শীতে শরীর গরম ও সুস্থ রাখতে যে ২০ টি খাবার খাবেন

শীতে শরীর গরম ও সুস্থ রাখতে যে ২০ টি খাবার খাবেন এ সম্পর্কে আজকে আর্টিকেলটি লেখা। পৌষ-মাঘের এই প্রচন্ড শীতে আবাল-বৃদ্ধ-বনিতা সবাই কাবু। শীতে সবাই কাঁপছে থুর থুর করে। এই শীত থেকে বাঁচার জন্য চাই গরম কাপড়ের পাশাপাশি পুষ্টিকর খাবার। যে খাবারগুলো শরীর গরম করবে ও রোগ মুক্ত রাখবে।
শীতে শরীর গরম ও সুস্থ রাখতে যে ২০ টি খাবার খাবেন
আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন শীতে শরীর গরম রাখার জন্য কোন কোন খাবারগুলো খাবেন আবার শরীর সুস্থ রাখার জন্য কোন খাবারগুলো খাওয়া উচিত ইত্যাদি বিষয় সম্পর্কে।শীতে শরীর গরম ও সুস্থ রাখার জন্য যে খাবার খাওয়া উচিত সেগুলো নিম্নে আলোচনা করা হলো।
পেজ সুচিপত্র

১.ঘি

শীতে শরীর গরম ও সুস্থ রাখতে যে খাবার খাবেন তার মধ্যে একটি অন্যতম খাবার হলো ঘি। ঘি এমন একটি খাবার যাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট ও ফ্যাটি অ্যাসিড।

যে গুলো ম্যাটাবলিজমের সময় শরীরে অধিক তাপ উৎপন্ন হয় ও শক্তি সরবরাহ করে এর পাশাপাশি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যার ফলে শরীর গরম হয় এবং সুস্থ ও রোগমুক্ত থাকে।

২.দুধ

শীতে শরীর সুস্থ রাখার জন্য অনেকগুলো খাবারের মধ্যে একটি অন্যতম খাওয়ার হলো দুধ। দুধ শরীরের তাপমাত্রা  বাড়াতে ও শরীর উষ্ণ রাখতে সহায়তা করে। মধু, ঘি অথবা 

আরও পড়ুন ঃ শীতে শরীর সুস্থ রাখার ১৪ টি টিপস।

ডার্ক চকলেট গরম দুধের সাথে মিশিয়ে খেলে শরীর উষ্ণ হতে সহায়তা করে। নিয়মিত দুধ খেলে শরীর রোগমুক্ত ও সুস্থ থাকে।

৩.মধু 

শীতে শরীর গরম ও সুস্থ রাখার যে খাবারগুলো প্রয়োজন তার মধ্যে একটু উন্নত খাবার মধু। মধুতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালরি, কার্বোহাইড্রেট ও গ্লুকোজ সহ অন্যান্য পুষ্টি উপাদান।

আরও পড়ুন ঃ পানি কম খেলে শরীরের যে ১২ টি ক্ষতি হয়।

মধুতে থাকা গ্লুকোজ মেয়েটাবলিক প্রক্রিয়ার মাধ্যমে এটিপি বা এ্যাডিনোসিন ট্রাই ফসফেট তৈরির সময় শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। শীতে মধু খেলে খেতে মধু খেলে শরীর সুস্থ থাকে ও গরম হয়।

৪.শীত মৌসুমের শাকসবজি

শীতে শরীর গরম ও সুস্থ রাখতে যে ২০ টি খাবার খাবেন তার মধ্যে অন্যতম খাদ্য হলো শীত মৌসুমের শাকসবজি। এই শাকসবজি মধ্যে রয়েছে পালংশাক, লালশাক, পেঁয়াজের পাতা, লাউশাক, ধনিয়া পাতা, পুদিনা পাতা।

শীত মৌসুমের শাকসবজিগাজর, ব্রকলি, টমেটো, ওলকপি, মটরশুঁটি, বাঁধাকপি, সিম শালগম, ফুলকপি, লাউ, মুলা ইত্যাদি। এই শাকসবজিগুলোতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফলে গেছে অক্সিজেন ফাইবার ভিটামিন ও মিনারেলস যেগুলো নিয়মিত খেলে শরীর সুস্থ থাকে ও এতে শরীর গরম হয়।

৫.মসলা

মৌসুমী সবজি শরীর গরম করে সুস্থ রাখতে মসলার যথেষ্ট ভূমিকা রয়েছে। বিশেষ করে গোলমরিচের পিপারিন, আদার তৈরি জিনজার,

