পালং শাকের পুষ্টিগুণ ও ১০টি স্বাস্থ্য উপকারিতা

পালং শাকের পুষ্টিগুণ ও ১০টি স্বাস্থ্য উপকারিতা আজকের আর্টিকেলের আলোচ্য বিষয়। পালং শাক একটি শীতকালীন শাক-সবজি। এইটি শীত মৌসুমের শাক-সবজি সবজি হলেও এখন প্রায় সারা বছরই পাওয়া যায়। এই পালং শাকের রয়েছে অনেক পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা।
পালং শাকের পুষ্টিগুণ ও ১০টি স্বাস্থ্য উপকারিতা
আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন পালন শাকের পুষ্টিগুণ, পালং শাক খাওয়ার নিয়ম, পালক শাকের দশটি স্বাস্থ্য উপকারিতা, গর্ভাবস্থায় পালং শাকের উপকারিতা, ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক পালং শাকের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা।

পেজ সূচীপত্র

পালং শাকের পরিচিতি

পালং শাকের পুষ্টি ও দশটি স্বাস্থ্য উপকারিতা আলোচনায় প্রথমেই জেনে নিব পালং শাকের পরিচিতি সম্পর্কে। পালং শাক এক প্রকার সপুষ্পক উদ্ভিদ। এর পাতাগুলো ডিম্বাকার বা ত্রিভুজাকার ও লম্বা লম্বা হয়ে থাকে।
গাছের গোড়ার দিকের পাতাগুলো অপেক্ষাকৃত মোটা ও বড় হয় উপরের দিকের পাতাগুলো অপেক্ষাকৃত পাতলা ও ছোট সাইজের হয়।
এক নজরে পালং শাক
নাম ঃ পালং শাক (Palong Shak),
পালং শাকের ইংরেজি ঃ Spinach (স্পিনাচ),
বৈজ্ঞানিক নাম ঃ Spinacia oleracea (স্পিনাসিয়া ওলারেসে),
উচ্চতা ঃপালং শাক প্রায় ২৮ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়,
পাতা ঃ পালং শাকের পাতাগুলো প্রায় ২.৩০ সেন্টিমিটার লম্বা ও ১.১৫ সেন্টিমিটার প্রশস্থ হয়,
পালং শাকের রংঃ সবুজ,
প্রথম চাষঃ  মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়া (নেপাল ও চীন)।

পালং শাকের পুষ্টিগুণ

পালং শাকের পুষ্টিগুণ ও ১০টি স্বাস্থ্য উপকারিতা আলোচনায় এখন আমরা আলোচনা করব পালং শাকের পুষ্টিগুণ সম্পর্কে শীতকালে শরীর সুস্থ ও সবল রাখার জন্য প্রয়োজন হয় পুষ্টি সম্পন্ন বিভিন্ন খাদ্যের।
পালং শাক তার মধ্যে একটি। পালং শাক অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি শাক ও সবজি। এর পুষ্টি উপাদান ও পুষ্টিমান নিম্নে উল্লেখ করা হলো।

আরো পড়ুনঃ ফুল কপির পুষ্টিগুণ ও ১০টি স্বাস্থ্য উপকারিতা।

প্রতি ১০০ গ্রাম পালং শাকে রয়েছে -
  • এনার্জি - ২৩ কিলোক্যালারি,
  • শর্করা বা কার্বোহাইড্রেট - ৩.৬ গ্রাম,
  • সুগার - ০.৪ গ্রাম,
  • ফাইবার বা আঁশ - ২.২ গ্রাম,
  • ফ্যাট - ০.৪ গ্রাম,
  • প্রোটিন - ২.২ গ্রাম,
  • ভিটামিন এ সমতুল্য - ৪৬৯ মাইক্রগ্রাম,
  • বিটা ক্যারোটিন - ৫৬২৬ মাইক্রগ্রাম,
  • রুটিন জিয়াক্সানথিন - ১২১৯৮ মাইক্রোগ্রাম,
  • ভিটামিন এ - ৯৪০০ আই ইউ,
  • ফলেট ভিটামিন বি ৯ - ১৯৪ মাইক্রগ্রাম,
  • ভিটামিন বি২ - ০.০৯ মিলিগ্রাম,
  • ভিটামিন সি - ২৮ মিলিগ্রাম,
  • ভিটামিন ই - ২ মিলিগ্রাম,
  • ভিটামিন কে - ৪৮৩ মাইক্রগ্রাম,
  • ক্যালসিয়াম - ৯৯ মিলিগ্রাম,
  • পটাশিয়াম - ২০৭ মিলিগ্রাম,
  • আয়রণ বা লৌহ - ২.৭ মিলিগ্রাম। ইত্যাদি।
  • ভিটামিন কমপ্লেক্স সহ অন্যান্য খাদ্যাপাদন উপাদান।

