পা ও মোজার দুর্গন্ধ দূর করার সহজ ১১ উপায়

পা ও মোজার দুর্গন্ধ দূর করার সহজ ১১ উপায় নিয়ে আজকের আর্টিকেলটি লেখা। পায়ে বিভিন্ন স্টাইলের জুতা-মোজা পরা কম-বেশি সবারই শখ। কিন্তু যদি হয় দুর্গন্ধ, তাহলেই বিপত্তি। অনেকেই মজার দূর গন্ধের  কারণে মানুষের সামনে জুতা-মোজা খুলতেই বিব্রত বোধ কারেন। কারো কারো পায়ে এত দূর গন্ধ হয় যে পাশের লোকজন পর্যন্ত বিরক্তবোধ করেন,  নিজেও হন লজ্জিত।

পা ও মোজার দুর্গন্ধ দূর করার সহজ ১১ উপায়

আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন জুতার ও মোজায় দুর্গন্ধ হয় কেন? দুর্গন্ধ দূর করার উপায় কি? দুর্গন্ধ দূর করার জন্য কি ধরনের কাপড়ের মোজা ব্যবহার করা উচিত? এধরনের বিভিন্ন বিষয় সম্পর্কে। মোজার দুর্গন্ধে বিব্রতবোধ না করে আসুন নিম্নোক্ত বিষয়গুলো মেনে চলি এবং তার দুর্গন্ধ রোধ করার চেষ্টা করি।

পেজ সুচিপত্র

১.বেকিং সোডা ব্যবহার 

পা ও মোজার দুর্গন্ধ দূর করার সহজ ১১ উপায় নিয়ে আলোচনায় এখন আমরা আলোচনা করব বেকিং সোডা ব্যবহার সম্পর্কে। পায়ের দুর্গন্ধ দূর করার জন্য বেকিং সোডা অথবা বেকিং সোডা ও লেবুর রস একসঙ্গে ব্যবহার করলে এ দুর্গন্ধ দূর হয়।।

বেকিং সোডা মোজার মধ্যে সন্ধ্যায় রেখে সকালে ফেলে দিয়ে মোজা ব্যবহার করেন তাহলে এ গন্ধ দূর হয়। আবার বেকিং সোডার সাথে লেবুর রস মিশিয়ে ভালোমতো পায়ে ব্যবহার করে পাঁচ মিনিট পরে পা ধুয়ে ফেলুন তারপরে মোজা ব্যবহার করুন।

২.ভিনেগার ব্যবহার 

পা ও মোজার দুর্গন্ধ দূর করার সহজ ১১ উপায়ের মধ্যে অন্যতম একটি উপায় হলো ভিনেগার ব্যবহার। পা ও মোজার দুর্গন্ধ দূর করার জন্য ভিনেগার ব্যবহার করা ভালো উপায়। ভিনেগার এসিডিক হওয়ার কারণে পায়ের ব্যাকটেরিয়াগুলো মরে যায় ও গন্ধ দূর হয়।

আরও পড়ুন ঃ জলপাইয়ের পুষ্ঠিগুণ ও ১০টি স্বাস্থ্য উপকারিতা।

একটি পাত্রে পরিমাণ মতো কুসুম কুসুম গরম পানি নিয়ে তার মধ্যে দুই তিন চামচ ভিনেগার দিতে হবে। এবার ঐ পানির মধ্যে ১৫ থেকে ২০ মিনিট পা ও মজা ভিজিয়ে রাখতে হবে। এরপরে পা ও মোজা সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে যেন ভিনেগারের গন্ধ না থাকে। এভাবে পায়ের ও মোজার গন্ধ দূর হয়।

৩.মোজার ধরন

পা ও মোজার দুর্গন্ধ দূর করার সহজ ১১ উপায় সম্পর্কিত আলোচনায় এখন আমরা আলোচনা করব মোজার ধরন সম্পর্কে অর্থাৎ কি ধরনের মোজা ব্যবহার করলে পা কম ঘামে ও দুর্গন্ধ কম হয় সে সম্পর্কে।

আরও পড়ুন ঃ সজনে পাতা খাওয়ার উপকারিতা ও নিয়ম।

বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের বস্ত্র ও বয়নশিল্প বিভাগের সহকারী অধ্যাপক শাহমিনা রহমান বলেন, "মোজা নির্বাচন করার সময় প্রথমে কাপড় বা তন্তর প্রতি নজর দেওয়া উচিত। যে কাপড়গুলো আদ্রতা বাহিরে ছড়িয়ে দেওয়ার পরিবর্তে নিজেই শুষে নেয় তাহলে পায়ে অস্বস্তি বোধ হয় ও দুর্গন্ধ ছড়ায়"।

