শীতে পিঠা-পুলির উৎসব সহজেই তৈরি করুন ১২ পিঠা

শীতে পিঠা-পুলির উৎসব সহজেই তৈরি করুন ১২ পিঠা এগুলো সম্পর্কে আজকে আর্টিকেলটি লেখা। প্রাচীনকাল থেকেই এই উপমহাদেশে জনপ্রিয় উৎসব হিসেবে আছে পিঠা-পুলির উৎসব। হেমন্তের শেষ ভাগে নতুন ধান উঠা আর শুরুতে খেজুরের রস আসার সাথে সাথেই তৈরি হয় পিঠা তৈরীর প্রস্তুতি। আর শীতকাল জুড়ে চলে এই পিঠা-পুনির উৎসব। শীতের সাথে পাল্লা দিয়ে মা-দাদিদের পিঠা তৈরির ধুম পড়ে যায়।
শীতে পিঠা-পুলির উৎসব সহজেই তৈরি করুন ১২ পিঠা
পিঠা শুধু একটি মিষ্টান্ন খাদ্যই নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির একটা অংশও ঘটে। সারা বছর ধরেই বিভিন্ন রকমের পিঠা খাওয়া হলেও শীতকালে গ্রামবাংলার ঘরে ঘরে পিঠা-পুলির তৈরীর উৎসব দেখা যায়। শীতের মধ্যে বাঙ্গালীদের আরেকটি রেওয়াজ হল জামাই-বিটিসহ অন্যান্য আত্মীয়-স্বজনদের দাওয়াত করে হরেক রকম পিঠা খাওয়ানো। আর্টিকেলটি পড়ে জেনে নিন নানান রকমের পিঠার নাম ও প্রস্তুত প্রণালী।
পেজ সুচিপত্র

১.ভাপা পিঠা / ধুপি পিঠা

শীতে পিঠা-পুলির উৎসব সহজেই তৈরি করুন ১২ পিঠা। এই পিঠা তৈরীর মধ্যে প্রথমেই আমরা জেনে নেব ভাপা পিঠা তৈরি করার উপায় সম্পর্কে। গ্রাম বাংলার জনপ্রিয় পিঠা হলো ভাপা পিঠা। অনেক এলাকাতেই এই পিঠা ধুপি পিঠা নামে পরিচিত। গ্রামে বড় বড়  করে তৈরি করা হয় ধুপি পিঠা।
ভাপা পিঠা / ধুপি পিঠা
ধুপি পিঠাগুলো চাউলের আটা পানি দিয়ে হালকা করে মাখিয়ে পরিষ্কার কাপড়ে করে কলসের মুখে জলীয় বাষ্প বা পানির ভাপ দিয়ে সিদ্ধ করে তৈরি করা হয়। এই পিঠা তৈরির আরো কিছু উপকরণের নাম নিম্নে দেওয়া হল -
  • চাউলের আটা,
  • হালকা লবণ,
  • নারিকেল,
  • খেজুরের গুড়,
  • এক টুকরো পরিষ্কার কাপড়।

২.চিতই পিঠা

শীতে পিঠা-পুলির উৎসব সহজেই তৈরি করুন ১২ পিঠা এই পিঠা গুলোর মধ্যে এখন আমরা আলোচনা করব চিতই পিঠা সম্পর্কে। এ পিঠা খেতেও বেশ মজা। তৈরি করার জন্য যা প্রয়োজন হয়, তাহলো চালের আটা পানির সাথে মিশিয়ে পাতলা করে গরম কড়াইয়ে বা তাওয়া বা

আরও পড়ুন ঃ শীতে ত্বকের যত্নে মেনে চলুন ১৪ টি ঘরোয়া নিয়ম।

মাটির থাইলাতে পাতলা করে তৈরি করতে হয় এই পিঠ। মরিচ-পেঁয়াজের তাটনি, ভর্তা অথবা মাংসের তরকারি দিয়ে খাওয়া যায় এই পিঠা। এ পিঠাগুলো খেজুরের পাতলা গুড়, দুধ, নারকেল ও অন্যান্য মসলা দিয়ে সন্ধ্যায় ভিজিয়ে সকালে খাওয়া হয়। চিতই পিঠার অন্যান্য নাম হলো 