সুত্রঃ ইউ এস ডি এ ।

পালং শাক খাওয়ার নিয়ম

পালং শাকের পুষ্টিগুণ ও ১০টি স্বাস্থ্য উপকারিতা আলোচনায় এখন আমরা জেনে নেব পালং শাক খাওয়ার নিয়ম সম্পর্কে। গবেষকদের গবেষণা লব্ধ ফলাফল বিশ্লেষণে জানা গেছে পালং শাক মাইক্রোওয়েভ ওভেনে গরম করলেও লুটেইন কমে যায়।

আরো পড়ুনঃ নিমপাতা ব্যবহারের উপকারিতা গুলো কি কি?

পুষ্টিমান অক্ষুন্ন রাখার জন্য পালং শাক রান্না না করে খাওয়ার জন্য গবেষকরা পরামর্শ দিয়েছেন। পালং শাক খাওয়ার নিয়ম গুলো নিম্নরূপ -
  • আমাদের দেশে প্রচলিত নিয়ম হলো পালং শাক রান্না করে খাওয়া।
  • স্মুদি তৈরি করে দুধের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে।
  • সালাদ বানিয়ে ক্রিম মিশিয়ে খাওয়া যেতে পারে।
  • পালং শাক  জুস করেও করা যায়।
  • কুচি কুচি করে কেঁটে দইয়ের সঙ্গে মিশিয়েও  খাওয়া যেতে পারে।

পালং শাকের উপকারিতা সমূহ

পালং শাকের পুষ্টিগুণ ও ১০টি স্বাস্থ্য উপকারিতা আলোচনার এ অংশে আমরা আলোচনা করব পালং শাকের উপকারিতা সমুহ সম্পর্কে। আমরা আগের আলোচনায় জেনেছি পালং শাক অত্যন্ত পুষ্টিগুণ ও পুষ্টিমান সম্পন্ন একটি শাক জাতীয় সবজি।

পালং শাকের উপকারিতা সমূহ
পালং শাক দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু আবার এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। শরীরের অসুস্থতা দূর করে শরীরকে চাঙ্গা রাখার জন্য  পালং শাকের জুড়ি মেলা ভার। পালং শাকের স্বাস্থ্য উপকারিতা গুলো ধারাবাহিক নিম্নে আলোচনা করা হলো।

পালং শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

পালং শাকের পুষ্টিগুণ ও ১০টি স্বাস্থ্য উপকারিতা আলোচনার এ পর্যায়ে আমরা জানবো পালং শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সে সম্পর্কে। পালং শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন পুষ্টি উপাদান।

আরো পড়ুনঃ শিমুলের মূল খাওয়ার উপকারিতা কি?

বিশেষ করে ভিটামিন সি, বিটা ক্যারোটিন ও এন্টিঅক্সিডেন্ট। যেগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীরকে রাখে সুস্থ ও সবল।

পালন শাক ত্বক ও চুলের জন্য উপকারী

পালং শাকের পুষ্টিগুণ ও ১০টি স্বাস্থ্য উপকারিতা আলোচনায় এখন আমরা আলোচনা করব পালং শাক খেলে ত্বক ও চুল ভালো থাকে সে সম্পর্কে।

আরো পড়ুনঃ রসুনের উপকারিতা ও পুষ্টিগুণ।

এ শাকে বিদ্যমান ভিটামিন ই ও এন্টি অক্সিডেন্ট যেগুলো ত্বকের বিভিন্ন রকম দাগ দূর করে এবং চুল লম্বা, ঘন, কালো করে ও চুল পড়া রোধ করে।

পালং শাক ক্যান্সার প্রতিরোধের সহায়তা করে

একটি গবেষণার ফল বিশ্লেষণে করে দেখা গেছে পালং শাকে ১০টিরও বেশি বিভিন্ন ধরনের ফ্ল্যাভোনয়েড রয়েছে, যেগুলো ক্যান্সারসহ

আরো পড়ুনঃ মধুর পুষ্টিগুণ খাওয়ার নিয়ম ও উপকারিতা।

বিভিন্ন জটিল রোগের বিরুদ্ধে কাজ করে। ফলে ক্যান্সার কোষের বৃদ্ধিতে বাধা প্রদান করে ও ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।

পালং শাক চোখের জন্য ভালো 

আমরা জানি সকল প্রকার সবুজ শাক-সবজিতে পর্যাপ্ত পরিমাণে চোখের উপকারী ভিটামিন থাকে। পালং  শাক তার ব্যতিক্রম নয়। পালং শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণে

