মেহেদি কেনার সময় আসল-নকল চেনার ১২ টি সহজ উপায়
মেহেদি কেনার সময় আসল-নকল চেনার ১২ টি সহজ উপায় সম্পর্কে আজকের আর্টিকেলটি দেখা। বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে, বিয়ে কিংবা ঈদে মেহেদির রংগে হাত-পা রাঙিয়ে আনন্দ উল্লাস করার রীতি বহু পুরাতন। কালের বিবর্তনে এই মেহেদী ব্যবহারেও এসছে শৈল্পিক পরিবর্তন। আগের দিনে মেহেদি ব্যবহার করা হতো বড় বড় গোল গোল বা গোলাকৃতি ফোটার মতো করে হাতের তালুতে ও লোকে।
আধুনিক বিজ্ঞানের ছোঁয়ায় এই মেহেদি ব্যবহারে এসেছে শৈল্পিক পরিবর্তন। এখন আর গোল গোল ফোটার মতো করে কেউ মেহেদী ব্যবহার করে না বরং এটা ব্যবহার করে সুন্দর সুন্দর নজর কড়া ডিজাইন করে। এই ডিজাইনের রংগুলো ফুটিয়ে তুলতেই প্রয়োজন হয় আসল মেহেদির। নকল মেহেদির রংগুলো সুন্দর হয় না, মনে আনন্দও আসে না। সেজন্য নিম্নের আলোচনা থেকে জেনে নেব আসল-নকল মেহেদী চেনার উপায়গুলো।
সুচিপত্র
১.নকল মেহেদির কুফল বা ক্ষতিকর দিক
মেহেদি কেনার সময় আসল-নকল চেনার ১২টি সহজ উপায় সম্পর্কিত আর্টিকেলটিতে এখন আমরা আলোচনা করব নকল মেহেদির কুফল সম্পর্কে অর্থাৎ নকল মেহেদী ব্যবহার করলে কি কি সমস্যা দেখা দেয় সে বিষয়গুলো সম্পর্কে।
সবচেয়ে মেহেদী বেশি বিক্রি হয় ঈদের সময়। আর এই সময়তেই অসাধু ব্যবসায়ীরা মেহেদিতে ভেজাল মিশিয়ে নিম্নমানের পণ্য চড়া দামে বিক্রি করে থাকেন। নকল হইতে সাবধান আসল মেহেদী কিনে ব্যবহার করুন। নকল মেহেদির ক্ষতিকর দিকগুলো নিম্নরূপ -
- নকল মেহেদি ব্যবহারে রং ভালো হয় না,
- নকল মেহেদি ব্যবহারে হাতে ফসকা পড়তে পারে,
- ফুসকুড়ি উঠতে পারে,
- অ্যালার্জি রিঅ্যাকশন হতে পারে,
- ত্বক পুড়ে যেতে পারে। ইত্যাদি।
উক্ত কুফল বা ক্ষতিকর বিষয়গুলো এড়ানোর জন্যই আসল মেহেদি চিনে কিনতে হবে। আসল মেহেদী চেনার উপায়গুলো নিম্নরূপ -
২.মেহেদির কালো রং
মেহেদি কেনার সময় আসল-নকল চেনার ১২ টি সহজ উপায় সম্পর্কিত আর্টিকেলটিতে এখন আমরা আলোচনা করে নেব মেহেদির রং কালো হলে সেই মেহেদী আসল নাও হতে পারে সে সম্পর্কে। পিওর মেহেদীর রং কখনোই কালো হয় না।
আরও পড়ুন ঃ মেহেদি ডিজাইন ২০২৪ ছবিসহ।
মেহেদীর রং যদি কালো হয় তাহলে স্বাভাবিকভাবেই ধরে নেয়া যায় এই মেহেদিতে কোন কেমিক্যাল মিশানো হয়েছে আছে অর্থাৎ ভেজাল আছে যা ত্বকের ক্ষতি করতে পারে। এ ধরনের মেহেদী কেনা থেকে বিরত থাকা উচিত।
৩.মেহেদির রং গাঢ় হওয়ার সময়