  • মোজা হিসাবে সুতির কাপড় আরামদায়ক নয় এই কাপড় পায়ের আদ্রতা শুষে নিয়ে পায়ের ত্বক স্যঁতস্যাঁতে করে ও দুর্গন্ধ ছড়ায় ফলে পায়ে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে।
  • তিনি আরো বলেন মোজা হিসেবে নাইলন, মিশ্র, উল, সিনথেটিক বেশ আরাম দায়ক।
  • মোজার কাপড় ভালো মানে হতে হবে। 
  • মোজা, জুতার ভিতরে থাকে মনে করে অনেকেই নিম্নমানের কাপড়ের মোজা ব্যবহার করেন যা পায়ের জন্য ক্ষতিকর নিম্নমানের কাপড়ের কারণে অনেক সময় দুর্গন্ধ ছড়ায়।
  • মোজা ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মোজা যেন খুব বেশি আঁটসাঁট বা টাইট কিম্বা খুব ঢিলা না হয়।

৪.কমলা লেবুর খোসা

পা ও মোজার দুর্গন্ধ দূর করার সহজ ১১ উপায়ের একটি অন্যতম উপায় হল মোজা ও জুতার মধ্যে কমলা লেবুর খোসা ব্যবহার করা। কমলা লেবুর খোসা ব্যবহার করলে দুর্গন্ধ দূর হওয়ার পাশাপাশি সুগন্ধ আনে।

কমলা লেবুর খোসা

মোজা ও পায়ের গন্ধ দূর করার জন্য সন্ধ্যাবেলা জুতা ও মোজার মধ্যে কমলালেবুর খোসা ব্যবহার করে সারা রাত রেখে দিতে হবে। সকালে জুতা ব্যবহারের সময় খোসা ফেলে দিয়ে মোজা ব্যবহার করতে হবে। এভাবে কয়েকদিন ব্যবহার করলে মজার দুর্গন্ধ দূর হয়।

৫.মোজার যত্ন

পা ও মোজার দুর্গন্ধ দূর করার সহজ ১১ উপায় সম্পর্কিত আলোচনায় এখন আমরা আলোচনা করব মোজার যত্ন সম্পর্কে। অনেক সময় পা ও মোজার অযত্নের কারনেও দুর্গন্ধ বেড়ে যায়। পা ও মোজার দুর্গন্ধ দূর করার জন্য নিম্নোক্ত যত্ন গুলো নিতে হবে।

আরও পড়ুন ঃ সিঙ্গাপুর কোন কাজের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি (আপডেট ২০২৪)

  • প্রতিবার পরিষ্কার ও ধোয়া মজা করা উচিত,
  • সব সময় কয়েক জোড়া মজা থাকা উচিত, 
  • একজোড়া মজা ১ থেকে ২ বারের বেশি পড়া উচিত না, 
  • মোজা কেঁচে দেওয়ার সময় বা ধোয়ার সময় কুসুম গরম পানিতে অল্প লবণ মিশিয়ে ধোয়া উচিত, এতে মোজা জীবাণু মুক্ত হয় ও দুর্গন্ধ দূর হয়,
  • জুতা দু-এক দিন পর পর রোদে দেওয়া উচিত, 
  • মোজা খোলার পর পরই ভালো করে ধুয়ে নিতে হবে।
এই পরামর্শগুলো প্রদান করেন সহকারী অধ্যাপক শাহমিনা রহমান।

৬.টি ব্যাগ ব্যবহার 

পা ও মোজার দুর্গন্ধ দূর করার সহজ ১১ উপায় গুলোর মধ্যে একটি অন্যতম উপায় হল টি ব্যাগ ব্যবহার করা। টি ব্যাগ জুতার মধ্যে ব্যবহার করলে জুতা তথা মোজার দুর্গন্ধ দূর হয়।

আরও পড়ুন ঃ রেমিটেন্স কি বা রেমিটেন্স কাকে বলে?

টি ব্যাগ ফুটন্ত পানিতে দু-তিন মিনিট রেখে দিয়ে সেই ব্যাগ তুলে ঠান্ডা হলে জুতোর মধ্যে রেখে দিন। এইভাবে কয়েক ঘণ্টা রাখার পরে টি ব্যাগ ফেলে দিন।এই টি ব্যাগ দূর্গনধ দূর করতে সহায়তা করে।

৭.বেবি পাউডার

পা ও মোজার দুর্গন্ধ দূর করার সহজ ১১ উপায়ের মধ্যে অন্যতম একটি উপায় হলো বেবি পাউডার ব্যবহার। বেবি পাউডার জুতা ও মজার দুর্গন্ধ দূর করতে বেশ কার্যকরী।

আরও পড়ুন ঃ গর্ভে বাচ্চার সুস্থতা ও ত্রুটি কিভাবে বুঝবেন?

