শীতে ত্বকের যত্নে মেনে চলুন ১৪ টি ঘরোয়া নিয়ম
১.শীতে ত্বকের সমস্যা কেন হয়
২.গোলাপজল ও গ্লিসারিন ব্যবহার
গোলাপজল ও গ্লিসারিন ব্যবহার শীতকালে ত্বকের যত্নে অনন্য। গ্লিসারিন ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে তোকে ব্যবহার করলে ত্বকের শুষ্ক, রুক্ষ ও খসখসে ভাব দূর করে।
আরও পড়ুন ঃ শীতে পা ও পায়ের গোড়ালি ফাটার কারণ এবং প্রতিকারের ১৪ টি উপায়।
ত্বককে করে তুলে তৈলাক্ত ও নরম। ত্বকের আদ্রতা ধরে রাখতে সহায়তা পারেন। এই মিশ্রণটির ভালো ফল পাওয়ার জন্য রাতে ঘুমানোর আগে ব্যবহার করা উচিত।
৩.পর্যাপ্ত পানি পান করুন
শীতে ত্বকের যত্নে মেনে চলুন ১৪ টি ঘরোয়া নিয়মের মধ্যে একটি নিয়ম বা উপায় হল শীতকালে পর্যাপ্ত পানি পান করা। অনেকেই শীতের ভয়ে পর্যাপ্ত পানি পান করেন না। শীতকালে এমনিতেই বাতাস শুষ্ক থাকে,
আরও পড়ুন ঃ ঠান্ডায় মাথা ব্যথা হলে করণীয় ১৬ টি টিপস।
তার উপরে পানি খাওয়া কম! এতে করে শরীর আর্দ্র থাকেনা। ফলে ত্বক খসখসে, রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। ত্বকের যত্নে পর্যাপ্ত পানি পান করুন ত্বক ভালো রাখুন নিজে সুস্থ থাকুন।
৪.সুতির কাপড় পরিধান করুন
৫.তেল ব্যবহার
আরও পড়ুন ঃ শীতকালে ঘন ঘন ক্ষুধা লাগে যে ৮ কারণে ও করণীয় কি?
- অলিভ অয়েল,
- নারকেল তেল,
- ভেন্নার তেল,
- তিসির তেল,
- সরিষার তেল।
৬.ঠোঁটের যত্ন
আরও পড়ুন ঃ শীতে শরীর গরম ও সুস্থ রাখতে যে ২০ টি খাবার খাবেন।
৭.মধু ব্যবহার
আরও পড়ুন ঃ তেঁতুলের পুষ্টিগুণ ও ২৬ টি স্বাস্থ্য উপকারিতা।
৮.ফেস প্যাক ব্যবহার
৯.ঠোঁট চাটা বন্ধ করুন
শীতে ঠোঁটের ত্বক ভালো রাখতে ঠোঁট চাটা বন্ধ করুন। অনেকেরই বদভ্যাস আছে শীতকালে ঠোঁট ফাটা শুরু হলে অনবরত জিভের মাধ্যমে থুতু বা লালা দিয়ে ঠোট ভিজিয়ে রাখেন।
থুতু বা লালায় থাকে এনজাইম, যেগুলো খুব দ্রুত ঠোঁটকে করে তোলে শুষ্ক ও চটচটে। এই অবস্থায় বাতাসের সংস্পর্শে আসলেই ঠোঁট ফেটে যায়। ঠোঁট চাটা ছেড়ে দিন ভ্যাসলিন ব্যবহার করুন।
১০.পাকা কলা ব্যবহার
১১.উষ্ণ গরম পানিতে গোসল
১২.গায়ে রোদ লাগান
১৩.সাবান-শ্যাম্পু ব্যবহার
সাবান-শ্যাম্পু ব্যবহার করে ত্বক পরিষ্কার রাখতে হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে সাবানগুলো যেন বেশি ক্ষারযুক্ত না হয়। অর্থাৎ যে সমস্ত সাবান-শ্যাম্পুতে ক্ষারের পরিমাণ কম এই ধরনের সাবান বা শ্যাম্পু ব্যবহার করা উচিত।
সবচেয়ে ভালো হয় গ্লিসারিন যুক্ত অ্যালোভেরা ও নিমের সাবান। এই সাবানগুলো ত্বক তৈলাক্ত রাখার পাশাপাশি বিভিন্ন রোগ দূর করে ও ত্বকের আদ্রতা বজায় থাকে।
১৪.কমলা লেবুর ব্যবহার
ত্বকের যত্নে কমলা লেবু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কমলালেবুতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি ও এন্টিঅক্সিডেন্ট যেগুলো ত্বকের বলিরেখা দূর করে। ত্বক হয়ে উঠে সুন্দর লাবণ্য ময়ী।
অপরদিকে কমলা লেবুর খোসা, দুধের সর, কাঁচা হলুদ ও বেশন একসাথে ব্লেন্ড করে মুখমণ্ডল ও গলায় ব্যবহার করে ২০-২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। রূপচর্চায় কমলালেবুর খোসার ব্যবহার অনেক আগে থেকেই প্রচলিত।
উপসংহার
প্রিয় পাঠক বৃন্দ ত্বকের যত্ন সম্পর্কিত আজকের আর্টিকেলটি পড়ে আপনারা ত্বকের যত্নে করনীয় উপায় সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন বলে আমার বিশ্বাস। ত্বকের যত্ন সম্পর্কিত এ তথ্যগুলো আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যেন তারাও ত্বকের যত্ন সম্পর্কে করণীয় উপায়গুলো জানতে পারে।
ত্বকের যত্ন সম্পর্কিত আজকের আর্টিকেল সম্পর্কে কোন মতামত থাকলে কমেন্টস বক্সে জানানোর অনুরোধ রইলো। এরকম আরো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই শীতে শুধু ত্বকেরই নয় নিজের স্বাস্থ্যেরও যত্ন নিন, সুস্থ থাকুন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url