লিথুনিয়া কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি
লিথুনিয়া কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি এ সম্পর্কে আজকের আর্টিকেলটি লেখা। আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন লিথুয়ানিয়া কোন কাজের চাহিদা বেশি? কোন কাজের বেতন বেশি এবং কোন কাজে বেতন কম? এ রকম বিভিন্ন বিষয় সম্পর্কে। আর্টিকেলটি পুরোপুরি পড়ার অনুরোধ রইলো
লিথুয়ানিয়া এমন একটি দেশ যেখানে জনসংখ্যা অনেক কম কিন্তু কাজ অনেক বেশি। এজন্য তারা ফরেন কান্ট্রিগুলো থেকে জনবল আমদানি করে থাকে। এই কাজগুলো মিটআপ করার জন্য তারা দক্ষ জনবল কে বেশি গুরুত্ব দিয়ে থাকে। সেজন্য লিথুয়ানিয়া যাওয়ার আগে কিছু কিছু কাজে প্রশিক্ষিত হয়ে যাওয়া ভালো।
পেজ সুচিপত্র
লিথুনিয়া বা লিথুয়ানিয়া পরিচিতি
লিথুনিয়া কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি এ সম্পর্কিত তথ্যগুলো জানার আগে আমাদের জেনে নেওয়া দরকার লিথুয়ানিয়া দেশের পরিচিতি সম্পর্কে।
লিথুয়ানিয়া উত্তর ইউরোপের একটি রাষ্ট্র। উত্তরের লাটভিয়া ও এস্তোনিয়ার সাথে লিথুয়ানিয়াও একটি বাল্টিক রাষ্ট্র। এই তিনটি বাল্টিক রাষ্ট্রের মধ্যে এটিই বৃহত্তম। দেশটির বৃহত্তম ও রাজধানী শহর বেলারুশের সাথে সীমান্তে দেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত।
এ্যাট এ গ্ল্যান্স লিথুনিয়া বা লিথুয়ানিয়া
- দেশটির নাম ঃ লিথুনিয়া বা লিথুয়ানিয়া (Lethuania),
- লিথুনিয়ার রাজধানীর নাম ঃ ভিলনিয়াম,
- লিথুনিয়ার ভাষা ঃ লিথুয়ানীয় বা লিথুনীয় ভাষা,
- লিথুনিয়ার মুদ্রার নাম ঃ লিথুযানিয়ান লিটাস (Lt বা LTL), বর্তমানে ইউরো,
- লিথুয়ানিয়ার আয়তন ঃ ৬৫,৩০০ বর্গ কিলোমিটার,
- লিথুনিয়ার জনসংখ্যা ঃ ২.৮০১ মিলিয়ন প্রায়, (২০২১ সালের হিসাব অনুযায়ী),
- লিথুনিয়া যে মহাদেশে অবস্থিত ঃ ইউরোপ মহাদেশে।
লিথুনিয়া কোন কাজের চাহিদা বেশি
লিথুনিয়া কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি এ সম্পর্কিত আলোচনায় এখন আমরা আলোচনা করবো লিথুনিয়া কোন কাজে চাহিদা বেশি সে সম্পর্কে।
আরও পড়ুন ঃ স্টুডেন্ট ভিসায় জাপান যাওয়ার উপায় খরচ কত হয় কাগজপত্র কি লাগে।
অর্থনৈতিকভাবে উন্নত হওয়ার কারণে লিথুনিয়ায় প্রযুক্তির প্রসার ঘটেছে। ফলে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তিগত ও নির্মাণ কাজের চাহিদা বাড়ছে। দেশটিতে যে সকল কাজের চাহিদা বেশি সেগুলো নিম্ন উল্লেখ করা হলো।
- কনস্ট্রাকশন কাজ,
- ইলেকট্রিশিয়ান এর কাজ
- ওয়েল্ডিং এর কাজ,
- প্লাম্বারের কাজ,
- ড্রাইভিং এর কাজ,
- ইঞ্জিনিয়ারদের কাজ,
- রেস্টুরেন্টের কাজ,
- ইট ভাটার কাজ,
- হোটেলের কাজ,
- কর্মীর কাজ,
- টোল কর্মীর কাজ,
- ডেকোরেটরের কাজ। ইত্যাদি।
লিথুনিয়া কাজের বেতন কত
লিথুনিয়া কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি এ সম্পর্কিত আলোচনা এ পর্যায়ে আমরা জেনে নেব লিথুনিয়া কোন কাজের বেতন কত সে সম্পর্কে। লিথুনিয়া একটি সুন্দর দেশ যা প্রবাসিদের জন্য বেশ পছন্দের।
