২০২৪ সালের সরকারি ছুটির তালিকা সমূহ
২০২৪ সালের সরকারি ছুটির তালিকা সমূহ আজকের আর্টিকেলের আলোচ্য বিষয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার অনুমোদনক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ইংরেজি ২০২৪ সালের ছুটির তালিকা সমূহ প্রকাশ করা হয়েছে। সাধারণ ছুটি ২২ দিন তার মধ্যে সাপ্তাহিক ছুটি শুক্রবার পড়েছে দুই দিন। এই আর্টিকেলটি পুরোপুরি পড়লে আপনি সরকারি ছুটির তালিকা সমূহ জানতে পারবেন।
বিভিন্ন জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ দিবস হিসেবে সাধারণ ছুটি ১৪ দিন এবং বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবের নির্বাহী বলে ৮ দিন ছুটি রাখা হয়েছে। নিজ নিজ ধর্ম অনুযায়ী একজন কর্মচারীকে সর্বোচ্চ ৩ দিনের ঐচ্ছিক ছুটি পালনের অনুমতি প্রদান করা হয়েছে।
পেজ সূচীপত্র
২০২৪ সালের সাধারণ ছুটির তালিকা সমূহ
২০২৪ সালের সরকারি ছুটির তালিকা সমূহে সাধারণ ছুটি হিসেবে ১৪ দিন ছুটি পড়েছে। এই ১৪ দিনের তালিকা নিম্নে প্রদান করা হলো যেগুলো আপনাদের কর্মপরিকল্পনা তৈরি করতে সহায়ক হবে।
- ২১ শে ফেব্রুয়ারি - বুধবার - শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
- ১৭ ই মার্চ - রবিবার - জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস।
- ২৬ শে মার্চ - মঙ্গলবার - স্বাধীনতা ও জাতীয় দিবস।
- ৫ ই এপ্রিল - শুক্রবার - জামাতুল বিদা।
- ১১ই এপ্রিল - বৃহস্পতিবার - ঈদুল ফিতর ( চাঁদ দেখার উপর নির্ভরশীল )
- ১ মে - বুদবার - মে দিবস বা শ্রমিক দিবস।
আরো পড়ুনঃ টাফনিল এর কাজ খাওয়ার নিয়ম ও সতর্কতা
- ২২ মে - বুধবার - বুদ্ধ পূর্ণিমা (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ১৭ ই জুন - সোমবার - ঈদুল আযহা (চাঁদ দেখার উপর নির্ভরশীল)
- ১৫ ই আগস্ট - বৃহস্প্তিবার - জাতীয় শোক দিবস।
- ২৬ শে আগস্ট - সোমবার - জন্মাষ্টমী (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ১৬ ই সেপ্টেম্বর - সোমবার - ঈদে মিলাদুন্নবী (সাঃ) (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ১৩ ই অক্টোবর - রবিবার - দুর্গাপূজা (বিজয়া দশমী)।
- ১৬ ই ডিসেম্বর - সোমবার - বিজয় দিবস।
- ২৫ শে ডিসেম্বর - বুধবার - বড়দিন বা যীশু খ্রীষ্টের জন্মদিন।
২০২৪ সালের নির্বাহী আদেশে ছুটির তালিকা সমুহ
২০২৪ সালের সরকারি ছুটির তালিকা সমূহে নির্বাহী আদেশে সরকারি ছুটির তালিকা সমূহ জানুন। এই তালিকায় সরকারি ছুটি পড়েছে ৮ দিন। সেই আট দিনের নাম ও তারিখ নিম্নে উল্লেখ করা হলো। এই ছুটির তালিকা দেখে আপনারা আপনাদের কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে পারবেন।
- ২৬ শে ফেব্রুয়ারি - সোমবার - শবে বরাত (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ৭ ই এপ্রিল - রবিবার - শবে কদর (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ১০ ও ১২ ই এপ্রিল - বুধবার, শুক্রবার - ঈদুল ফিতরের আগের ও পরের দিন (২দিন) (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ১৪ ই এপ্রিল - রবিবার - বাংলা নববর্ষ।
- ১৬ ও ১৮ ই জুন - রবিবার, মঙ্গলবার - ঈদুল আযহার আগের ও পরের দিন (২ দিন) (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ১৭ ই জুলাই - বুধবার - পবিত্র আশুরা (১০ই মহররম) (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
২০২৪ সালের মুসলিম পর্বের ঐচ্ছিক ছুটির তালিকা সমূহ
২০২৪ সালের সরকারি ছুটির তালিকা সমূহে মুসলিম পর্বের ঐচ্ছিক ছুটি যোগ হয়েছে এই ৫ দিন। তারিখসহ নিম্নে এই ৫ দিন উল্লেখ করা হলো, যা আপনার বাস্তব জীবনে কর্ম পরিকল্পনায় সহায়ক হবে।
আরো পড়ুনঃ বিটরুট খাওয়ার উপকারিতা ও নিয়ম