জুতা পায়ে দেওয়ার আগে জুতার মধ্যে অল্প পরিমাণে বেবি পাউডার ছিটিয়ে নিন। এবার মজা পায়ে দিয়ে জুতা ব্যবহার করুন। দেখবেন গন্ধ অনেকটাই কমে গেছে।

৮.লবঙ্গ ব্যবহার

পা ও মোজার দুর্গন্ধ দূর করার শহর ১১ উপায়ের মধ্যে একটি উপায় লবঙ্গ ব্যবহার করে পা ও মোজার দুর্গন্ধ দূর করা। পায়ের ও মজার দুর্গন্ধ দূর করতে লবঙ্গ যথেষ্ট কার্যকরী।

লবঙ্গ ব্যবহার

এক টুকরা কাপড়ের ভিতরে কয়েকটি লবঙ্গ রেখে কাপড়টি বেঁধে রাখুন। এবার লবঙ্গসহ ঐ কাপড় জুতার মধ্যে সারা রাত রেখে দিন। এতে করে পা ও মোজার দুর্গন্ধ কমে যাবে।

৯.ফেব্রিক্স সফটনার সিট

পা ও মোজার দুর্গন্ধ দূর করার সহজ ১১ উপায়ের মধ্যে একটি উপায় হলো মোজা ও জুতার মধ্যে ফেব্রিক্স সফটেনা ব্যবহার করা। জুতা বা মোজার দুর্গন্ধ দূর করার জন্য এটি বেশ কার্যকরী টিপস্। 

জুতা বা মোজার দুর্গন্ধ দূর করার জন্য ফেব্রিক্স সফটেনার সিট জুতা বা মোজার মধ্যে রেখে দিন। এভাবে সারারাত রেখে দিয়ে ফেব্রিক্স সফটওয়্যার সিট সকালে ফেলে দিয়ে জুতা ব্যবহার করতে হবে। এভাবে নিয়মিত কয়েকদিন ব্যবহার করলে মোজার দুর্গন্ধ দূর হয়।

১০.দুর্গন্ধনাশক ব্যবহার 

পা ও মোজার দুর্গন্ধ দূর করার জন্য জুতা ও মোজার মধ্যে এন্ট্রিব্যাকটেরিয়াল পাউডার ব্যবহার করতে পারেন। বিশেষ করে ট্যালকম পাউডার,

বোরিক এসিড ও অন্যান্য দুর্গন্ধ নাশক পাউডার ব্যবহার করা যেতে পারে। এগুলো দুর্গন্ধ দূর করতে সহায়তা করে কিন্তু পায়ের ক্ষতি করে না।

১১.তেল ব্যবহার

জুতা-মোজার গন্ধ দূর করার জন্য ল্যিভেন্ডার তেল ও টি ট্রি তেল বেশ কার্যকরী। বহুল প্রচলিত ও সুগন্ধি একটি ফুলের নাম লেগেন্ডার এই লেভেন্ডার থেকেই তৈরি করা হয় লেভেন্ডার তেল যা কিনা জুতা মোজা বা পায়ে দুর্গন্ধ দূর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। 

টি ট্রি ওয়েল বা চা গাছের তেল যা মেলালেউকা তেল নামেও পরিচিত। এই তেলের কর্পূরসীয় একটা গন্ধ আছে। এই তেল চা গাছের পাতা থেকে তৈরি করা হয় যা জুতা ও মোজায় ব্যবহার করলে দুর্গন্ধ দূর হয়।

উপসংহার

প্রিয় পাঠক বৃন্দ, পা ও মোজার দুর্গন্ধ সম্পর্কে আজকের আর্টিকেলটি পড়ে আপনারা জানতে পেরেছেন কি কি উপায়ে পায়ে দুর্গন্ধ দূর করা যায়, কি ধরনের মোজা ব্যবহার করা উচিত, ইত্যাদি বিষয় সম্পর্কে। এ লেখাগুলো সম্পর্কে কারো কোন মতামত থাকলে কমেন্টস বক্সে জানার অনুরোধ রইল। এরকম আরো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।

আশা করি, আর্টিকেলটি পড়ে আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাটা সবার সাথে ভাগাভাগি করার জন্য আর্টিকেলটি শেয়ার করে দিতে ভুলবেন না। শীত মৌসুমে পায়ের ও মোজার দুর্গন্ধ একটু বেশি হয়। সেজন্য সবাই সতর্ক থাকবেন যেন নিজের দুর্গন্ধ অন্যের অস্বস্তির কারণ না হয়। উপরোক্ত বিষয়গুলো মেনে চলার পরেও যদি পায়ের দুর্গন্ধ দূর না হয় তাহলে একজন স্কিন স্পেশালিস্ট এর সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url