আরও পড়ুন ঃ লাউরু রাজধানী বিহীন দেশ হিরো থেকে জিরো হওয়া এক রাষ্ট্র।
ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিসা প্রদান করা হয় এই দেশে, অর্থাৎ সবচেয়ে বেশি ভিসা সাকসেস হয় এই দেশটিতে। বলতে পারেন অলমোস্ট ১০০%। দেশটিতে ভিসা সাকসেসের একচুয়াল রিপোর্ট হলো ৯৮.৭ শতাংশ। অংকের হিসাব অনুসারে বলা যেতে পারে ১০০০ লোক ভিসার জন্য আবেদন করলে তার মধ্যে থেকে ৯৮৭ জনই ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে।
লিথুনিয়াতে বিভিন্ন কাজের অনেক চাহিদা রয়েছে। কাজের ধরন, কাজের যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি বিষয়গুলোর উপর নির্ভর করে লিথুনিয়ায় কর্মীদের বেতনের কম-বেশি হয়ে থাক।
লিথুনিয়া একজন কর্মীর মাসিক গড় বেতন ১৭০০ ইউরো থেকে ২১০০ ইউরো পর্যন্ত প্রদান করা হয়ে। কর্মীর এই বেতনের পরিমাণটা বাংলাদেশি টাকায় প্রায় ২,২০,৯০০ টাকা থেকে ২,৬৩,৪০০ টাকা।
লিথুনিয়া কাজের সর্বনিম্ন বেতন
লিথুনিয়া কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি এ সম্পর্কিত আলোচনার এ পর্যায়ে আমরা জেনে নেব লিথুনিয়া কাজের সর্বনিম্ন বেতন কত প্রদান করা হয় সে সম্পর্কে। লিথুনিয়াতে শ্রমিকদের ঘন্টা হিসেবে বেতন প্রদান করা হয়। কাজের ধরন, কাজের অভিজ্ঞতা ও যোগ্যতা অনুসারে শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়ে থাকে।
লিথুনিয়াতে শ্রমিকের প্রতি ঘন্টার সর্বনিম্ন মজুরি ৫.১৪ ইউরো নির্ধারিত। বর্তমান সময়ে এই পরিমাণ বৃদ্ধি করে নতুন মজুরি ৫.৬৫ ঈউরো নির্ধারণ করা হয়েছে। যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮২ টাকা। এই হিসাব অনুসারে লিথুনিয়াতে একজন শ্রমিকের সাপ্তাহিক সর্বনিম্ন বেতন ২২৬ ইউরো যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ৭ শত ৪৭ টাকা।
একজন দৈনিক ৮ ঘন্টা কাজ করতে পারেন এবং সপ্তাহে ৫ দিন কাজ করতে হয়। অর্থাৎ সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করতে পারেন। এই হিসাব অনুযায়ী একজন শ্রমিকের মাসিক গড় বেতন ৮৫০ ইউরো থেকে ৯৫০ ইউরো পর্যন্ত হয়ে থাকে। যার পরিমাণ বাংলাদেশী টাকা ১ লাখ ১০ হাজার টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
কোন কাজের বেতন বেশি
লিথুনিয়া কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি এ সম্পর্কিত আলোচনার এ পর্যায়ে আমরা জেনে নেব লিথুনিয়াতে কোন কাজের বেতন বেশি অর্থাৎ কর্মীদের বেতন বেশি। লিথুনিয়াতে বেশি বেতন প্রদান করা হয় স্বাস্থ্য খাতে, ইঞ্জিনিয়ারিং সেক্টর ও আই টি সেক্টর এই সকল সেক্টরে কাজের কর্মীদের।
আরও পড়ুন ঃ হাঁসের ডিম নাকি মুরগির ডিম কোন ডিমের পুষ্টিগুণ বেশি।
বিভিন্ন কাজের বেতন পর্যালোচনা করে দেখা যায় যে, লিথুনিয়াতে কনস্ট্রাকশন কর্মী, ওয়েল্ডিং কর্মী, ড্রাইভার বেতন অন্যান্য কর্মীদের তুলনায় একটু বেশি। এ সকল শ্রমিকদের কাজের শুরুতেই মাসিক বেতন থাকে ৯০০ থেকে ১২০০ ইউরো। দক্ষতা ও অভিজ্ঞতা বেড়ে গেলে এ বেতন দাঁড়ায় ২২০০ ইউরোর উপরে।
