মেহেদি পাতার ১৭ টি উপকারিতা ও ব্যবহারের নিয়ম

মেহেদি পাতার ১৭ টি উপকারিতা ও ব্যবহারের নিয়ম সম্পর্কে আজকের আর্টিকেলটি লেখা। সবুজ মেহেদী পাতা অতি জনপ্রিয় হয়ে আছে তার রংয়ের কারণে। বিভিন্ন উৎসবে বিশেষ করে বিয়েতে নব বধূর ও নতুন বরের হাতে মেহেদি রঙে রাঙানো ছাড়া যেন বিয়ে শোভাই পায় না। চুল, হাত, নখ মেহেদির রঙ্গে রাঙ্গানো ছাড়াও এর রয়েছে অনেক উপকারিতা।

মেহেদি পাতার ১৭ টি উপকারিতা ও ব্যবহারের নিয়ম

আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন মেহেদি পাতার বিভিন্ন উপকারিতা, ঔষধি গুনাগুণ ও ব্যবহার সম্পর্কে। বিভিন্ন অঞ্চলে এ পাতার বিভিন্ন নামে পরিচিত। যেমন-মেহেদি, মেহেদী, মেহেন্দি, মেন্দি। ইংরেজিতে বলা হয় হেনা আর আরবিতে বলে হেন্না। পাতার পাশাপাশি এর ফুল ও ফল সবই মানব কল্যাণে ব্যবহৃত হয়। নাম যেটাই হোক কাজটাই আসল।

পেজ সুচিপত্র

১.মেহেদি পাতার উপকারিতা সমূহ

মেহেদি পাতার উপকারিতা অনেক! দৈনন্দিন জীবনে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে হাত, নখ ও চুল রাঙানো ঐতিহ্যের অংশ হিসেবে রয়েছে মেহেদি রং। মেহেদী পাতার রংয়ের পাশাপাশি এর রয়েছে অনেক গুণাগুণ, যেগুলো আমরা অনেকে হয়তো জানিনা। আজকে আমরা সেগুলো জানাবো।

মেহেদি পাতা ও এর ফুল, ফল এবং বীজে রয়েছে এন্ট্রিব্যাকটেরিয়াল, এন্ট্রিফাংগাল, এন্ট্রিভাইরাল ও এন্ট্রি ইনফ্লামেটরি এজেন্ট। মেহেদির কথা বললেই আমরা এরা রঙ্গের কথা আগে ভাবি! রঙের পাশাপাশি উপরোক্ত উপাদানের কারণে মেহেদির রয়েছে অনেক উপকারিতা।

২.মাথা ব্যথা কমায়

মেহেদী পাতার ১৭ টি উপকারিতা ও ব্যবহারের নিয়ম সম্পর্কিত আলোচনায় এখন আমরা জেনে নেব মেহেদী পাতা মাথাব্যথা কমায় সে সম্পর্কে।

আরও পড়ুন ঃ মেহেদি ডিজাইন ২০২৪ ছবিসহ

যদি কারো মাথা ব্যাথা করে সেক্ষেত্রে মেহেদী পাতা বেটে কিছুক্ষণ কপালে লাগিয়ে রাখলে এর এন্ট্রি ইনফ্লামেটরি গুণের কারণে সব ধরনের মাথাব্যথা উপশম করে।

৩.চোখের যত্নে 

মেহেদী পাতার ১৭ টি উপকারিতা ও ব্যবহার সম্পর্কিত আলোচনার এ পর্যায়ে আমরা জেনে নেব মেহেদী পাতা ব্যবহারে চোখে ভালো হয় সে সম্পর্কে। চোখের বিভিন্ন রোগ যেমন চোখে পেচুড় হওয়া,

আরও পড়ুন ঃ শিমুলের মূল খাওয়ার উপকারিতা কি?