  • রস পিঠা,
  • দুধ চিতই। ইত্যাদি।

৩.সাতফুতি পিঠা

শীতে পিঠা-পুলির উৎসব সহজেই তৈরি করুন ১২ পিঠা। এই পিঠাগুলোর মধ্যে এখন আমরা আলোচনা করব সাতফুতি পিঠা সম্পর্কে। সত্যিকার অর্থে সাতফুতি পিঠা আর চিতই পিঠা প্রায় একই রকমের। চিতই পিঠাগুলো একটা করে বড় আকার তৈরি করা হয়। সাতফুতি পিঠাগুলো খেতেও বেশ মজা

আরও পড়ুন ঃ শীতে পা ও পায়ের গোড়ালি ফাটার কারণ এবং প্রতিকারের ১৪ টি উপায়।

অপরদিকে সাতটা করে একবারে তাওয়াতে তৈরি করা হয় সাতফুতি পিঠা। এই পিঠাগুলো চালের আটা পানিতে গুলিয়ে গরম তাওয়ায় সাতটা করে একবারে তৈরি করা হয়। এই পিঠাগুলো খেজুর রসের সাথে দুধ, নারকেল ও অন্যান্য মসলা দিয়ে ভিজিয়ে খাওয়া হয় আবার তরকারি দিয়েও খাওয়া যায়।

৪.কুশলি পিঠা

শীতে পিঠা-পুলির উৎসব সহজেই তৈরি করুন ১২ পিঠা। এই পিঠাগুলোর মধ্যে এখন আমরা আলোচনা করব কুশলি পিঠা সম্পর্কে। এই পিঠাগুলো তৈরির মূল উপকরণ হলো চালের আটা।
কুশলি পিঠা
চালের আটা দিয়ে রুটির তৈরি করে ছোট ছোট করে কেটে এর মধ্যে আলু, ভাজি, তরকারি, ঝাল, ইত্যাদি দিয়ে দুই মাথা একত্রে মুড়িয়ে তৈরি করে কড়াইতে তেলে ভেঁজে বানানো হয় খুশলি পিঠা। কুশলি পিঠাগুলোর বিভিন্ন নাম রয়েছে। যেমন -
  • ঝাল কুশলি পিঠা,
  • হালুয়া খুশলি পিঠা,
  • ভাজি কূশলি পিঠা,
  • ক্ষীর খুশলি পিঠা। ইত্যাদি।

৫.পাটিসাপটা পিঠা

শীতে পিঠা-পুলির উৎসব সহজেই তৈরি করুন ১২ পিঠা। এই পিঠাগুলোর মধ্যে এখন আমরা আলোচনা করব পার্টিসাপটা পিঠা সম্পর্কে। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু।

আরও পড়ুন ঃ ঠান্ডায় মাথা ব্যথা হলে করণীয় ১৬ টি টিপস।

এই পিঠা তৈরি করার জন্য অনেকগুলো উপকরণ একসঙ্গে পানিতে মিশিয়ে গরম কড়াইতে তেল দিয়ে পাটির মতো জড়িয়ে জড়িয়ে তৈরি করা হয়। এই পিঠা তৈরীর উপকরণগুলো নিম্নরূপ -

পাটিসাপটা পিঠা
  • চালের আটা,
  • ময়দা,
  • খেজুরের গুড় বা চিনি 
  • নারকেল,
  • সুজি,
  • দুধ,
  • ক্ষীর,
  • ঘি,
  • লবণ,
  • ভাঁজার জন্য সয়াবিন তেল। ইত্যাদি।

৬.পুলি পিঠা

শীতে পিঠা-পুলির উৎসব সহজেই তৈরি করুন ১২ পিঠা। এই পিঠাগুলোর মধ্যে এখন আমরা আলোচনা করব পুলি পিঠা সম্পর্কে। পুলি পিঠা ও কুশলি পিঠা মূলত একই পিঠা। পিঠা তৈরীর একটু ভিন্নতার কারণে এর নামের ও ভিন্নতা রয়েছে।
পুলি পিঠা
দু'রকম পিঠাই তৈরি করা হয় একই নিয়মে। পুলি পিঠার মধ্যে দেওয়া হয় হালুয়া, নারকেল, ক্ষীর ইত্যাদি। এভাবে তৈরি করার পরে তেলে ভেজে খেজুরের রস, দুধ, নারকেল ও  বিভিন্ন রকম মসলা মিশিয়ে ভিজিয়ে রাখা হয়। পুলি পিঠার বিভিন্ন নাম রযছে। যেমন - 

আরও পড়ুন ঃ শীতকালে ঘন ঘন ক্ষুধা লাগে যে ৮ কারণে ও করণীয় কি?