মেহেদি কেনার সময় আসল-নকল চেনার ১২ টি সহজ উপায়ের মধ্যে একটি অন্যতম উপায় হলো মেহেদি গাঢ় রং হওয়ার সময়। আসল মেহেদী কোন অবস্থাতেই ৫ মিনিটে গাঢ় রং হয় না।
আরও পড়ুন ঃ মেহেদির রং গাঢ় করার ১৩ টি সহজ উপায়।
আসল মেহেদি গাঢ় রং হতে সময় লাগে কমপক্ষে ১২ থেকে ৪৮ ঘন্টা। সুতরাং বুঝতেই পারছেন মেহেদির মধ্যে কোন কেমিক্যাল মেশালে সেই মেহেদী ৫ মিনিটে রং হতে পারে, যেটি ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর।
৪.মেহেদির গাঢ় খয়েরি রং
মেহেদি কেনার সময় আসল-নকল চেনার ১২ টি সহজ উপায় সম্পর্কিত আলোচনার এ পর্যায়ে আমরা আলোচনা করব মেহেদির গাঢ় খয়েরি রং সম্পর্কে। আপনারা যারা মেহেদী ব্যবহার করেন তারা সকলেই হয়তো জানেন আসল মেহেদির রং এত বেশি গারো খয়েরী হয় না।
অনেকেই মেহেদির রং গাঢ় খয়েরি কালার না হলেই মন খারাপ করেন। আপনাদের মনে রাখা উচিত মেহেদীতে কোনরকম ভেজাল কেমিক্যাল না মিশালে এত গাঢ় খয়েরী রং ধারণ করে না, যা ত্বকের জন্য ক্ষতিকর। আসল মেহেদি কিনুন ত্বকের সুরক্ষা নিশ্চিত করুন।
৫.মেয়াদ উত্তীর্ণ বা এক্সপায়ার ডেট
মেহেদি কেনার সময় আসল-নকল চেনার ১২ টি সহজ উপায় সম্পর্কিত আলোচনা এখন আমরা আলোচনা করব মেয়াদোত্তীর্ণ বা এক্সপার্ট ডেট সম্পর্কে। কোন অবস্থাতেই মেয়াদ উত্তীর্ণ বা এক্সপার্ট ডেট এর কাছাকাছি মেহেদী ব্যবহার করা উচিত নয়।
আরও পড়ুন ঃ মেহেদির রং তোলার সহজ ৯ টি ঘরোয়া উপায়।
টিউব মেহেদি তৈরিতে সহনীয় মাত্রার কেমিক্যাল মেশানো থাকে। এই ক্যামিকেল মিশ্রিত মেহেদিগুলো এক্সপায়ার হয়ে গেলে অথবা এক্সপায়ারি ডেটের কাছাকাছি আসলে কার্যকারিতা নষ্ট হয়, রং নাও হতে পারে ও ত্বকের ক্ষতি করতে পারে। মেহেদী কেনার সময় অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনতে হবে।
৬.পার্লারে মেহেদি লাগানো
মেহেদি কেনার সময় আসল-নকল চেনার ১২ টি সহজ উপায় সম্পর্কিত আলোচনায় এবার আমরা আলোচনা করব পার্লারে মেহেদি লাগানো সম্পর্কে। অনেকে আমরা বাড়িতে মেহেদি লাগানোর ঝামেলা পোহাতে চাই না তাই পার্লারে গিয়ে মেহেদী লাগিয়ে নিয়ে থাকি।
আরও পড়ুন ঃ মেহেদি পাতার ১৭ টি উপকারিতা ও ব্যবহারের নিয়ম।
পার্লারে মেহেদি লাগানোর সময় আমাদের ভালো মতো খেয়াল রাখতে হবে এই মেহেদিগুলো কোন ব্রান্ডের? এক্সপায়ারি ডেট কত? কোন প্রকারের ভেজাল কেমিক্যাল মেশানো আছে কি না? প্রয়োজনে মেহেদী গুলো নিজেরাই কিনে দিতে হবে।
৭.ফ্রিজের মেহেদি