চোখ ওঠা এই সমস্যাগুলোতে মেহেদি বাতাসসহ পানি গরম করে সেই গরম পানি দিয়ে ভাপ দিলে উপশম পাওয়া যায় চোখ ওঠা ও চোখের পেচুড় বন্ধ হয়।

৪.খুশকি দূর করতে 

মেহেদি পাতার ১৭ টি উপকারিতা ও ব্যবহারের নিয়ম সম্পর্কিত আলোচনার এ পর্যায়ে আমরা জেনে নেব মেহেদী পাতা মাথায় ব্যবহার করলে খুশকি দূর হয় সে সম্পর্কে। মেহেদি পাতায় রয়েছে এন্টিফাঙ্গাল এজেন্ট।

খুশকি দূর করতে

মাথায় খুশকি দূর করার জন্য মেহেদী পাতা বাটার সাথে কাঁচা ডিম একসাথে পেস্ট করে মাথায় ব্যবহার করে ৩০ মিনিট পরে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত কয়েকদিন ব্যবহার করলে মাথার খুশকি দূর হয়, ত্বক ভালো থাকে ও চুল সুন্দর হয়।

৫.জ্বর কমাতে

মেহেদি পাতার ১৭টি উপকারিতা ও ব্যবহারের নিয়ম সম্পর্কিত আলোচনায় এখন আলোচনা করব মেহেদী পাতা শরীরের জ্বর কমাতে সাহায্য করে সে সম্পর্কে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় জ্বর কোন রোগ নয়।

আরও পড়ুন ঃ হাতিশুর গাছের পাতা শিকড়ের উপকারিতা ও খাওয়ার নিয়ম।

জ্বর অন্য কোন রোগের লক্ষণ। কিন্তু জ্বর বা তাপ শরীরে অনেক ক্ষতি করে। যদি কারো শরীরে জ্বর বা তাপ হয় তাহলে আয়ুর্বেদ শাস্ত্রের মতে মেহেদী পাতা ব্যবহার করলে জ্বর বা তাপ কমে যায় ফলে শরীর ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

৬.ক্ষত বা ঘা শুকাতে

মেহেদি পাতার ১৭ টি উপকারিতা ও ব্যবহারের নিয়ম সম্পর্কিত আলোচনার এ পর্যায়ে আমরা আলোচনা করব ক্ষত বা ঘা শুকাতে সহায়তা করে সে সম্পর্কে। মেহেদি পাতায় রয়েছে এন্টি ব্যাকটেরিয়াল এজেন্ট।

আরো পড়ুন ঃ অ্যালোভেরার পুষ্টিগুণ উপকারিতা ও খাওয়ার নিয়ম।

দেহের কোথাও পুড়ে গেলে বা ক্ষতবিক্ষত হলে বা ঘা হলে এই পাতা ও ফুল বেটে লাগালে ব্যাকটেরিয়াল ইফেক্টের কারণে ঘা শুকাতে ও মেহে জ্বালাপোড়া রোধ করতে সহায়তা করে।

৭.চুল পাকা কমাতে ও চুল রাঙাতে

চুল পাকা কমাতে ও চুল রাঙাতে মেহেদি খুবই ভালো একটি উপাদান। বাজারে প্রচলিত অনেক শ্যামপু রয়েছে যেগুলো চুলে ব্যবহার করলে চুল পাকা কমাতে পারে না বা

আরো পড়ুন ঃ সজনে পাতা খাওয়ার উপকারিতা ও নিয়ম।

চুল পড়া রোধ করতে পারে না। নিয়মিত চুলে কাঁচা মেহেন্দি পাতা সাথে হরিতকি ফল বেটে নিয়মিত মাথায় কয়েক দিন লাগালে চুল পাকা কমে যায় সাথে চুল ও দাড়ি রঙ্গিন হয়।

৮.চুল ঝরে পড়া কমায় 

মেহেদি পাতার ১৭ টি উপকারিতা ও ব্যবহারের নিয়ম সম্পর্কিত আলোচনায় এখন আমরা আলোচনা করব মেহেদি পাতা ব্যবহার করলে চুল ঝরে পড়া কমে যায় সে সম্পর্কে। মেহেদি পাতায় রয়েছে এন্টিফাঙ্গাল উপাদান। বাজারে কেনা মেহেদী বা মেহেদী গুড়াতে বিভিন্ন রাসায়নিক পদার্থ মিক্সচার থাকতে পারে।

চুল ঝরে পড়া কমায়

মেহেদি পাতার সঠিক উপকার পাওয়ার জন্য কাঁচা পাতা বাড়িতে ব্লেন্ড করে তার সাথে ডালিমের কষা, বিটরুট কমলা ও লেবুর খোসা পরিমাণ মতো মিশিয়ে পেস্ট করে চুলে ব্যবহার করলে চুলের ভঙ্গরতা কমে যায়, চুল পড়া রোধ হয়, চুল ঘন, কালো ও উজ্জ্বল হয়।

৯.নখের যত্নে

মেহেদি পাতার ১৭ টি উপকারিতা ও ব্যবহারের নিয়ম সম্পর্কিত আলোচনায় এখন আমরা আলোচনা করব মেহেদী পাতা ব্যবহার করলে নখের ফাঙ্গাস জনিত রোগ ভালো হয়  ও নখ সুন্দর হয় ও ভঙ্গুরতা কমে যায় সে সম্পর্কে।

আরও পড়ুন ঃ নিমপাতা ব্যবহারের উপকারিতা গুলো কি কি?

