২০২৫ সালের সরকারি ছুটির তালিকা

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা নিয়ে আজকের আর্টিকেলটি লেখা। ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ ইংরেজি সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়ন, যা ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের সরকারি সাধারণ ছুটি ১২ দিন ও নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। তবে ১২ দিনের সাধারণ ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি পড়েছে ৫ দিন এবং নির্বাহী আদেশে ১৪ দিনের ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি পড়েছে ৪ দিন।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকাঅন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলির অনুমোদন ক্রমে দেশবাসীকে উৎসব উদযাপন করার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার পাশাপাশি যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে ২০২৫ সাল থেকে প্রথমবারের মতো ঈদের ছুটি ৫ দিন ও দুর্গাপূজার ছুটি ২ দিন করা হয়েছে। উল্লেখ্য যে, ২৮ মার্চ জুমাতুল বিদা, ২৮ মার্চ শব-ই-কদর ও ২৮ মার্চ শুক্রবার এই তিনটি সরকারি ছুটি একদিনে পড়েছে। একজন কর্মচারীকে নিজ নিজ ধর্ম অনুযায়ী সর্বোচ্চ তিন দিনের ঐচ্ছিক ছুটি পালনের অনুমতি দেওয়া হয়েছে।

পেজ সুচিপত্র

২০২৫ সালের ছুটির তালিকা

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের পর সব সরকারি ও আধা-সরকারি অফিস, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত এবং আধা-সরকারি সংস্থার ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। এই তালিকায় রয়েছে -

  • বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সাধারণ ছুটি ১২ দিন।
  • নির্বাহী আদেশে সরকারি ছুটির ১৪ দিন।
  • মুসলিমদের জন্য ঐচ্ছিক ছুটি ৫ দিন।
  • হিন্দুদের ঐচ্ছিক ছুটি ৯ দিন।
  • খ্রিস্টানদের ঐচ্ছিক ছুটি ৮ দিন।
  • বৌদ্ধদের ঐচ্ছিক ছুটি ৭ দিন।
  • পার্বত্য চট্টগ্রাম ও এর বাইরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ঐচ্ছিক ছুটি ২ দিন।

২০২৫ সালের সাধারণ ছুটির তালিকা

২০২৫ সালের সরকারি ছুটির তালিকায় জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে মোট ১২ দিন সাধারণ ছুটি রাখা হয়েছে। দিন-তারিখসহ নিম্নে সাধারণ ছুটিগুলো উল্লেখ করা হলো, যা দেখে আপনারা আপনাদের কর্মপরিকল্পনা তৈরি করতে পারবেন।

আরো পড়ুন ঃ ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা।

  • ২১ ফেব্রুয়ারি - শুক্রবার - শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
  • ২৬ মার্চ - বুধবার - স্বাধীনতা ও জাতীয় দিবস।
  • ২৮ মার্চ - শুক্রবার - জমাতুল বিদা।
  • ৩১ মার্চ - সোমবার - ঈদ-উল-ফিতর।*
  • ১ মে - বৃহস্পতিবার - মে দিবস।
  • ১১ মে - রবিবার - বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)।*
  • ৭ জুন - শনিবার - ঈদ-উল-আযহা।
  • ১৬ আগস্ট - শনিবার - জন্মাষ্টমী।
  • ৫ সেপ্টেম্বর - শুক্রবার - ঈদ-ই-মিলাদুন্নবী (সা ঃ)।*
  • ২ অক্টোবর - বৃহস্পতিবার - দুর্গাপূজা (বিজয়া দশমী)।
  • ১৬ ডিসেম্বর - মঙ্গলবার - বিজয় দিবস।
  • ২৫ ডিসেম্বর - বৃহস্পতিবার - বড়দিন (যিশু খ্রিস্টের জন্মদিন)।

* তারকা চিহ্নিত দিন-তারিখগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল।

