মেহেদির রং তোলার সহজ ৯ টি ঘরোয়া উপায়
মেহেদির রং তোলার সহজ ৯ টি ঘরোয়া উপায় সম্পর্কে আজকের আর্টিকেলটি লেখা। মেয়েরা বিভিন্ন উৎসবে বিয়ে কিংবা ঈদে মেহেদির রঙে হাত রাঙিয়ে সৌন্দর্যের সহিত আনন্দ উপভোগ করে থাকেন কিন্তু কয়েক দিন পার হয়ে গেলেই এই মেহেদির রঙ হালকা হতে শুরু করে। দেখতে আর ভালো লাগেনা। তখনই প্রশ্ন উঠে মেহেদির রং তোলার উপায় সম্পর্কে।
আজকের আর্টিকেলটি পড়লে আপনারা মেহেদির রং তোলার বিভিন্ন উপায় সম্পর্কে জানতে পারবেন, আরো জানতে পারবেন মেয়েদের রং ঘরোয়া উপায়ে তুললে হাতের বা ত্বকের কোন ক্ষতি হয় কি না? নখ ভালো থাকে কি না? জানতে পারবেন এরকম বিভিন্ন বিষয়ে। চলুন জেনে নিই মেহেদী রং তোলার বিভিন্ন উপায় সম্পর্কে।
পেজ সুচীপত্র
মেহেদির রং তোলার সহজ ঘরোয়া উপায়
মেহেদি ব্যবহার করা হয় হাতে, পায়ে ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। মেহেদী করা কিছুদিন পরেই অনেক সময় রং ফ্যাকাশে হয়ে যায়, তখনই প্রয়োজন পড়ে পুরাতন রং রিমুভ করে নতুন মেহেদি লাগানোর। যেন সৌন্দর্যটা অটুট থাকে সেই জন্য। যিনারা সৌন্দর্য চর্চা করেন তিনারা সবসময় খোঁজেন কিভাবে কোন উপায়ে মেহেদির রং তোলা যায়। নিম্নে মেহেদির রং তোলার সহজ কিছু উপায় আলোচনা করা হলো।
১.মেহেদির রং তোলার জন্য লেবুর রস
মেহেদির রং তোলার সহজ ৯ টি ঘরোয়া উপায়ের মধ্যে একটি অন্যতম উপায় হলো লেবুর রস। লেবুর রস ও চিনির যৌগ যেমন একত্রে মেহেদীতে ব্যবহার করে সেই মেহেদী ত্বকে বা নখে লাগালে মেহেদির রং গাঢ় হয়, তেমনি দিনে দিনে সেই রংগুলো ফিকে বা
আরও পড়ুন ঃ মেহেদির রং গাঢ় করার ১৩ টি সহজ উপায়।
হালকা হয়ে যায়। সেই রং তোলার জন্য শুধু লেবুর রস ব্যবহার করলে মেহেদির রং উঠে যায়। এক বালতি কুসুম পানির সাথে পাঁচ থেকে ছয় চা চামচ লেবুর রস দিয়ে এই পানিতে বারবার হাত ধুলে মেহেদির রং উঠে যায়
২.মেহেদির রং তোলার জন্য টুথপেস্ট ব্যবহার
মেহেদির রং তোলার সহজ ৯ টি ঘরোয়া উপায় সমূহের মধ্যে আরেকটি অন্যতম উপায় হলো টুথপেস্টের ব্যবহার। হাতে বা নখে যে জায়গা গুলোতে মেহেদি ব্যবহার করা হয় মেহেদী ব্যবহারের প্রথম দিকে বেশ গাঢ় রং থাকে।
আরও পড়ুন ঃ মেহেদি কেনার সময় আসল-নকল চেনার ১২ টি সহজ উপায়।
দিনে দিনে এই রংগুলো ফিকে হয়ে যায়, সৌন্দর্য্য নষ্ট হয়। তখনই এই রংগুলি তোলার জন্য টুথপেস্ট পাতলা করে লাগিয়ে রাখার পরে শুকিয়ে গেলে ভিজে কাপড় দিয়ে মুছে দিলে এই রংগুলো উঠে যায়।
৩.মেহেদির রং তোলার জন্য লবণ পানি ব্যবহার
মেয়েদের রং তোলার সহজ ৯ টি ঘরোয়া উপায় সম্পর্কিত আলোচনা এখন আমরা আলোচনা করব লবণ পানি ব্যবহার করে মেহেদির রং হালকা করা যায় বা খোলা যায় সে সম্পর্কে মেহেদির রং তোলার জন্য লবণ পানি অত্যন্ত কার্যকরী একটি উপাদান। একটি পাত্রে পরিমাণ মতো কুসুম গরম পানি নিয়ে তাতে দু-এক চামচ লবণ মিশিয়ে নিন।
