কম পুঁজিতে টাকা আয় করার ১০টি লাভজনক ব্যবসার ধারণা

কম পুঁজিতে টাকা আয় করার ১০টি  লাভজনক ব্যবসার ধারণা! কম পুঁজিতে লাভজনক ব্যবসা করে টাকা আয় করার কথা ভাবছেন? তাহলে এই আর্টিকেলটি এখুনি পড়ুন, পেয়ে যাবেন লাভজনক ব্যবসার ধারণা। সত্যি কম পুঁজিতে ব্যবসা করে টাকায় করা সম্ভব। দিনে দিনে আমাদের দেশে বেকারত্ব বাড়ছে। তাই শিক্ষিত যুব সমাজ ঘরে বসে ভাবছেন কি করা যায় আবার পুঁজিও কম!

কম পুঁজিতে টাকা আয় করার ১০টি  লাভজনক ব্যবসার ধারণা

চাকরির অপেক্ষায় বসে না থেকে আসুন কম পুজিতে কিভাবে লাভজনক ব্যবসা করে টাকা আয় করা যায় সে সম্পর্কে আলোচনা করি। নিম্নে কম পুঁজিতে ব্যবসা করে আয় করার ১০টি টিপস আলোচনা ককরা হলো। আমার বিশ্বাস এখান থেকে ধারণা নিয়ে আপনি লাভজনক ব্যবসা করতে পারবেন।

পেজ সুচিপত্র

খাবারের হোম ডেলিভারি

কম পুঁজিতে টাকা আয় করার ১০টি  লাভজনক ব্যবসার ধারণা গুলোর মধ্যে একটি হল খাবারের হোম ডেলিভারি। বর্তমান যুগে বিভিন্ন কাজের চাপে অনেকেই রেগুলার বাসা বাড়িতে রান্নাবান্না করে খাওয়ার সুযোগ হয়ে উঠে না, আবার হোটেলেও খেতে চান না।

এই সমস্ত ব্যক্তিবর্গের জন্য হোম ডেলিভারি খাবারের বিকল্প নেই। অনলাইনে অর্ডার নিয়ে বাড়িতে খাবার রান্না করে সেই খাবারগুলো প্রত্যেকের কাছে কাছে বা বাড়িতে বাড়িতে অথবা অফিসে সময় মত পৌঁছে দিতে হয়।

কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেখানে বাইরে থেকে পড়তে আসা ছাত্র-ছাত্রী বেশী এমন জায়গাতে হোটেল প্লেস হলে ভালো হয়। এতে খুব কম খরচে অনলাইনে বিজনেস করে ভালো পরিমাণে টাকা আয় করা যায়।

অনলাইনে শিক্ষকতা

কম পুঁজিতে টাকা আয় করার ১০টি  লাভজনক ব্যবসার ধারণা গুলোর মধ্যে একটি অন্যতম ব্যবসা হল অনলাইনে শিক্ষকতা। অনলাইনে শিক্ষকতা করেও ভালো পরিমাণে টাকা আয় করা যায়। হতে পারে লেখাপড়া, যেমন বিজ্ঞান, অংক, ইংরেজি, গান শেখানো,

আরো পড়ুনঃ টাফনিল এর কাজ খাওয়ার নিয়ম ও সতর্কতা।

অংকন শেখানো, বিভিন্ন দেশের ভাষা শেখানো কিম্বা মার্কেটিং ইত্যাদি। অনলাইনে টিচিং বা শিক্ষকতার একটা সুবিধা হল এখানে ভিউ বানানোর মতো কোন টেনশন করতে হয় না। অনলাইন প্ল্যাটফর্মে কোর্স আপলোড করেও টাকা ইনকাম করা যায়।

কম পুঁজিতে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইনকাম

কম পুঁজিতে টাকা আয় করার ১০টি  লাভজনক ব্যবসার ধারনা পড়ুন, কম পুঁজিতে টাকা আয় করার আরেকটি লাভজনক ব্যবসা হল ইউটিউব চ্যানেল। অনলাইনে ইনকাম করার আরও একটি সহজ উপায় হলে ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট বিষয়ের উপরে ভিডিও ছাড়তে হবে। এই ভিডিওগুলো যত বেশি ভিউ হবে আপনার ইনকাম তত বাড়তে থাকবে।

আরো পড়ুনঃ মোনাস ১০ এর কাজ খাওয়ার নিয়ম ও সতর্কতা।

ভিডিও করার জন্য আপনার ভালো একটা স্মার্টফোন বা ক্যামেরা দরকার। স্মার্টফোন দিয়ে বিভিন্ন জায়গায় ভিডিও করে সেটা সুন্দর করে এডিটিং করতে হবে যাতে করে সবাই ভিডিওর মধ্যে আকৃষ্ট হয়। মেয়েরাও ঘরে বিভিন্ন রকম রান্নাবান্না শেখানো বা বিভিন্ন রকমের আচার তৈরি করার ভিডিও করে ইউটিউব চ্যানেলে ছেড়ে বা আপলোর্ড করে ইনকাম করতে পারেন।