২০২৫ সালের নির্বাহী আদেশে সরকারি ছুটি

২০২৫ সালের সরকারি ছুটির তালিকায় বাংলা নববর্ষ সহ বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষ্যে মোট ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি রাখা হয়েছে। এই ছুটিগুলোর দিন-তারিখ ও উৎসবের নাম নিম্নে উল্লেখ করা হলো।

আরো পড়ুন ঃ বিজয়ের মাস ডিসেম্বর ১৯৭১

  • ১৫ ফেব্রুয়ারি - শনিবার - শব-ই-বরাত।*
  • ২৮ মার্চ - শুক্রবার - শব-ই-কদর।*
  • ২৯-৩০ মার্চ ও ১-২ এপ্রিল - ঈদ-উল-ফিতর (ঈদের আগের ২ দিন এবং ঈদের পরের ২ দিন)।*
  • ১৪ এপ্রিল - সোমবার - বাংলা নববর্ষ।
  • ৫-৬ জুন ও ৮-১০ জুন - ঈদ-উল-আযহা (ঈদের আগের ২ দিন ও ঈদের পরের ৩ দিন)।*
  • ৬ জুলাই - রবিবার - পবিত্র আশুরা।*
  • ১ অক্টোবর - বুধবার - দুর্গাপূজা (নবমী)।

* তারকা চিহ্নিত দিন-তারিখগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল।

২০২৫ সালের মুসলিম পর্বের ঐচ্ছিক ছুটি

২০২৫ সালের সরকারি ছুটির তালিকায় মুসলিম পর্বের ঐচ্ছিক ছুটি হিসেবে পাঁচ দিন ছুটি রাখা হয়েছে। এই ছুটিগুলো নিজ নিজ প্রতিষ্ঠান, সংস্থা ও অফিস কর্তৃক নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে প্রদান করতে পারবে। এই ছুটির দিন-তারিখ ও পর্বের নাম নিম্নরূপ-

আরো পড়ুন ঃ  কোরবানি পশু কেমন হওয়া উচিত।

  • ১৮ জানুয়ারি - শনিবার - শব-ই-মেরাজ।*
  • ৩ এপ্রিল - বৃহস্পতিবার - ঈদ-উল-ফিতর এর তৃতীয় দিন।*
  • ১১ জুন - বুধবার - ঈদ-উল-আযহার চতুর্থ দিন।*
  • ২০ আগস্ট - বুধবার - আখেরি চাহার সোম্বা।*
  • ৪ অক্টোবর - শনিবার - ফাতেহা-ই-ইয়াজদাহম।*

* তারকা চিহ্নিত দিন-তারিখগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল।

২০২৫ সালের হিন্দু পর্বের ঐচ্ছিক ছুটি

২০২৫ সালের সরকারি ছুটির তালিকায় হিন্দু পর্বের ঐচ্ছিক ছুটি পড়েছে ৯ দিন। সরকারি নিয়ম-কানুন মেনে নিজ নিজ প্রতিষ্ঠান, সংস্থা ও অফিস নিজস্ব নিয়ম-নীতি অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এই ছুটি প্রদান করতে পারবেন। হিন্দু পর্বের ঐকিক ছুটির দিন-তারিখ ও পর্বের নাম নিম্নে উল্লেখ করা হলো।

আরো পড়ুন ঃ মহরমের তাৎপর্য ও আশুরার মাহাত্ম্য

  • ৩ ফেব্রুয়ারি - সোমবার - সরস্বতী পূজা।
  • ২৬ ফেব্রুয়ারি - বুধবার - শিবরাত্রি ব্রত।
  • ১৪ মার্চ - শুক্রবার - দোলযাত্রা।
  • ২৭ মার্চ - বৃহস্পতিবার - হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব।
  • ২১ সেপ্টেম্বর - রবিবার - মহালয়।
  • ২৯ ও ৩০ সেপ্টেম্বর - দুর্গাপূজা (অষ্টমী ও নবমী)।
  • ৬ অক্টোবর - সোমবার - লক্ষী পূজা।
  • ২০ অক্টোবর - সোমবার - শ্যামা পূজা।