মেহেদি কেনার সময় আসল-নকল চেনার ১২ টি সহজ উপায় সম্পর্কিত আলোচনায় এখন আমরা আলোচনা করব ফ্রিজের মেহেদী সম্পর্কে। দীর্ঘ সময় ধরে ফ্রিজে মেহেদি রাখার পরে সেই মেহেদি ব্যবহার করলে রং গাঢ় হতে পারে।
আরও পড়ুন ঃ রসুনের উপকারিতা ও অপকারিতা এবং খাওয়ার নিয়ম ও পুষ্টিগুণ।
অনেক সময় দোকানদার বা নিজেরাই ফ্রিজে মেহেদী সংরক্ষণ করে থাকেন। ফ্রিজের মেহেদী ব্যবহার করার সময় ফ্রিজ থেকে বের করে স্বাভাবিক তাপমাত্রায় কিছু সময় রেখে দিতে হবে। মেহেদির তাপমাত্রা স্বাভাবিক হওয়ার পরে হাতে ব্যবহার করলে ভালো হয়।।
৮.শিশুদের জন্য মেহেদি
মেহেদি কেনার সময় আসল-নকল চেনার ১২ টি সহজ উপায় আলোচনায় এবার আমরা আলোচনা করব শিশুদের জন্য কি ধরনের মেহেদি ব্যবহার করা উচিত সে সম্পর্ক। বাজারে কেনা সকল ধরনের মেহেদিতে কোন না কোন কেমিক্যাল থাকে ফলে বাচ্চাদের এই মেহেদিগুলো ব্যবহার না করা উচিত।
বাচ্চাদের ত্বক অত্যন্ত কোমল। সেজন্য বাচ্চাদের ত্বকে টিউব মেহেদি ব্যবহার না করে বাড়িতে গাছের পাতা শিল-পাটায় পিষে পেস্ট করে সেই মেহেদী লাগানো উচিত। এতে কোন ভেজাল থাকে না এবং বাচ্চাদের ত্বকেরও কোন ক্ষতি হয় না।
৯.পাঁচ মিনিটেই গাঢ় রং
মেহেদি কেনার সময় আসল-নকল চেনার ১২ টি সহজ উপায় সম্পর্কিত আলোচনায় এখন আমরা আলোচনা করব ৫ মিনিটেই গাঢ় রং ধারণ করে এমন মেহেদী সম্পর্কে। খাঁটি মেহেন্দি কখনই পাঁচ মিনিটে গাঢ় লাল রং হয় না। যে মেহেদি গুলো পাঁচ মিনিটেই লাল রং ধারণ করে এগুলো নকল মেহেদি।
খুব অল্প সময়ে অর্থাৎ পাঁচ মিনিটেই গাঢ় লাল রং ধারণ করে এমন মেহেদি অনেকেই ব্যবহার করে থাকেন। এই মেহেদিগুলোতে নিম্ন মানের ক্যামিক্যাল মিশ্রিত থাকে ফলে পাঁচ মিনিটেই লাল রং ধারণ করে। এই মেহেদিগুলো ত্বকের জন্য এমনকি স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রতিকার।
১০.মেহেদি টেষ্ট
মেহেদি কেনার সময় আসল-নকল চেনার ১২ টি উপায় সম্পর্কিত আলোচনার এ পর্যায়ে আমরা আলোচনা করব মেহেদি টেস্ট সম্পর্কে। মেহেদি কেনার পরে সেই মেহেদী হাতে অথবা পায়ে খুব অল্প পরিমাণে ব্যবহার করে টেস্ট করতে হবে।
মেহেদিতে ভেজাল থাকলে তাহলে ত্বকে ফুশকুড়ি উঠতে পারে, ফসকা পড়তে পারে, লাল হয়ে যেতে পারে, জ্বালা-পোড়া করতে পারে, চুলকানি বা এলার্জিক রি-অ্যাকশন হতে পারে। মূলত: ভেজালের কারণেই এমন সমস্যা হয়। এরকম সমস্যা হলে ঐ মেহেদি ব্যবহার করা উচিত নয়।
১১.কার্বলিক এসিড
কার্বলিক এসিড ব্যবহার করে মেহেদির রংকে লংলাস্টিং করানো হয়। টিউব মেহেদীগুলোতে সহনীয় মাত্রায় কার্বলিক এসিড ব্যবহার করা হয়। এই এসিড সামান্যতম হলেও ত্বকের ক্ষতি করে। এই কার্বলিক এসিডের কারণে ত্বকের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়।
