জলপাইয়ের পুষ্টিগুণ ও ১০টি স্বাস্থ্য উপকারিতা
জলপাই এর পরিচিতি
জলপাইয়ের পুষ্টিগুণ ও ১০টি স্বাস্থ্য উপকারিতা জানার আগে জলপাইয়ের পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া দরকার।জলপাই দেখতে পায় আমড়ার মতই তবে আকারে আমড়ার চেয়ে ছোট। জলপাই আমাদের দেশে সুপরিচিত একটি ফল।
জলপাই এর পাতলা গাঢ় সবুজ বর্ণের খাবার উপযোগী চোচা বা আবরনের নিচেই থাকে খাওয়ার উপযোগী শাঁশ। শাঁশের ভিতরে থাকে খাওয়ার অনুপযোগী একটি আঁর্টি বা বিচি বা বীজ। জলপাইয়ের সংক্ষিপ্ত পরিচিতি নিম্নে তুলে ধরা হলো।
এক নজরে জলপাই -
- ফলের নামঃ জলপাই (Olove),
- জলপাইয়ের ইংরেজি নামঃ সিলন অলিভ (Ceylon Olive),
- জলপাইয়ের বৈজ্ঞানিক নামঃ Elaeocarpus serratus (এলিওকারপাস সেরাটাস),
- জলপাই গাছের উচ্চতাঃ মাঝারি আকারে একটি জলপাই গাছ সাধারণত ১০ থেকে ১২ মিটার উঁচু হতে পারে,
- জলপাইয়ের রং ঃ গাঢ় সবুজ,
- চাষাবাদ ঃ বাংলাদেশ, ভারতীয়-উপমহাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়া।
জলপাই এর পুষ্টিগুণ
জলপাইয়ের পুষ্টিগুণ ও ১০টি স্বাস্থ্য উপকারিতা আলোচনায় আমরা এখন জেনে নেব জলপাইয়ের পুষ্টিগুণ ও পুষ্টিমান সম্পর্কে। প্রতি ১০০ গ্রাম জলপাইয়ে যে সকল ভিটামিন বা খাদ্যপ্রাণ থাকে তার একটি তালিকা নিম্নে প্রদান করা হলো।
আরো পড়ুনঃ পালং শাকের পুষ্টিগুণ ও ১০টি স্বাস্থ্য উপকারিতা।
- এনার্জি থাকে - ৭০ কিলোক্যালরি,
- কার্বোহাইড্রেট বা শর্করা - ৯.৭ মিলিগ্রাম,
- ক্যালসিয়াম - ৫৯ মিলিগ্রাম,
- ভিটামিন সি - ১৩ মিলিগ্রাম,
- ফাইবার,
- কপার,
- ভিটামিন ই,
- ভিটামিন এ,
- স্যাচুরেটেড ফ্যাট,
- আয়রন,
- মনোস্যাচুরেটেড ফ্যাট,
- সোডিয়াম,
- পলিস্যচুরেটেড ফ্যাট,
- এন্ট্রি-অক্সিডেন্ট। ইত্যাদি।
জলপাই খাওয়ার নিয়ম
জলপাইয়ের পুষ্টিগুণ ও দশটি স্বাস্থ্য উপকারিতা সম্পর্কিত আলোচনায় এখন আমরা জেনে নেব জলপাই খাওয়ার নিয়ম বা জলপাই কিভাবে খেতে হয় সে সম্পর্কে।
আরো পড়ুনঃ ফুলকপির পুষ্টিগুণ ও ১০টি স্বাস্থ্য উপকারিতা।
এই জলপাই বিভিন্নভাবেই খাওয়া যায় তবে কাঁচা খেলে এর পুষ্টিগুণ বেশি পাওয়া যায়। জলপাই খাওয়ার কিছু উপায় নিম্নে উপস্থাপন করা হলো -
- জলপাই রান্না করে টক হিসেবে খাওয়া যেতে পারে।
- জলপাই ডালের সাথে রান্না করে খাওয়া যায়।
- জলপাইয়ের বিভিন্ন প্রকার আচার তৈরি করে খাওয়া যায়।
- জলপাই সিদ্ধ করে অনেকেই ভর্তা করে খেয়ে থাকেন।
- জলপাই খিচুড়ির সাথে রান্না করে খাওয়া যেতে পারে।
জলপাই খাওয়ার উপকারিতা সমূহ
জলপাইয়ের পুষ্টিগুণ ও ১০টি স্বাস্থ্য উপকারিতা সম্পর্কিত আলোচনায় এখন আমরা আলোচনা করব জলপাই খাওয়ার উপকারিতা সমূহ সম্পর্কে। জলপাই টক জাতীয় ফল তাই প্রায় সকলেই অল্প বিস্তার হলেও এ ফলটি পছন্দ করে থাকেন।