  • দুধপুলি পিঠা,
  • নারকেল পুলি পিঠা,
  • ভাপা পুলি পিঠা,
  • ক্ষীরপুলি পিঠা,
  • হালুয়া পুলি পিঠা। ইত্যাদি।

৭.নকশি পিঠা

শীতে পিঠা-পুলির উৎসব সহজেই তৈরি করুন ১২ পিঠা।। শীতের পিঠাগুলোর মধ্যে এই পিঠায় বেশি নকশি করা থাকে।সে জন্যই এ পিঠাকে নকশি পিঠা বলা হয়। এ পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু। এ পিঠা তৈরির উপকরণ - 
নকশি পিঠা
  • খেজুরের গুড় বা  রস,
  • পরিমাণ মতো লবণ,
  • পিঠা ভাজার জন্য তেল। ইত্যাদি।

আরও পড়ুন ঃ শীতে শরীর গরম ও সুস্থ রাখতে যে ২০ টি খাবার খাবেন।

প্রথমে আটা সিদ্ধ করে নিয়ে রুটির মতো তৈরি করুন। তৈরি হয়ে গেলে মোটা করে বেলুন তারপরে লেচি কেটে রুটি বেলুন মোটা করে খাজ কেটে কেটে নিতে হবে। তৈরি হয়ে গেল নকশি পিঠা। এই পিঠাগুলো খেয়ে বসে পাতি নিশিরে ভিজিয়ে খেতে হবে না।

৮.মালপোয়া / তেলের পিঠা / আন্দোশা পিঠা / পাকোয়ান পিঠা

শীতে পিঠা-পুলির উৎসব সহজে তৈরি করুন ১২ পিঠা। এর মধ্যে এবার আমরা আলোচনা করব মালপোয়া পিঠা বা তেলের পিঠা বা আন্দোশা পিঠা সম্পর্কে। এই পিঠাগুলোকে তুমি সুস্বাদ।

পাকোয়ান পিঠাতেলের পিঠা তৈরি করার মূল উপাদানচালের আটা। চালের আটার সাথে অন্যান্য উপকরণ মিশিয়ে গরম তেলে ভাজা হয় এই পিঠা। এই পিঠা তৈরির অন্যান্য উপাদান গুলো হলো -

  • চালের গুড়া,
  • চিনি,
  • খেজুরের গুড়,
  • খেজুরের রস,
  • লবণ,
  • তেল। ইত্যাদি।
এই সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে ডুবো তেলে ভেজে তৈরি করা হয় মালপোয়া পিঠা। এই পিঠাগুলোর বিভিন্ন নাম রয়েছে। যেমন -
  • তেলের পিঠা,
  • পাকোয়ান পিঠা,
  • মালপোয়া পিঠা,
  • আন্দোশা পিঠা,
  • পাকোয়ান পিঠা। ইত্যাদি।

৯.বিবিখানা পিঠা

শীতে পিঠা-পুলির উৎসব সহজেই তৈরি করুন ১২ পিঠা। এই পিঠাগুলোর মধ্যে একটি হলো বিবিখানা পিঠা। খুব মজাদার ও সুস্বাদু  এই পিঠা। শীতে খেজুর রসের যে পিঠাগুলো তৈরি হয় তার মধ্যে একটি অন্যতম পিঠা হলো বিবিধানে পিঠা।
নিম্নোক্ত উপকরণগুলো দিয়ে তৈরি হয় সুস্বাদু ও লোভণীয় এই পিঠাগুলো। পিঠার উপকরণ নিম্নরূপ -
  • চালের গুড়া,
  • খেজুরের রস,
  • নারকেল,
  • সামান্য লবণ,
  • দুধ,
  • ঘি,
  • ডিম। ইত্যাদি।