এই কার্বলিক এসিডের কারনে মেহেদির রঙ গাঢ় হলেও ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পার। ত্বককে এ ধরনের ক্ষতির হাত থেকে রক্ষার জন্য বাজারের টিউব মেহেদী ব্যবহার না করা ভালো।
১২.পিপিডি কালি
পিপিডি কালি হলো এক ধরনের কালি যা রঞ্জক ও সুগন্ধযুক্ত যৌগ শোষণে ব্যবহৃত হয়। পিপিডি (প্যারা-ফেনিলেনেডিয়মিন) মেহেদির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এটির কারণে ত্বকের এলার্জি হয়।
পিপিডি কালির কারণেই মূলত: মেহেদির রং এত গাঢ় হয এবং ত্বকের অত্যন্ত ক্ষতি করে। এজন্যই মাথায় মেহেদী বা কালি ব্যবহার করলে মাথার ত্বক মরে উঠে গিয়ে রং পরিবর্তন হয়ে যায়।
মেহেদির নাম
মেহেদির নাম জানার জন্য আপনারা অনেকেই গুগলে সার্চ করে থাকেন। সেই দৃষ্টিকোণ থেকে বাজারে প্রচলিত কিছু ভালো ব্র্যান্ডের মেহেদির নাম এখানে উল্লেখ করা হলো। এই মেহেদীগুলো ব্যবহারে আপনাদের হাতের সৌন্দর্য বাড়বে বাড়বে উৎসবের আনন্দ।
- রাংগাপরি মেহেদি,
- মমতাজ মেহেদি,
- শাহাজাদী মেহেদি,
- কাবেরী মেহেদি,
- স্মার্ট মেহেদি,
- অ্যাক্টিভ গোল্ড মেহেদি,
- আইভি মেহেদি,
- লিজেন্ড মেহেদি,
- আলমাস মেহেদি। ইত্যাদি।
এছাড়াও বাজারে নাম না জানা অপ্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের মেহেদি থাকতে পারে। সেজন্য দেখে-শুনে বুঝে আসল মেহেদি কিনুন, নকল এড়িয়ে চলুন।
মেহেদির দাম
মেহেদির দাম বিভিন্ন রকমের হয়ে থাকে। বিভিন্ন কোম্পানির, বিভিন্ন ব্র্যান্ডের এবং আসল-নকলের (কোয়ালিটির) উপর নির্ভর করে এর দাম কম বেশি হয়। প্রতি টিউব মেহেদির দাম সাধারণত ৪০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
উপসংহার
প্রিয় পাঠক বৃন্দ, আজকের আসল-নকল মেহেদি সম্পর্কিত আর্টিকেলটি পড়ে আপনারা আসল মেহেদি চেনার উপায়গুলো জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। ঈদে-উৎসবে প্রায় সবাই মেহেদি ব্যবহার করে থাকেন। কিন্তু আমরা জানি না যে টিউবের নকল মেহেদি কত ক্ষতিকর!
এই ক্ষতিকর প্রভাবগুলো আপনার প্রিয়জনদের সাথে ভাগাভাগি করতে আর্টিকেলটি শেয়ার করে দিতে ভুলবেন না। আর এরকম আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নকল মেহেদী পরিহার করুন ন্যাচারাল পাতা মেহেদি ব্যবহার করুন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url