কিন্তু অনেকেই জানেন না এই ফলের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে। আমরা উপরের আলোচনায় এর পুষ্টিগুণ সম্পর্কে জেনেছি। এখন ধারাবাহিকভাবে আমরা জলপাইয়ের উপকারিতা সমূহ জেনে নিব। আপনারাও নিচের দিকে পড়তে থাকুন।
জলপাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
জলপাইয়ের পুষ্টিগুণ ও ১০টি স্বাস্থ্য উপকারিতা আলোচনা এখন জেনে নেব জলপাই খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সে সম্পর্কে। জলপাই রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট।
আরো পড়ুনঃ বাসা-বাড়িতে অগ্নিকান্ডেব ঝুঁকি এড়াতে যেগুলো করে উচিত।
যেগুলো বিভিন্ন ধরনের ফ্লু, সর্দি ও জ্বর প্রতিরোধে সহায়তা করে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
জলপাই ত্বক ও চুল সুন্দর করে
জলপাইয়ের পুষ্টিগুণ ও ১০টি স্বাস্থ্য উপকারিতা সম্পর্কিত আলোচনায় এখন আমরা আলোচনা করব জলপাই খেলে ত্বক ও চুল সুন্দর করে সে সম্পর্কে। অযত্ন অবহেলায় পড়ে থাকা জলপাই ফলের রয়েছে অনেক উপকারিতা।
আরো পড়ুনঃ গাজরের পুষ্টিগুণ ও উপকারিতা।
এ ফলটিতে রয়েছে ভিটামিন ই, এন্ট্রি-অক্সিডেন্ট ও ভিটামিন এ যেগুলো আমাদের ত্বকের বিভিন্ন দাগ দূর করে ত্বককে সুন্দর করে। চুল পড়া রোধ করে, চুল ঘন, চুল কালো করে ও চুল লম্বা করে।
জলপাই ক্যান্সার প্রতিরোধ করে
আরো পড়ুনঃ চিয়া সিড এর পুষ্টিগুণ উপকারিতা খাওয়ার নিয়ম ও দাম।
জলপাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে
জলপাই হৃদরোগের ঝুঁকি কমায়
মানব শরীরে রক্তের ক্ষতিকর উপাদান হলো কোলেস্টেরল ও ফ্রিরেডিকেল! এ দুটোর পরিমাণ বেড়ে গেলে হার্ট অ্যাটাকে ঝুঁকি বাড়ে। জলপাইয়ে বিদ্যমান এ্যন্ট্রিঅক্সিডেন্টগুলো রক্তের
এই ফ্রিরেডিকেলগুলোকে তার কার্যক্রমে বাধা প্রদান করে। ফলে কোলেস্টেরলের মাত্রা কমতে সহায়তা করে। যার কারণে হার্টের স্বাস্থ্য ভালো থাকে ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।জলপাই চোখের যত্নে উপকারী
জলপাই হজমে জন্য উপকারী
জলপাই পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি কমায়
জলপাই হাড়ের ক্ষয় রোধ করে
জলপাই আয়রনের ঘাটতি পূরণ করে
উপসংহার
প্রিয় পাঠকবৃন্দ আজকেরে আর্টিকেলটি পড়ে আপনারা জলপাই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন ও উপকৃত হয়েছে। এ আর্টিকেলটি সম্পর্কে যদি আপনাদের কোন মতামত থাকে তাহলে কমেন্টস বক্সে জানানোর অনুরোধ রইল।
আর আর্টিকেলটি শেয়ার করে দিবেন যেন সবাই এ তথ্যগুলো জানতে পারে। নিয়ম মেনে প্রতিদিন পরিমিত পরিমাণে জলপাই খাবেন সুস্থ থাকবেন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url