অনেকেরই দেখা যায় হাতে ও পায়ের নখের কুনিতে পেকে যায় বা ইনফেকশন হয় যাকে বলে কেনি পাকা এই জায়গাগুলোতে মেহেদী পাতা বেটে লাগালে রোগ ভালো হয়। হাত ও পায়ের নখে মেহেদি ব্যবহার করলে নখ সুন্দর হয় ও ভঙ্গুরতা কমে যায়।

১০.ঘুমের সমস্যা দূর করতে

ঘুমের সমস্যা দূর করতে মেহেদি পাতার রস যথেষ্ট কার্যকরী। যাদের ঘুম হয় না বা ইনসোমনিয়ার সমস্যা আছে তারা নিয়মিত মেহেদী পাতার রস খেলে এই সমস্যা দূর হয়। মেহেদির  ফুলে লাইকের নামক একটি উপাদান রয়েছে।

আগের দিনে রাজা বাদশাদের ঘুমের সমস্যা হলে মেহেদী ফুলের বালিশ বানিয়ে ঘুমানোর পরামর্শ দেয়া হতো। মেহেদি ফুলের বিদ্যমান লাইকেন ঘুমের উদ্বেগ তৈরি করত ফলে ভালো ঘুম হতো।

১১.সৌন্দর্য চর্চায়

মেহেদি পাতার ১৭ টি উপকারিতা ও ব্যবহারের নিয়ম গুলোর মধ্যে অন্যতম একটি হল সৌন্দর চর্চা। মেহেদি পাতা দিয়ে সৌন্দর্য চর্চা বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত আছে। বিভিন্ন উৎসবে মেহেদী পাতা দিয়ে হাত রাঙিয়ে মেয়েরা সৌন্দর্য বর্ধন করে থাকেন।

মেহেদী ছাড়া মেয়েদের রূপচর্চা কল্পনাই করা যায় না। বিয়েতে কিংবা ঈদে, এছাড়াও অন্যান্য অনুষ্ঠানে মেয়েরা মেহেদি দিয়ে হাত রাঙিয়ে থাকেন পাশাপাশি নখের ও ত্বকের কোন সমস্যা থাকলে সেগুলো দূর হয়। নখ সুন্দর হয় ও ত্বক মসৃণ হয়।

১২.বার্ধক্যের ছাপ কমাতে

বার্ধক্যের ছাপ কমিয়ে বয়স ধরে রাখতে যথেষ্ট কার্যকরী মেহেদী পাতার রস। মেহেদী পাতায় বিদ্যমান অ্যাস্ট্রোজেন নামক উপাদানটি মূলত ত্বকের বলিরেখা রাখা দূর করে। ত্বকের এন্ট্রিএজিং ভাব ফুটিয়ে তোলে।

ত্বকে বলি রাখা পড়েছে তারা যদি মেহেদী পাতা পিছে রস তৈরি করে সেই রস কয়েক দিনে নিয়মিত বলে রাখায় লাগান তাহলে বলিরেখা দূর হয় ত্বক মুসলিমের মলিন সুন্দর হয় ফলে বার্ধক্যের ছাপ কমে যায়।

১৩.টাক পড়া কমায়

মেহেদি পাতার ১৭ টি উপকারিতা ও ব্যবহারের নিয়ম সম্পর্কিত আলোচনা এবার আমরা আলোচনা করব মেহেদী পাতা ব্যবহার করলে টাক পড়া কমে যায় সে সম্পর্কে। 

কয়েকটি মেহেদী পাতা খাটি সরিষার তেলের সাথে গরম করে তারপরে ঠান্ডা করে সেই তেল টাক মাথায় ব্যবহার করলে নতুন করে চুল গজাতে পারে। স জন্য টাক পড়া কমাতে মেহেদী পাতা যথেষ্ট উপকারী।