কনস্ট্রাকশন কাজের বেতন কত
লিথুনিয়া কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি এ সম্পর্কিত আলোচনায় আমরা এখন জেনে নিব লিথুনিয়াতে কনস্ট্রাকশন কর্মীর বেতন কত সে সম্পর্কে। দেশটিতে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের কাজ চলছে, ফলে এ কাজে কর্মীদের চাহিদাও বেড়েই চলছে।
আরও পড়ুন ঃ দুবাই কোন কাজের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি (আপডেট ২০২৪)।
এদেশে বিল্ডিং কন্সট্রাকশন, রোড কনস্ট্রাকশন, বড় বড় প্রকল্প বা শপিংমল নির্মাণ, অফিস ভবন বা আবাসিক বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে কনস্ট্রাকশনের জন্য প্রচুর কর্মীর প্রয়োজন হয়। এখানে কাজগুলো সম্পন্ন করার জন্য দক্ষ কর্মীর চাহিদা বেতন বেশি।
লিথুনিয়াতে একজন কনস্ট্রাকশন কর্মীর প্রাথমিক বেতন সাধারণত ৭৫০ থেকে ৮০০ ইউরো নির্ধারিত। এ কাজের দক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতা বাড়ার সাথে সাথে বেতন বেড়ে ৯০০ ইউরো থেকে ১৯০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
ড্রাইভিং কাজের বেতন কত
লিথুনিয়া কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি এই শিরোনামটি আলোচনার এ পর্যায়ে আমরা আলোচনা করব লিথুনিয়ায় ড্রাইভিং কাজের বেতন কত সে সম্পর্কে। দেশটি ট্রানজিটের জন্য গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এ দেশে ড্রাইভিং পেশার যথেষ্ট চাহিদা ও বেতন রয়েছে।
আরও পড়ুন ঃ ইতালিতে কোন কাজের চাহিদা বেশি ও শ্রমিকের বেতন কত (আপডেট ২০২৪)।
এদেশে বিভিন্ন রকমের ড্রাইভারের প্রয়োজন হয়, বিশেষ করে ট্রাক ড্রাইভার, লরি ড্রাইভার, বাস ড্রাইভার, পিকাপ ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার, ইত্যাদি। এদেশের মধ্যে যারা আন্তর্জাতিক পন্য পরিবহন করে অর্থাৎ ট্রানজিটের কাজে ব্যবহৃত ট্রাক বা লরি ড্রাইভারদের চাহিদা ও বেতন বেশি।
লিথুনিয়াতে একজন সাধারণ মানের ড্রাইভারের বেতন সাধারণত ৮৫০ ইউরো থেকে ১৩০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে। আন্তর্জাতক পণ্য পরিবহনের ক্ষেত্রে ব্যবহৃত গাড়ির ড্রাইভারদের বেতন একটু বেশি হয় যা প্রায় ১৩০০ থেকে ১৯০০ ইউরো। তবে অভিজ্ঞতা ও দক্ষতার উপর এই বেতন কম-বেশি হয়ে থাকে।
লিথুনিয়া ওয়েল্ডিং কাজের বেতন কত
লিথুনিয়া কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি এ সম্পর্কিত আলোচনার এ পর্যায়ে আমরা জেনে নেব দেশটিতে ওয়েল্ডিং কাজের বেতন কেমন সে সম্পর্কে। বিভিন্ন ধরনের শিল্প, কলকারখানা ও নির্মাণ অবকাঠামো তৈরিতে দেশটি যথেষ্ট এগিয়ে যাচ্ছে।
এ ধরনের অবকাঠামো নির্মাণ সামগ্রী, বিল্ডিং নির্মাণ, রোড কনস্ট্রাকশন ইত্যাদি কাজগুলোর জন্য ওয়েল্ডিং এর কাজের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে দক্ষ লোকদের চাহিদা দিন দিন বেড়েই চলছে। ওয়েল্ডিং কাজের দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতার উপর নির্ভরশীল করে বেতন কম-বেশি হয়ে থাকে।
