিক ধারণা নিম্নে প্রদান করা হলো।
কাজের নাম - মাসিক বেতন টাকায়
- ডেলিভারি ম্যান - ৭০,০০০ - ১,২০,০০০ টাকা।
- রেস্টুরেন্টের কাজ - ৬৫,০০০ - ১,১৫,০০০ টাকা।
- মেকানিক্যাল কাজ - ৬৫,০০০ - ১,১৫,০০০ টাকা।
- ওয়েল্ডিং এর কাজ - ৬০,০০০ - ১,১০,০০০ টাকা।
- গার্মেন্টসের কাজ - ৬০,০০০ - ১,১০,০০০ টাকা।
- ড্রাইভিং এর কাজ - ৬০,০০০ - ১,১০,০০০ টাকা।
- রাজমিস্ত্রীর কাজ - ৬০,০০০ - ১,১০,০০০ টাকা।
- পাইপ ফিটিংসের কাজ - ৬০,০০০ - ১,১০,০০০ টাকা।
- পাম বাগানের কাজ - ৫০,০০০ - ১,০০,০০০ টাকা।
- ইলেকট্রিশিয়ান এর কাজ - ৫০,০০০ - ১,০০,০০০ টাকা।
- সুপার মার্কেটের কাজ - ৪৫,০০০ - ৯৫,০০০ টাকা।
- রড মিস্ত্রীর কাজ - ৪৫,০০০ - ৯৫,০০০ টাকা।
- শপিংমলের কাজ - ৪৫,০০০ - ৯৫,০০০ টাকা।
- ফ্যাক্টরির কাজ - ৪৫,০০০ - ৯৫,০০০ টাকা।
- কোম্পানির ভিসা - ৪০,০০০ - ৯০,০০০ টাকা।
- কৃষি কাজ - ৪০,০০০ - ৯০,০০০ টাকা।
- কলিনারের কাজ - ৪০,০০০ - ৯০,০০০ টাকা।
মালয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি ২০২৪
মালয়েশিয়া শ্রমিকের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি এ সম্পর্কিত আলোচনায় এখন আমরা আলোচনা করব মালয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে। শুধু মালয়েশিয়া নয় আপনি যে দেশেই যেতে চান না কেন সেই দেশে কোন দেশ কাজের চাহিদা
বেশি সেটা জেনে, সেই কাজের অভিজ্ঞতা অর্জন করে ঐ দেশে যাওয়া উচিত। এতে করে খুব দ্রুত এবং বেশি ইনকামের কাজগুলো পাওয়া যায়। মালয়েশিয়াতে যে কাজের চাহিদা বেশি সে কাজের নামগুলো নিম্নে ধারাবাহিকভাবে উল্লেখ করা হলো।
- ডেলিভারি ম্যান,
- রেস্টুরেন্টের কাজ,
- মেকানিক্যাল কাজ,
- ওয়েল্ডিং এর কাজ,
- গার্মেন্টসের কাজ,
- রাজমিস্ত্রীর কাজ,
- ড্রাইভিং এর কাজ,
- পাইপ ফিটিংসের কাজ,
- পাম বাগানের কাজ,
- ইলেকট্রিশিয়ান এর কাজ,
- সুপার মার্কেটের কাজ,
- রড মিস্ত্রীর কাজ,
- শপিংমলের কাজ,
- ফ্যাক্টরির কাজ,
- কোম্পানির ভিসা,
- ক্লিনারের কাজ। ইত্যাদি।
মালয়েশিয়া কোম্পানি ভিসা বেতন কত
মালয়েশিয়া শ্রমিকের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি এ সম্পর্কিত আলোচনায় এখন আমরা আলোচনা করব মালয়েশিয়া কোম্পানি ভিসা বেতন কত সে সম্পর্কে। আমরা জানি প্রতিনিয়ত কোম্পানির বিচার চাহিদা বাড়ছে।
আরো পড়ুনঃ টমেটো খাওয়ার উপকারিতা ও পুষ্টিগুণ।
ফলে কোম্পানি ভিসার অ্যাপ্লিকেশন করছেন বেশী মানুষ। কোম্পানি ভিসায় মালয়েশিয়া যেতে পারলে থাকা খাওয়া ফ্রি পাওয়া যায়। কোম্পানির পদবী অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়।পাশাপাশি ওভারটাইম কাজ করলে বেশী ইনকাম করা যায়।