১৪.হাই ব্লাড প্রেসার কন্ট্রোল করে

হাই ব্লাড প্রেসার কন্ট্রোল করে হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সহায়তা করে মেহেদি পাতা ও এর বীজ। মেহেদী পাতার রস ও বীর নিয়মিত খেলে কার্ডিওভাসকুলার সিস্টেম ভালো থাকে রক্তের স্বাভাবিক চলাচল ঠিক রাখে ও কোলেস্টেরল কমে যায়। ব্লাড প্রেসার কন্ট্রোলে থাকে ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়।

১৫.পায়ের জ্বালাপোড়া কমায়

মেহেদি পাতার ১৭ টি উপকারিতা ও ব্যবহারের নিয়ম সম্পর্কিত আলোচনায় এবার আমরা আলোচনা করব মেহেদি পাতা ব্যবহার করলে পায়ের জ্বালাপোড়া কমে সে সম্পর্কে। 

অনেকেরই পা জ্বালাপোড়া করে। যদি তারা মেহেদী পাতা ভিনেগারে ভিজিয়ে রেখে সেই পাতা সটকেন বা মজার মধ্যে রেখে পায়ে পরিধান করেন, তাহলে পায়ের জ্বালাপোড়া অনেকটাই কমে যায়।

১৬.পা ফাটা রোধ করে

মেহেদি পাতার ১৭ টি উপকারিতা ও ব্যবহারের নিয়ম সম্পর্কিত আলোচনায় এখন আমরা আলোচনা করব মেহেদী পাতা ব্যবহার করলে পা ফাটা ভালো হয় বা কমে যায় সে সম্পর্কে।

গ্রীষ্ম, বর্ষা আবার কারো কারো সারা বছরই পা ফাটে। শীতকালে এই পা ফাটার পরিমাণটা অনেক বেড়ে যায়। যাদের পা ফাটে তারা যদি মেহেদী পাতা বেটে নিয়মিত ফাটা জায়গায় লাগান তাহলে পা ফাটা রোধ হয়।।

১৭.চুলের ভঙ্গুরতা কমায় 

চুলের ভঙ্গরতা কমাতে মেহেদী পাতার রস যথেষ্ট উপকারী। অনেকের চুল লম্বা, ঘন ও কালো হয় কিন্তু চুল ভেঙ্গে যায়, মাথা ফেটে যায় ও লালচে ভাব ধারণ করে, দেখতে সুন্দর লাগে না সিল্কি হয় না।

এই সমস্ত চুলে মেহেদি পাতার রস, চা পাতার রস ও পরিমাণ মতো দই একসঙ্গে মিশিয়ে চুলে লাগালে চুলের ভঙ্গরতা কমে ও মাথা ফাটা রোধ যায়।

মেহেদী পাতা ব্যবহারের নিয়ম 

মেহেদী পাতা সঠিক উপকার পাওয়ার জন্য সঠিকভাবে ব্যবহার করতে হবে। সঠিক ব্যবহার না জানার কারণে এর উপকার কম বেশি হতে পারে। নিম্নোক্ত ভাবে মেহেদি পাতা ব্যবহার করা যেতে পারে।

  • ৪০০০ বছরেরও বেশি সময় ধরে এই মেহেদি পাতা বা হেনা পাউডার রঞ্জক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে যা হাত, নখ ও চুল-দাড়ি রাঙাতে ব্যবহৃত হয়।
  • মেহেদি পাতার গুড়া, মেথির গুড়া, আমলকির গুঁড়া ও ডিমের সাদা অংশ একত্রে মিশিয়ে পেস্ট করে ব্যবহার করা যায়। 
  • ত্বকে ফুসকুড়ি উঠলে মেহেদি পাতা বেটে ব্যবহার করলে উপকার পাওয়া যায়।
  • মেহেদি পাতা, কফি বা চা ও দই একসঙ্গে মিশিয়ে ব্লেন্ডারে পেস্ট করে ব্যবহার করা যায়।
  • মেহেদী পাতার রস ও ফুলের রস নিয়মিত খেলে রক্ত সংবর্ধনা ভালো থাকে।

উপসংহার

প্রিয় পাঠক বৃন্দ, আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনারা মেহেদী পাতা সম্পর্কে অনেক অজানা বিষয়ে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। এমন আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।

মেহেদী পাতার উপকারিতা ও ব্যবহার সম্পর্কে কোন মতামত থাকলে কমেন্টস বক্সে জানানোর অনুরোধ রইলো। আর হ্যাঁ চ্যানেলটি শেয়ার করে দিলে আপনার বন্ধু-বান্ধবীরা এসব তথ্যগুলো জানতে পারবে। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url