- ৯ই ফেব্রুয়ারি - শুক্রবার - সবে মেরাজ (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ১৩ ই এপ্রিল - শনিবার - ঈদুল ফিতরের তৃতীয় দিন (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ১৯ শে জুন - বুধবার - ঈদুল আযহার তৃতীয় দিন (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ৪ঠা সেপ্টেম্বর - বুধবার- আখেরি চাহার সোম্বা (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ১৫ অক্টোবর - মঙ্গলবার - ফাতেহা ইয়াজ দাহাম (চাঁদে দেখার উপর নির্ভরশীল)।
২০২৪ সালের হিন্দু পর্বের ঐচ্ছিক ছুটির তালিকা সমূহ
২০২৪ সালের সরকারি ছুটির তালিকা সমূহে হিন্দু পর্বের ঐচ্ছিক ছুটির তালিকায় যুক্ত হয়েছে ৯ দিন। দিন তারিখ সহ নিম্নে এই নয়দিনের তালিকা উল্লেখ করা হলো।
- ১৪ই ফেব্রুয়ারি - বুধবার - সরস্বতী পূজা।
- ৮ই মার্চ - শুক্রবার - শিবরাত্রি ব্রত।
আরো পড়ুনঃ শিমুলের মূল খাওয়ার উপকারিতা কি
- ২৫ শে মার্চ - সোমবার - দোলযাত্রা।
- ৬ই এপ্রিল - শনিবার - চাঁদ ঠাকুরের আবির্ভাব।
- ২ই অক্টোবর - বুধবার - মহালয়া।
- ১১ ও ১২ অক্টোবর - শুক্রবার, শনিবার - দুর্গাপূজা (অষ্টমী ও নবম)।
- ১৬ অক্টোবর - বুধবার - লক্ষী পূজা।
- ৩১ অক্টোবর - বৃহস্পতিবার - শ্যামা পূজা।
২০২৪ সালের খ্রিস্টান ধর্মের ঐচ্ছিক ছুটি তালিকা সমূহ
২০২৪ সালের সরকারি ছুটির তালিকা সমূহে যুক্ত হয়েছে খ্রিস্টান ধর্মের ঐচ্ছিক ছুটির ৮ দিন। নিম্নে এই আট দিনের তারিখসহ তালিকা প্রদান করা হলো।
- ১ জানুয়ারি - সোমবার - ইংরেজি নববর্ষ।
- ১৪ই ফেব্রুয়ারি - বুধবার - ভস্ম বুধবার।
আরো পড়ুনঃ স্মার্টফোন কেনার সময় ১৩ টি খেয়াল রাখতে হবে
- ২৮ মার্চ - বৃহস্পতিবার - পূর্ণ বৃহস্পতিবার।
- ২৯ মার্চ - শুক্রবার - পূর্ণ শুক্রবার।
- ৩০ মার্চ - শনিবার - পূর্ণ শনিবার।
- ৩১ মার্চ - রবিবার - ইস্টার্ন সানডে।
- ২৪ ও ২৬ ডিসেম্বর - মঙ্গলবার, বৃহস্পতিবার - যিশু খ্রিস্টের জন্ম উৎসব (বড় দিনের আগের ও পরের দিন)।
২০২৪ সালের বৌদ্ধ ধর্মের ঐচ্ছিক ছুটির তালিকা সমুহ
২০২৪ সালের সরকারি ছুটির তালিকা সমূহে বৌদ্ধধর্মের ঐচ্ছিক ছুটি পড়েছে ৫ দিন। নিম্নে এই পাঁচ দিনের দিন তারিখসহ তালিকা প্রদান করা হলো।
- ১৩ই ফেব্রুয়ারি - মঙ্গলবার - মাঘী পূর্ণিমা (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ১৩ ই এপ্রিল - শনিবার - চৌত্র সংক্রান্তি।
- ২০ শে জুলাই - শনিবার - আষাঢ়ই পূর্ণিমা (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ১৬ই সেপ্টেম্বর - সোমবার - মধু পূর্ণিমা (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ১৬ই অক্টোবর - বুধবার - প্রাবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)।
২০২৪ সালের নৃ-গোষ্ঠী পর্বের ঐচ্ছিক ছুটির তালিকা
২০২৪ সালের সরকারি ছুটির তালিকা সমূহ আলোচনায় দেখা যাচ্ছে যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পর্বের ঐচ্ছিক ছুটি প্ড়েছে দুই দিন। নৃ-গোষ্ঠী তথা পার্বত্য চট্টগ্রাম ও এর বাহিরে ক্ষুদ্র
আরো পড়ুনঃ ডুমুরের পুষ্টিগুণ ও খাওয়ার উপকারিতা
নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে ১২ (শুক্রবার) ও ১৫ (সোমবার) এপ্রিল বৈসাবি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনুরূপ সামাজিক উৎসব।
লেখক এর কথা
সরকারি ভাবে প্রকাশিত ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা সমূহ শুধু সরকারি কর্মচারীদের জন্যই নয় বরং বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্ষপঞ্জি দেখে আমরা সারা বছরের কর্ম পরিকল্পনা ঠিক করে থাকি। আমরা যখন কোন সামাজিক বা পারিবারিক অনুষ্ঠান করতে চাই আগেই দেখি সরকারি ছুটি আছে কি না।
আশা করি আজকের সরকারি ছুটি বিষয়ক আর্টিকেলটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ২০২৪ ইংরেজি সালের ছুটির তালিকা সমুহ জানতে পেরেছেন। এরকম আরো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url