কোম্পানি ভিসায় একজন শ্রমিক মালয়েশিয়া গেলে প্রথম অবস্থায় তার বেতন শুরু হয় ৩৫ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত। কাজের যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ার সাথে সাথে এ বেতন আরো বেড়ে যায়।
মালয়েশিয়া সর্বনিম্ন বেতন কত ২০২৪
মালয়েশিয়া শ্রমিকের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি এ সম্পর্কে আলোচনায় এখন আমরা জেনে নেব মালয়েশিয়া সর্বনিম্ন কত বেতন প্রদান করা হয় সে সম্পর্কে। মালয়েশিয়া এমন একটি দেশ, যেখানে রয়েছে বিভিন্ন রকম কাজের চাহিদা। কাজের যোগ্যতার নিরিক্ষে বেতন নির্ধারিত হয়ে থাকে।
আরো পড়ুনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক।
২০২৪ সালে সর্বনিম্ন বেতন নির্ধারিত আছে ১৫০০ রিঙ্গিত যা বাংলাদেশী টাকায় প্রায় ৪১ হাজার টাকা। ২০২৫ সালের পহেলা ফেব্রুয়ারি থেকে এ বেতন বেড়ে ১৫০০ থেকে ১৭০০ রিঙ্গিত (৪৬,০০০ টাকা) করা হবে বলে দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন।
মালয়েশিয়া যেতে কি কি কাগজপত্র লাগে
মালয়েশিয়া শ্রমিকের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি এই শিরোনামটি আলোচনায় এখন আমরা আলোচনা করব মালয়েশিয়া যেতে কি কি কাগজপত্র লাগে সে সম্পর্কে। মালয়েশিয়া যাওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে যে সমস্ত কাগজপত্র লাগে তার একটি তালিকা নিম্নে প্রদান করা হলো।
আরো পড়ুনঃ Fexo 120 এর কাজ খাওয়ার নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া দাম ও সর্তকতা।
- ৬ মাস মেয়াদ আছে পাসপোর্ট,
- ব্যাংক স্টেটমেন্ট,
- ব্যাংক সলভেনসির সার্টিফিকেট,
- মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে ব্যাংকে কারেন্ট ব্যালেন্স মিনিমাম ৬০ হাজার টাকা থাকতে হবে,
- আবেদন ফরমটি ইংরেজির ক্যাপিটাল লেটারে পূরণ করতে হবে,
- ভিসা আবেদনপত্রে অবশ্যই আবেদনকারী স্বাক্ষর থাকতে হবে,
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
- কাজে দক্ষতার সার্টিফিকেট
- পুলিশ ভেরিফিকেশনের সার্টিফিকেট,
- প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র,
- এছাড়াও মালয়েশিয়ান দূতাবাস কর্তৃক নির্দেশিত প্রয়োজনীয় কাগজপত্র।
মালয়েশিয়া যেতে কত টাকা লাগে
মালয়েশিয়া শ্রমিকের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি এই শিরোনামটি আলোচনাতে এখন আমরা আলোচনা করব মালয়েশিয়া যেতে কত টাকা খরচ পড়ে যে সম্পর্কে। বাংলাদেশ থেকে মালয়েশিয়া তিনটি উপায়ে যাওয়া যায়। উপায় তিনটি হলো।
- প্রথমতঃ সরকারিভাবে