কম পুঁজিতে সেলাই বা দর্জির দোকান করে টাকা আয়

কম পুঁজিতে টাকা আয় করার ১০টি  লাভজনক ব্যবসার ধারণা জানুন। কম পুঁজিতে টাকা আয় করার লাভজনক বাবসার মধ্যে বর্তমান সময়ে ঘরে বসে খুব অল্প পুঁজিতে সেলাই বা দর্জির কাজ করে খুব ভালো পরিমাণে টাকা ইনকাম করা যায়। অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে কাপড় বানিয়ে ডেলিভারি করা যায় আবার অনেকে বাড়িতে এসে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে যায়। বর্তমানে মেয়েরাও ঘরে বসে দর্জির কাজগুলো করতে খুব স্বাচ্ছন্দ্যবোধ

কম পুঁজিতে সেলাই বা দর্জির দোকান করে টাকা আয়করেন ও টাকা আয় করে থাকেন। দর্জি বা টেইলারিং এর কাজ করার জন্য খুব বেশি পুঁজির প্রয়োজন হয় না। সল্প পুঁজি অর্থাৎ ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ করে একটা সেলাই মেশিন সাথে কিছু প্রাথমিক সরঞ্জাম কিনতে হয় এবং হালকা ট্রেইনিং এর মাধ্যমে কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করা যায়। দর্জির কাজগুলো বাসাতে বসেই করে টাকা ইনকাম করা যায়।

মোবাইল রিপেয়ারিং এর দোকান

কম পুঁজিতে টাকা আয় করার ১০টি  লাভজনক ব্যবসার ধারণা গুলোর মধ্যে একটি হলো মোবাইল রিপেয়ারিং। দিনে দিনে আমরা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের উপর নির্ভরশীল হয়ে পড়চ্ছি, বিশেষ করে স্মার্টফোনের উপর। প্রতিনিয়ত আমরা অনেক রকমের স্মার্টফোন কিনছি। প্রতিটি স্মার্টফোন ভালো বলেই আমরা কিনি। অনেক সময় এই স্মার্টফোনগুলো নষ্ট হয়ে যায়। এই নষ্ট মোবাইলগুলো ঠিক

আরো পড়ুনঃ  MM Kit এর কাজ খাওয়ার নিয়ম ও দাম।

করার জন্য বিভিন্ন সার্ভিস সেন্টার খুঁজে বেড়াই। আপনি সার্ভিসিং এর ট্রেনিং নিয়ে একটা সার্ভিস সেন্টার বা দোকান করতে পারেন। এ ধরনের সার্ভিস সেন্টার বা দোকান করতে বেশি পুঁজির প্রয়োজন হয় না । তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এই ট্রেনিং কোর্স কমপ্লিট করতে পারবেন। এই দোকান থেকে আপনি একটা ভালো মানের টাকা  ইনকাম করতে পারবেন।

মোবাইল রিচার্জিং এর দোকান

কম পুঁজিতে টাকা আয় করার ১০টি  লাভজনক ব্যবসার ধারণার অন্যতম মোবাইল রিচারজিং।  খুব অল্প পুঁজিতে আপনি আরো একটা ব্যবসা করতে পারেন আর সেটা হলো মোবাইল রিচার্জ বা ফ্লেক্সিলোর্ড এর ব্যবসা।

বিভিন্ন নেটওয়ার্কের রিচার্জ করে আপনি একটা হ্যান্সাম এমাউন্ট আয় করতে পারবেন। মোবাইল রিচার্জ এর ব্যবসা করতে খুব বেশি পুজির প্রয়োজন হয় না। ২০ থেকে ৩০ হাজার টাকা পুঁজি হলেই আপনি সফল ভাবে এ ব্যবসা পরিচালনা করে  টাকা আয় করতে পারবেন।

অনলাইনে বেকারি ব্যবসা  

কম পুঁজিতে টাকা আয় করার ১০টি  লাভজনক ব্যবসার ধারণার মধ্যে একটি হোল অনলাইনে বেকারি বাবসা। অল্প পুঁজিতে তথা ১০ থেকে ১৫ হাজার টাকায় আপনি ঘরে বসেই অনলাইনে এ ব্যবসা করতে পারেন। এ বাবসায় সারা বছর ইনকাম করা যায়। এই ব্যবসা করার জন্য আপনার প্রয়োজন একটা

আরো পড়ুনঃ  ঢেঁকি ছাটা লাল চাল খাওয়ার উপকারিতাগুলো কি কি?