সেই পানিতে ১৫ থেকে ২০ মিনিট হাত ভিজিয়ে রাখতে হবে।একাধারে বেশিক্ষণ হাত ভিজিয়ে না রেখে এক-দুই দিন পর পর এ কাজটি করুন। লবণ পানিতে বেশি সময় ধরে হাত ভেজালে অনেক সময় ত্বক খসখসে হতে পারে। সেজন্য প্রতিবারই হাত ভিজিয়ে রাখার পরে ময়েশ্চারাইজিং লোন ব্যবহার করতে হবে।
৪.বেকিং পাউডার ব্যবহার
মেহেদির রং তোলার সহজ ৯ টি ঘরোয়া উপায় এর মধ্যে একটি অন্যতম উপায় হলো বেকিং পাউডার ব্যবহার। দিনে দিনে মেহেদির রং ফিকে বা হালকা হয়ে গেলে দেখতে আর ভালো লাগে না তখন এই রংগুলোকে আরো হালকা করে ফেলার প্রয়োজন হয়।
আরও পড়ুন ঃ মেহেদি পাতার ১৭ টি উপকারিতা ও ব্যবহারের নিয়ম।
এক বালতি পানির মধ্যে ১ থেকে ২ চামচ বেকিং পাউডার ও ৪ থেকে ৫ চামচ লেবুর রস মিশিয়ে ওই পানির মধ্যে ৫ মিনিট হাত ভিজিয়ে রাখুন। তারপরে পরিষ্কার পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন তাহলে দেখবেন মেহেদির রং হালকা হয়ে যাবে।
৫.হ্যান্ডওয়াশ ব্যবহার
মেহেদির রং তোলার সহজ ৯ টি ঘরোয়া উপায় সম্পর্কিত আলোচনায় এখন আমরা আলোচনা করব হ্যান্ডওয়াশ ব্যবহার করলে মেহেদির রং উঠতে সহায়তা করে সে সম্পর্কে। সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে বারবার হাত ধুতে থাকলে মেহেদির রং হালকা হয়ে যায়।
আরও পড়ুন ঃ গর্ভাবস্থায় পেটের বাম পাশে ব্যথা হওয়ার কারণ।
মেহেদির রং তোলার জন্য দিনে সর্বোচ্চ ১২ থেকে ১৩ বার হাত ধুতে পারেন। তার বেশি হ্যান্ডওয়াশ ব্যবহার করলে ত্বক নষ্ট হয়ে যেতে পারে। ত্বক খসখসে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে হাতে লোসন ব্যবহার করুন।
৬.সুইমিং পুলের পানি
মেহেদির রং তোলার সহজ ৯ টি ঘরোয়া উপায়ের মধ্যে আরেকটি উপায় হল সুইমিং পুলের পানি ব্যবহার করা। সুইমিং পুলের পানিতে ক্লোরিন মেশানো থাকে। এই ক্লোরিন মেশানো পানিতে মেহেদী দেওয়া হাত বা পা ভিজিয়ে রাখলে মেহেদির রং হালকা হয়ে যায়।
আরও পড়ুন ঃ মিষ্টি আলুর পুষ্টিগুণ খাওয়ার উপকারিতা ও অপকারিতা।
ক্লোরিন কিনে বাড়িতে পরিষ্কার পানিতে মিশিয়ে নিন। সেই পানির মধ্যে হাত ভিজিয়ে রাখলেও হাতের মেহেদী উঠে যায়। এভাবে নিয়মিত কয়েকদিন করলে হাতের মেহেদি উঠে যায়
৭.অলিভ অয়েল ব্যবহার
মেহেদির রং তোলার সহজ ৯ টি ঘরোয়া উপায়ের মধ্যে অন্যতম একটি উপায় হল অলিভ অয়েল ব্যবহার করা। অলিভ অয়েল ও লবণ ব্যবহার করলে মেহেদির রং হালকা হয়ে যায়।
অলিভ অয়েলের সাথে পরিমান মত লবন মিশিয়ে পেস্ট করুন। এবার এই পেস্ট মেহেদির উপরে লাগান। এভাবে ১০ মিনিট রেখে দিন। ১০-১৫ মিনিট পরে পরিষ্কার পানি ধুয়ে ফেলুন। এভাবে কয়েকবার করলে মেহেদীর রং উঠে যায়।
৮.ব্লিচ ব্যবহার
মেহেদির রং তোলার সহজ ৯ টি ঘরোয়া উপায়ের মধ্যে অন্যতম একটি উপায় হলো ব্লিচ ব্যবহার। ব্যবহারের উপযোগী ভালো ব্রান্ডের ব্লিচগুলো শরীরের যে সব জায়গাতে মেহেদী লাগানো আছে সেই জায়গাগুলোতে ব্যবহার করুন। তারপরে শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে মেহেদির রং ফিকে করে যায়।