পালং শাক চোখের জন্য ভালো
ভিটামিন এ,  বিটা ক্যারোটিন, লিউটিন ও অ্যাটিঅক্সিডেন্ট যেগুলো আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখে ও চোখের ছানি পড়ার প্রবনতা কমে এবং চোখের দৃষ্টি ঠিক রাখে।

দেহের ওজন কমাতে সহায়তা করে

পালং শাকের পুষ্টিগুণ ও ১০টি স্বাস্থ্য উপকারিতা আলোচনায় এখন আমরা আলোচনা করব দেহের ওজন কমাতে সহায়তা করে পালং শাক সম্পর্কে। শরীরের ওজন বাড়ার জন্য যে উপাদানগুলো মূখ্য ভূমিকা রাখে সেই উপাদানগুলো

পালং শাকে একেবারেই কম রয়েছে (যেমন ক্যালরি, কার্বোহাইড্রেট, সুগার, ফ্যাট) এই উপাদানগুলো কম থাকার কারণে পর্যাপ্ত পরিমাণে পালং শাক খেলেও দেহে ওজন বাড়ে না। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

হাড় দাঁত ও মাড়ির জন্য  উপকারী

পালং শাকের পুষ্টিগুণ ও ১০টি স্বাস্থ্য উপকারিতা সমূহের মধ্যে একটি অন্যতম উপকারিতা হলো হাড় দাঁত ও মাড়ির জন্য উপকারী এই শাক। এই শাকে রয়েছে হাড় ও দাঁত গঠনে বিভিন্ন পুষ্টির উপাদান।
এই শাকে বিদ্যমান ভিটামিন সি, ক্যালসিয়াম ও ফ্লোরাইড হাড়, দাঁত ও মাড়ির গঠনে সহায়ক ভূমিকা পালন করে। পালং শাকে বিদ্যমান ভিটামিন বি কমপ্লেক্স মুখের ক্ষত নিরাময়ের সহায়তা করে।

পালং শাক কোষ্ঠকাঠিন্য দূর করে

যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা বিভিন্ন রকমের অস্বস্তিতে ভুগে থাকেন। বিভিন্ন সময়ে বিভিন্ন খাদ্য খানা খেতে ইচ্ছে করলেও কোষ্ঠকাঠিন্যের ভয় খেতে পারেন না।

তারা যদি ফাইবার যুক্ত পালং শাক নিয়মিত ও পরিমান মত প্রতিদিন খান তাহলে কষ্ট্য-কাঠিন্য দূর হয় এবং মল ত্যাগ সহজ হয়।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে 

পালং শাকের পুষ্টিগুণ ও ১০টি স্বাস্থ্য উপকারিতা আলোচনার এ পর্যায়ে আমরা আলোচনা করব পালং শাক ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে সহায়তা করে সে সম্পর্কে। পালং শাকে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে।

এই ম্যাগনেসিয়ামই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সহযোগিতা করে। সেজন্য এ শাক নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।

গর্ভবতী মায়ের জন্য উপকারী 

গর্ভস্থ শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়তা করে পালং শাকে বিদ্যমান বিভিন্ন পুষ্টি উপাদান। যে সমস্ত গর্ভবতী মায়েরা রক্তস্বল্পতায় ভুগছেন তারা খেতে পারেন।

এ শাকে বিদ্যমান ক্যালসিয়াম ও আয়রন গর্ভবতী মায়ের ও গর্ভের বাচ্চার জন্য অনেক উপকারী। নিয়মিত পালং শাক খেলে রক্তস্বল্পতা দূর হয় শরীর সুস্থ থাকে।

শরীরের বাত ব্যথা দূর করে

প্রাপ্তবয়স্ক ঘন সবুজ পালং শাকের পাতায় উচ্চমাত্রার ক্লোরোফিল থাকার কারণে এতে ক্যারোটিনয়েড বিদ্যমান। আর এ ক্যারোটিনয়েডই আমাদের শরীরের বাত-ব্যথা দূর করতে সহায়তা করে। সেজন্য প্রতিদিন পরিমিত পরিমাণে পালং শাক গ্রহন করুন ব্যথা মুক্ত জীবন গড়ুন।

উপসংহার

প্রিয় পাঠক বৃন্দ আজকের এই আর্টিকেলটি পড়ে পালং শাকের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। আমাদের দৈনন্দিন আদর্শ খাদ্য তালিকা তৈরিতে কোন কোন শাক-সবজি থাকা প্রয়োজন, এর মধ্যে পালং শাক অন্যতম।
আশা করি অন্যদের জানার জন্য এই আর্টিকেলটি শেয়ার করে দিবেন। এরকম আরো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url