২০২৫ সালের খ্রিস্টান ধর্মের ঐচ্ছিক ছুটি

২০২৫ সালের সরকারি ছুটির তালিকায় খ্রিস্টান ধর্মের ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে ৮ দিন। সরকারি নিয়ম-কানুন মেনে নিজ নিজ প্রতিষ্ঠান, অফিস, সংস্থার নিজস্ব নিয়ম-নীতি অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এই ছুটি ভোগ করতে পারবেন খ্রিস্টান ধর্মের ঐচ্ছিক ছুটির দিন-তারিখ ও পর্বের নাম নিম্নে উল্লেখ করা হলো।

আরো পড়ুন ঃ মোনাস ১০ এর কাজ খাওয়ার নিয়ম ও সতর্কতা

  • ১ জানুয়ারি - বুধবার - ইংরেজি নববর্ষ।
  • ৫ মার্চ - বুধবার - ভস্ম বুধবার।
  • ১৭ এপ্রিল - বৃহস্পতিবার - পূণ্য বৃহস্পতিবার।
  • ১৮ এপ্রিল - শুক্রবার - পূণ্য শুক্রবার।
  • ১৯ এপ্রিল - শনিবার - পূণ্য শনিবার।
  • ২০ এপ্রিল  রবিবার -ইস্টার সানডে। 
  • ২৪ ও ২৬ ডিসেম্বর - যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগের ও পরের দিন)।

২০২৫ সালের বৌদ্ধ ধর্মের ঐচ্ছিক ছুটি

২০২৫ সালের সরকারি ছুটির তালিকায় বৌদ্ধ ধর্ম অবলম্বনকারীদের জন্য ৭ দিন ঐচ্চিক ছুটি রাখা হয়েছে। এই ছুটিগুলো নিজ নিজ প্রতিষ্ঠান সরকারি নিয়ম নীতি মেনে নিজস্ব প্রতিষ্ঠান, সংস্থা ও অফিসের আইন অনুযায়ী ভোগ করতে পারবেন। নিম্নে এই ছুটিগুলোর দিন-তারিখ ও পর্বের নাম উল্লেখ করা হলো 

  • ২১ ফেব্রুয়ারি - শুক্রবার - মাঘি পূর্ণিমা।*
  • ১৩ এপ্রিল - রবিবার - চৈত্র সংক্রান্তি।
  • ১০ ও ১২ মে - বুদ্ধ পূর্ণিমা (বুদ্ধ পূর্ণিমার আগের ও পরের দিন)।
  • ৯ জুলাই - রবিবার - আষাঢ়ি পূর্ণিমা।*
  • ৬ সেপ্টেম্বর - শনিবার - মধু পূর্ণিমা।*
  • ৫ অক্টোবর - রবিবার - প্রবারণা পূর্ণিমা।*

* তারকা চিহ্নিত দিন-তারিখগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল।

২০২৫ সালের নৃ-গোষ্ঠি পর্বের ঐচ্ছিক ছুটি

২০২৫ সালের সরকারি ছুটির তালিকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পর্বের জন্য ২ দিন ছুটি রাখা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাহিরে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য এই ছুটিগুলো প্রযোজ্য। ছুটির দিন-তারিখ ও উৎসব নিম্নরূপ - 

  • ১২ এপ্রিল - শনিবার - বৈসাবি।
  • ১৫ এপ্রিল - মঙ্গলবার - পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক উৎসব।

উপসংহার

প্রিয় পাঠক বৃন্দ, সরকারিভাবে প্রকাশিত ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা সম্পর্কিত আজকের আর্টিকেলটি পড়ে আপনারা সারা বছরের সরকারি ছুটির তালিকা জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন বলে আমার বিশ্বাস। সরকারি ছুটির তালিকা সর্বস্তরের জনসাধারণের জন্য একটি গুরুত্বের বিষয়।

আমরা সকলেই যখনই কোন উৎসবের দিন-তারিখ দেখার প্রয়োজন মনে করি তখনই প্রথমেই সরকারি ছুটির তালিকা বের করি। এরকম আরো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। "শুভ নববর্ষ ২০২৫"। সবাই ভালো থাকবেন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url