আরও পড়ুন ঃ অতিরিক্ত লবণ খাওয়ার ১৬ টি ক্ষতিকর দিক।

মরিচের ক্যাপসেসেন ইত্যাদি দেহকে গরম রাখতে সহায়তা করে। শীতে শরীর গরম ও সুস্থ রাখার জন্য চায়ের সাথে ও রান্নার সময় মসলাগুলো ব্যবহার করা উচিত।

৬.ডিম

শীতে শরীর গরম ও সুস্থ রাখতে যে ২০ টি খাবার খাবেন তার মধ্যে অন্যতম একটি খাবার হলো ডিম। ডিমে রয়েছে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান ও পুষ্টিগুণ। বিশেষ করে ডিমের প্রোটিন ও ভিটামিন ডি৩

আরও পড়ুন ঃ মাটির পাত্রে পানি রেখে পান করলে মিলবে ১৫ টি স্বাস্থ্য উপকারিত

দেহের তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি শরীরকে রোগমুক্ত করে ও সুস্থ রাখে। শরীর গরম রাখার জন্য শীতকালে প্রতিদিন সকালে একটি করে ডিম খাওয়া ভালো।

৭.আদা

রান্নার কাজে ব্যবহৃত অন্যতম একটি মসলা হলো আদা। আদতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে এন্ট্রিঅক্সিডেন্ট। এই এন্টিঅক্সিডেন্টগুলো

আরও পড়ুন ঃ সজনে পাতা খাওয়ার উপকারিতা ও নিয়ম।

শীতকালে শরীর গরম করতে ও সুস্থ রাখতে সহায়তা করে। শীতের সকালে এক কাপ চায়ের সাথে আদা খেলে বেশি উপকার পাওয়া যায়।

৮.শীত মৌসুমের ফল

শীতে শরীর গরম ও সুস্থ রাখতে যে ২০ টি খাবার খাবেন তার মধ্যে অন্যতম খাদ্য হলো শীত মৌসুমের ফল। শীত মৌসুমের এ ফলগুলোতে আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ক্যালসিয়াম, ফসফরাস  ও এন্ট্রিঅক্সিডেন্ট।

শীত মৌসুমের ফল
শীতকালে যে ফলগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো কমলা লেবু, বরই, ডালিম, আপেল, সফেদা, পেয়ারা, আমলকি ইত্যাদি। শীতকালে এই ফলগুলো পর্যাপ্ত পরিমাণে খেলে শরীরের উষ্ণতা বাড়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও শরীর সুস্থ রাখে।

৯.জিরা-পানি

শীতে শরীর গরম ও সুস্থ রাখতে যে ২০ টি খাবার খাবেন তার মধ্যে অন্যতম একটি হলো জিরা-পানি। এই পানি খেলে খাবার হজমে সহায়তা করে ও রক্ত সঞ্চালন প্রক্রিয়া ঠিক রাখে। এতে করে শরীর উষ্ণ ও সুস্থ থাকে।

১০.তিল

শীতে শরীর গরম ও সুস্থ রাখতে যে ২০ টি খাবার খাবেন তার মধ্যে অন্যতম একটি খাবার হল তিলের তৈরি খাবার। তিল প্রাকৃতিক ভাবেই বিভিন্ন পুষ্টি উপাদানের ভরপুর। তিল ভেজে নিয়ে খেতে পারেন অথবা তিলের লাড্ডু বানিয়ে খেতে পারেন। এতে বিদ্যমান ক্যালসিয়াম ও অন্যান্য উপাদান গুলো শরীর গরম রাখতে সহায়তা করে।

১১মুলা

শীতকালীন সবজির মধ্যে মুলা হল একটি অন্যতম সবজি।। মুলাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার ও এন্ট্রি অক্সিডেন্ট, যেগুলো শীতকালে শরীর গরম হতে ও সুস্থ রাখতে সহায়তা করে।

১২.স্যুপ

শীতে শরীর গরম ও সুস্থ রাখতে যে ২০ টি খাবার খাবেন তার মধ্যে একটি অন্যতম খাবার হলো গরম গরম স্যুপ। স্যুপ খেলে শরীর সুস্থ ও গরম থাকে। শীতকালীন বিভিন্ন টাটকা সবজি দিয়ে,

মুরগি, বার্লি বা ডাল দিয়ে তৈরি করতে পারেন এই স্যুপ। এই স্যুপের ভালো ফল পাওয়ার জন্য এর সাথে মেশাতে পারেন কাঁচা মরিচ, গোল মরিচ, রসুন, আদা ইত্যাদি।

১৩.মিষ্টি আলু

শীতকালে শরীর গরম ও সুস্থ রাখার জন্য পুষ্টিসমৃদ্ধ একটি খাবার হল মিষ্টি আলু। মিষ্টি আলু খেলে পর্যাপ্ত পরিমাণে ক্যালরি, শর্করা ও মিনারেলস পাওয়া যায়। যেগুলো তাৎক্ষণিকভাবে আমাদের শরীর উষ্ণ করে ও রোগমুক্ত রাখে।