- দ্বিতীয়তঃ বেসরকারি ভাবে।
- তৃতীয়তঃ মালয়েশিয়াতে আছে এমন আত্মীয়-স্বজনের মাধ্যমে।
যেহেতু মালয়েশিয়া তিনটি উপায় যাওয়া যায়, তেমনি তিনটি উপায়ে মালয়েশিয়া যাওয়ার খরচও ভিন্ন ভিন্ন। নিম্নে ভিন্ন ভিন্ন খরচ তিনটি আলোচনা করা হলো।
- সরকারি ভাবে খরচঃ মালয়েশিয়া সরকারিভাবে গেলে ভিসা প্রসেসিং, বিমান ভাড়া ও আনুষঙ্গিক খরচ মিলে ৪ থেকে ৫ লক্ষ টাকা খরচ হয়।
- বেসরকারি ভাবে খরচঃ মালয়েশিয়া বেসরকারি ভাবে গেলে ভিসা প্রসেসিং, বিমান ভাড়া ও আনুষঙ্গিক খরচ সব মিলে ৬ থেকে ৭ লক্ষ টাকা খরচ হয়।
- আত্মীয়-স্বজনের মাধ্যমের মাধ্যমে খরচঃ আত্মীয়-স্বজনের মাধ্যমে মালয়েশিয়া গেল, খরচ আত্মীয়র সাথে আলোচনা সাপেক্ষে।
মালয়েশিয়াতে ফ্যাক্টরি কর্মীর বেতন কত
মালয়েশিয়াতে শ্রমিকের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি এই শিরোনামটি আলোচনায় এখন আমরা জেনে নিব মালয়েশিয়াতে ফ্যাক্টরি কর্মী বেতন কত সে সম্পর্কে। প্রিয় মালয়েশিয়া গমনে ইচ্ছুক ভাই ও বোনেরা, মালয়েশিয়াতে ফ্যাক্টরিতে চাকরি করার জন্য তেমন একটা শিক্ষাগত যোগ্যতার দরকার হয় না।
কাজের দক্ষতা, অভিজ্ঞতা ও কোম্পানির অবস্থা ভালো হলে বেতন একটু ভালো পাওয়া যায়। মালয়েশিয়া ফ্যাক্টরি কর্মী বেতন ১৮০০ থেকে ৩০০০ রিঙ্গিত যা বাংলাদেশি টাকায় ৪৮ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত হয়। তবে ওভারটাইম কাজ করে ইনকাম বাড়ানো যেতে পারে।
মালয়েশিয়াতে কনস্ট্রাকশন কর্মীর বেতন কত
মালয়েশিয়াতে কনস্ট্রাকশন কর্মীর বেতন নির্ভর করে কনস্ট্রাকশন কাজের চাহিদার উপর। কাজের চাহিদা বাড়লে এবং কনস্ট্রাকশন কাজের অভিজ্ঞতা ও দক্ষতা থাকলে একটু বেশি পাওয়া যায়। তাই মালয়েশিয়া যাওয়ার আগে এই কাজগুলোর দক্ষতা অর্জন করে যাওয়া উচিত।
প্রাথমিক অবস্থায় মাসিক বেতন ধরা হয় ২৭০০ রিঙ্গিত (৭৩,০০০ টাকা) থেকে ৪ হাজার রিঙ্গিত (১,১০,০০০ টাকা) পর্যন্ত। তবে ওভারটাইম করার সুযোগ রয়েছে। এছাড়াও দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে এই বেতন বেড়ে যায়।
লেখকের পরামর্শ
আশা করি আজকের এ আর্টিকেলটি পড়ে আপনারা মালয়েশিয়া কোন কাজে চাহিদা বেশি? কোন কাজের বেতন কত? মালয়েশিয়া সর্বোচ্চ বেতন ও মালয়েশিয়া সর্বনিম্ন বেতন কত? মালয়েশিয়া যাওয়ার খরচ ও আনুষঙ্গিক বিষয়গুলো পুরোপুরি জানতে পেরেছেন।
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং লেখাগুলো আপনার প্রিয়জনের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও এ বিষয়গুলো জানতে পারে। আজকের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url