মাইক্রোওভেন এবং কিছু প্রাথমিক সরঞ্জাম। একই ওভেনে আপনি তৈরি করতে পারবেন বিভিন্ন রকম কেক, কুকিজ এর মত আরও অনেক খাবার। বিভিন্ন বিবাহ বার্ষিকীতে, জন্মদিনের উৎসবে ও মার্কেট প্লেসে এই খাবারগুলো বিক্রির মাধ্যমে আপনার আয় বাড়তে থাকবে।

কম পুঁজিতে ফুলের দোকান করে ইনকাম 

কম পুঁজিতে টাকা আয় করার ১০টি  লাভজনক ব্যবসার ধারণার মধ্যে একটি হোল ফুলের দোকান। অল্প পুঁজিতে আপনি ফুলের দোকান করেও মাসে ৩০- ৪০ হাজার টাকা আয় করতে পারবেন। বছরের প্রতিটি সময় এ বাবসায় ইনকাম হয়। বিভিন্ন বাগান থেকে গোলাপ, রজনীগন্ধা,

কম পুঁজিতে ফুলের দোকান করে ইনকামগাঁদাসহ হরেক রকম বাহারি ফুল সংগ্রহে রেখে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। ফুলের দোকান গুলো সাধারণত জনবহুল স্থানে ঘরে অথবা রাস্তার উপরেই হয়ে থাকে যেন সহজেই জনগনের চোখে পড়ে বা লোকজন দেখেতে পায়।

বিউটিশিয়ান ও বিউটি পার্লার 

কম পুঁজিতে টাকা আয় করার ১০টি  লাভজনক ব্যবসার ধারনার মধ্যে খুবই জনপ্রিয় একটা বাবসা হোল বিউটি পার্লার বাবসা। আমাদের দেশে বিউটি পার্লার ও বিউটিশিয়ান এর কদর বেড়েই চলছে। আমাদের দেশের মেয়েদের পাশাপাশি ছেলেরাও রূপচর্চা করে থাকেন। খুব অল্প খরচে এই ব্যবসাটা পরিচালনা করা যায়। এই ব্যবসা করার জন্য দক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে ক্রেতাদের বাড়িতে

আরো পড়ুনঃ স্মার্টফোন ব্যবহারে শিশুদের কি কি ক্ষতি করে?

গিয়ে অথবা বিউটি পার্লারে বসে পরিসেবা দেওয়া যায। এই সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণ নিতে হয় এবং পেডিকিওর বা মেনিকিওর এর মত কিছু প্রাথমিক সরঞ্জাম কিনতে হয়। এই প্রাথমিক সরঞ্জাম গুলোর দামও খুব বেশি নয়। বিউটি পার্লারে বসে অথবা কাস্টমারের বাড়িতে গিয়ে এই সেবা প্রদান করা যায়  এবং ভালো পরিমাণে টাকা ইনকাম করা হয়।

অনলাইনে হস্তশিল্প সামগ্রী বিক্রি

কম পুঁজিতে টাকা আয় করার ১০টি  লাভজনক ব্যবসার ধারণার মধ্যে আরো একটি বাবসা হোল হস্তশিল্প সামগ্রী বিক্রি। আপনি খুব অল্প পুঁজিতে হস্তশিল্প সামগ্রী বিক্রির ব্যবসাটি করতে পারবেন।

আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই বাংলাদেশে হস্তশিল্প সামগ্রীর কদর রয়েছে বহু প্রাচীনকাল থেকে। এই হস্তশিল্প সামগ্রীগুলো অনলাইনের মাধ্যমে বেচাকেনা করে  মাসে ৩০-৪০ হাজার টাকা আয় করতে পারবেন।

লেখকের কথা

উপরে আলোচিত যে কোন ব্যবসা করার আগে আপনাকে অনেক ভেবে-চিন্তে শুরু করতে হবে। ব্যবসা হোল নিজের স্বাধীন পেশা। এই পেশায় যদি আপনি মনোনিবেশ করেন, ধৈর্য সহকারে লেগে থাকেন তাহলে একসময় সফলতা আসবেই। তবে আমরা খুব সহজে ধৈর্যহারা হয়ে যাই এবং কাজ করার প্রতি আগ্রহ হারিয়ে ফেলি!

শেষ কথা হল অল্প পুঁজিতে অনেকগুলো ব্যবসা সম্পর্কে  আলোচনা করেছি। এর মধ্যে থেকে যেটা আপনাকে ভালো লাগে সেটা নিয়ে কাজ করতে পারেন। কোন কাজকে ছোট করে দেখবেন না। আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। কাজ তো কাজই, কাজের মূল্য দিবেন জীবনের সফল হবেন। ধন্যবাদ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url