১৪.চা

শীতে শরীর গরম ও সুস্থ রাখতে যে ২০ টি খাবার খাবেন তার মধ্যে অন্যতম একটি হলো চা। এই চা আপনি বিভিন্নভাবে খেতে পারেন, যেমন - মরিচ চা, কমলা-মালটার চা, পুদিনা পাতার চা,

হারবাল চা, হলুদ চা, মসলা চা, লবঙ্গ চা, লেবু চা, আদা চা, সর্বোপরি চিনি ছাড়া লাল চা। বিভিন্ন রূপের গরম গরম চা আপনার শরীর গরম রাখবে ও সুস্থ থাকবে।

১৫.শুকনা ফল

শীতে শরীর গরম ও সুস্থ রাখতে যে ২০ টি খাবার খাবেন এর মধ্যে অন্যতম কিছু খাবার হল শুকনো ফল। যেমন কিসমিস, কাঠবাদাম, খেজুর, আখরোট, চিনাবাদাম, কাজুবাদাম ইত্যাদি। এই শুকনো ফলগুলোতে পর্যাপ্ত পরিমাণে ফ্যাট থাকে ফলে এই খাবারগুলো তৎখনাত দেহের তাপ উৎপন্ন করে ও সুস্থ রাখে।

১৬.বাদাম

বাদাম এমন একটি খাদ্য যা খেলে খুব দ্রুত শরীরে তাপ উৎপন্ন হয় ও শরীর সুস্থ থাকে। প্রতিদিনের খাদ্য তালিকায় বাদাম রাখুন, বিশেষ করে চিনা-বাদাম ,কাজু-বাদাম,

পেস্তা, আখরোট ইত্যাদি। এগুলোতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি এসিড ও প্রোটিন। যেগুলো শীতকালে শরীর গরম ও সুস্থ রাখতে সহায়তা করে।

১৭.ডার্ক-চকলেট

শীতে শরীর গরম ও সুস্থ রাখতে যে ২০ টি খাবার খাবেন এই শিরোনামটি আলোচনায় এখন আমরা আলোচনা করব ডার্ক-চকলেট খেলে শরীর গরম ও সুস্থ থাকে সে সম্পর্কে। শীতে শরীর গরম রাখার জন্য এই ডার্ক-চকলেট কার্যকরী।

ডাক-চকলেটে রয়েছে পিইএ নামক উপাদান, কোকোয়া বাটার ও ক্যাফেইন সহ অন্যান্য পুষ্টি উপাদান। এই উপাদানগুলো দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে দেহকে উষ্ণ ও সুস্থ রাখতে সহায়তা করে।

১৮.সরিষা

প্রাচীন কাল থেকেই সরিষার তেল গায়ে মাখার রেওয়াজ রয়েছে। শীতের দিনে সরিষার তেল গায়ে মাখলে গরম অনুভূত হয়। এছাড়াও এর তেলে রয়েছে বিভিন্ন ধরনের এনজাইম যে গুলো শরীর গরম ও সুস্থ রাখতে সহায়তা করে।

১৯.পানি ও তরল জাতীয় খাবার

শীতকালে শরীরের তাপমাত্রা ঠিক রেখে দেহকে রোগমুক্ত রাখতে তরল জাতীয় খাবারের ভূমিকা অপরিসীন। শীতকালে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করতে হবে।

এই পানি ও তরল খাবার দেহকে তাপমাত্রা ঠিক রাখতে সহায়তা করে। পানি সহ অন্যান্য তরল খাবার গুলো হল মিক্স ফলের জুস, গরম ডাল, স্যুপ ইত্যাদি।

২০.আনার বা ডালিম

শীতে শরীর সুস্থ রাখার জন্য আরো একটি খাদ্য হল আনার বা ডালিম। ডালিমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফ্রুবটোজ ও গ্লুকোজ। যেগুলো খাওয়ার পরপরই মেটাবলিজমের সময় দেহে তাপ উৎপন্ন হয়।

উপসংহার

প্রিয় পাঠক বৃন্দ আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনারা শীতকালে শরীর গরম রাখার জন্য কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। এরকম আরো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
 
আর্টিকেল সম্পর্কিত কোন মতামত থাকলে কমেন্টস বক্সে জানানোর অনুরোধ রইল। শীতকালের শরীর সুস্থ রাখার জন্য ও রোগ মুক্ত রাখতে পর্যাপ্ত পরিমাণ ও শাক-সবজি খাবেন সুস্থ থাকবেন। আজকের আর্টিকেলটি পড় জন্য আপনাকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url