১০.ঝিনুক বা খেজুর পিঠা

শীতে পিঠা-পুলির উৎসব সহজে তৈরি করুন ১২ পিঠা। এই পিঠাগুলোর মধ্যে আরও একটি পিঠা হলো ঝিনুক পিঠা বা খেজুর পিঠা। এই পিঠাগুলো দেখতে খেজুর বা ঝিনুকের মতো। ঝিনুক পিঠা তৈরীর উপকরণ - 
  • চালের আটা,
  • খেজুরের গুড়,
  • ময়দা,
  • তেল। ইত্যাদি।
  • পিঠাতে নকশা করার জন্য পরিষ্কার নতুন চিরুনি।
প্রথমে আটা ও ময়দাগুলো সিদ্ধ করে তারপরে রুটির মতো তৈরি করতে হয়। এই রুটিগুলো ছোট ছোট করে কেটে সেই রুটিগুলোর উপরে চিরুনি দিয়ে চেপে চেপে নকশা বানিয়ে খেজুর বা ঝিনুকের মতো আকৃতি বানাতে হয়। ব্যাস হয়ে গেল খেজুর পিঠা। এবার খেজুরের রসে ভিজিয়ে দিলেই হয়ে গেল মজাদার খেজুর পিঠা।

১১.খোলাজা পিঠা

শীতে পিঠা-পুলির মধ্যে আরেকটি অন্যতম পিঠা হলো খোলাসা পিঠা। এই পিঠাগুলোও বেশ জনপ্রিয়। এটা মূলত: আটা দিয়ে রুটির মতো একটু মোটা করে তৈরি করা হয়। এই পিঠাগুলো মাংসের তরকারি দিয়ে খেতেই বেশি মজা লাগে। তবে হাঁসের মাংস দিয়ে খেতেই বেশি মজা লাগে।
এ পিঠাগুলো নারকেল, ডিম ও খেজুরের গুড় দিয়েও তৈরি করা যায়। নারকেল ও গুড় দিয়ে তৈরি করা তৈরি করা পিঠাগুলো সাধারণত খেজুরের রসে ভিজিয়ে খেতে বেশি মজা লাগে। অঞ্চল ভেদে এ পিঠাগুলো বেশ জনপ্রিয়।

১২.অন্যান্য পিঠা 

শীতে পিঠা-পুলির উৎসব সহজেই তৈরি করুন ১৩ পিঠা। এই পিঠাগুলোর মধ্যে অনেক নাম না জানা পিঠা রয়েছে। যেগুলো বিভিন্ন এলাকাতে অঞ্চল ভেদে তৈরি করে খাওয়া হয়। এরকম কিছু পিঠা -পুলির নাম নিম্নে উল্লেখ করা হলো।

  • চশি পিঠা,
  • বড়া পিঠা,
  • চাপড়ি পিঠা,
চাপড়ি পিঠা
  • চুটকি পিঠা,
  • লড়ি পিঠা,
  • ছাঁচ পিঠা,
ছাঁচ পিঠা
  • ঝাল পিঠা,
  • ঝুঁরি পিঠা,
  • দুধরাজ পিঠা, ইত্যাদি।

উপসংহার 

প্রিয় পাঠক বৃন্দ, পিঠা উৎসব আমাদের পরিবারগত সেতুবন্ধনের মতো কাজ করে। শীত মৌসুম মানেই পিঠা উৎসব, পিঠা উৎসব মানেই আত্মীয়-স্বজনদের একত্রিত করা। এই পিঠা উৎসব গুলোতে একে অপরের সাথে সৌহার্দ্যতা বৃদ্ধি পায় ও আন্তরিকতা সুদৃঢ় হয়। শীতের আমেজ পরিপূর্ণ করতে ও স্মৃতি ধরে রাখতে পিঠার বিকল্প নেই।

আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে পিঠা-পুলির উৎসব সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। শীত মৌসুম মানেই এখানে সেখানে পিঠার ছড়াছড়ি। তাই খোলা আকাশের নিচে পিঠা না খেয়ে বাড়িতে পিঠা তৈরি করে খান এবং সুস্বাস্থ্যের সহিত ভালো থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url