৯.কন্ডিশনার
মেহেদির রং তোলার সহজ ৯ টি ঘরোয়া উপায় এর মধ্যে অন্যতম একটি উপায় হলো কন্ডিশনার ব্যবহার। একটি ভালো মানের কন্ডিশনার চুল ঘন ও সিল্কি করার পাশাপাশি মেহেদির উপরে ব্যবহার করলে মেয়েদির রং তুলতে সহায়তা করতে পারে।
মেহেদির রং তোলার সাবধানতা
মেহেদির রং তুলে নতুন মেহেদি লাগানোর জন্য যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয় সেগুলো অত্যন্ত সাবধানতার সহিত অনুসরণ করা উচিত। মেহেদির রং তুলতে গিয়ে অনেক সময় ত্বকের ক্ষতি হয়ে যেতে পারে। সেজন্য ত্বকের যেন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে খুব আলতোভাবে ঘরোয়া ভাবে মেহেদির রং তুলতে হবে। উপরুক্ত উপায়গুলোর মধ্যে কোন কোন উপায়ে ত্বক ফ্যাকাশে হয়ে যেতে পারে।
খাঁটি মেহেদি ব্যবহার
মেহেদি ব্যবহার করা হয় সৌন্দর্য বৃদ্ধির জন্য। ত্বক যেন সুন্দর থাকে ও চুল যেন আরো দেখতে ভালো হয় এ জন্যই মূলতঃ মেহেদি ব্যবহার করা হয়। পুরাতন মেহেদির রং তুলে নতুন মেহেদির ব্যবহার করতে হবে সেই মেহেদিটা যেন খাঁটি বা আসল হয়। সবসময় গাছের পাতা বেটে ব্যবহার করলে রং ভালো হয়। এছাড়াও বাজারে খ্যাতি সম্পন্ন ব্রান্ডের মেহেদী ব্যবহার করলেও রোগ ভালো হয়।
খ্যাতি সম্পন্ন মেহেদির নাম
মেহেদির ভালো রং নিশ্চিত হওয়ার জন্য সব সময় গাছের পাতা বেটে ব্যবহার করতে হবে। গাছের পাতা ছাড়াও বাজারে কিছু নামি-দামি ব্র্যান্ডের মেহেদি পাওয়া যায়, যেগুলো ব্যবহারেও ভালো রং হয়। বাজারে কিছু ভালো ব্র্যান্ডের মেহেদির মধ্যে উল্লেখযোগ্য গুলো নিম্নে উল্লেখ করা হলো। যেমন -
- রাঙ্গাপরী মেহেদি,
- সেজান মেহেদি,
- তিব্বত অ্যাক্টিভ গোল্ড মেহেদি,
- মমতাজ মেহেদি,
- শাহজাদী মেহেদি,
- কুইন মেয়েদের,
- লিজেন্ড মেহেদি। ইত্যাদি।
উল্লেখ্য এই সকল মেহেদিগুলো ব্যবহারের সময় কোন সমস্যা হলে সঙ্গে সঙ্গে মেহেদির ব্যবহার বন্ধ করে দিতে হবে।
নকল মেহেদি হতে সাবধান
মেহেদি ব্যবহারে ত্বকের যেন কোন ক্ষতি না হয় সেজন্য সবসময় খাঁটি মেহেদি ব্যবহার করতে হবে এবং নকল মেহেদি হতে সাবধান থাকতে হবে। বাজারে কিছু অসাধু ব্যবসায়ীরা নকল মেহেদি বিক্রি করে যেগুলো ব্যবহার করলে নিম্নোক্ত সমস্যা গুলো দেখা দিতে পারে।
- ত্বকে ফোস্কা পড়ে,
- ত্বক কালো হয়ে যায়,
- চুলের রং অন্যরকম হয়ে যায়,
- সৌন্দর্য বৃদ্ধি না পেয়ে আরও নষ্ট হয়ে যায়। ইত্যাদি।
নকল হতে সাবধান ও আসল মেহেদির রং পেতে গাছের পাতার বিকল্প নেই। এক্ষেত্রে গাছের পাতাই সবচেয়ে ভালো।
উপসংহার
প্রিয় পাঠক বৃন্দ, আশা করি আজকের এই আর্টক্যালটি পড়ে আপনারা মেহেদির রং তোলার উপায় সম্পর্কে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। এ সম্পর্কিত কোন মতামত থাকলে কমেন্টস বক্সে জানানোর অনুরোধ রইল।
আর্টিকেলটি শেয়ার করে দিবেন যেন আপনার অন্যান্য বন্ধুরাও এ সম্পর্কে জানতে পারে। এরকম আরো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url