লিথুনিয়ায় প্রাথমিক অবস্থায় একজন ওয়েল্ডিং কর্মীর বেতন সাধারণত সর্বনিম্ন ৮০০ থেকে ১১০০ ইউরোর মধ্যে হয়। অভিজ্ঞতা, দক্ষতা ও যোগ্যতা বাড়ার সাথে সাথে এ বেতন বেড়ে ১২০০ থেকে ২১০০ ইউরো হয়ে থাকে।
রেস্টুরেন্টের কাজের বেতন কত
রেস্টুরেন্টের কাজের ব্যাপক চাহিদা রয়েছে তবে চাহিদা তুলনা বেতন একটু কম। এক্ষেত্রেও একটু ক্যাটাগরির রয়েছে বড় বড় শহরগুলোতে এ কাজের চাহিদা যেমন বেশি থাকে বিশেষ করে বিল নিয়ে আসছে এ ধরনের বড় শহরগুলোতে রেস্টুরেন্টের কাজের চাহিদা বেশি।
এই রেস্টুরেন্টগুলোতে দক্ষতা, অভিজ্ঞতা ও কথাবার্তার মাধুর্যতার জন্য বেতনের কম-বেশি হয়ে থাকে। এই রেস্টুরেন্টগুলোতে কর্মীদের মাসিক বেতন সাধারণত ৬৫০ ইউরো থেকে ৭৫০ ইউরো পর্যন্ত হয়। এই কাজ করে অভিজ্ঞতা বেড়ে গেলে বেতনও বেড়ে যায়।
লিথুনিয়া সম্পর্কে সাধারণ প্রশ্ন-উত্তর
লিথুনিয়া সম্পর্কে আমরা প্রায় সকলেই কিছু না কিছু সাধারণ প্রশ্ন গুগলে জিজ্ঞাসা করে থাকি। এ ধরনের কিছু সাধারণ প্রশ্ন-উত্তর নিম্ন প্রদান করা হলো যেগুলো আপনাদের প্রয়োজনীয় জিজ্ঞাসা করবে।
প্রশ্ন ঃ লিথুনিয়ার ভিসা আবেদন কিভাবে করতে হয়?
উত্তর ঃলিথূনিয়ার ভিসা আবেদন করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে এবং সাক্ষাৎকারের জন্য নিকটবর্তী ভিএফএস অফিসে যোগাযোগের মাধ্যমে দিন তারিখ জেনে নিতে হবে।
প্রশ্ন ঃ সর্বনিম্ন বেতন কর্মক্ষেত্র হিসেবে কমবেশি হয় কি?
উত্তর ঃলিথুনিয়ায় কর্মক্ষেত্র ও কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে কর্মীদের সর্বনিম্ন বেতনেরও কম-বেশি হয়ে থাকে। যেগুলো এই আর্টিকেলের মধ্যে আলোচনা করা আছে।
প্রশ্ন ঃ সর্বনিম্ন বেতনে লিথুনিয়ায় জীবন পরিচালনা করা কি সম্ভব হয়?
উত্তর ঃ সর্বনিম্ন বেতনের লিথুনিয়ায় জীবন পরিচালনা করা একটু কঠিন হয়, বিশেষ করে বড় বড় শহরগুলোতে। তাই দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে সে দেশে গেলে কাজের বেতন বেশি পাওয়া যায় ও জীবন পরিচালনা মান বজায় থাকে।
প্রশ্ন ঃ লিথুনিয়ায় কোন ধরনের ড্রাইভিং কাজের চাহিদা বেশি?
উত্তর ঃলিথুনিয়ায় সাধারণত ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টের ড্রাইভার বিশেষ করে ট্রাক ড্রাইভার, লরি ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভারের চাহিদা বেশি।
উপসংহার
প্রিয় পাঠক বৃন্দ, আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনারা লিথুনিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য বিস্তারিতভাবে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। আর্টিকেলটি পড়ে আপনারা বুঝতেই পারছেন প্রতিটি সেক্টরে অভিজ্ঞতা, যোগ্যতা ও দক্ষতার গুরুত্ব বেশি এবং এই সকল শ্রমিকদের বেতন বেশি। সেজন্য লিথুনিয়া যেতে চাইলে সুনির্দিষ্ট দু-একটি কাজে অভিজ্ঞতা অর্জন করে যাওয়াই ভালো।
লিথুনিয়া সম্পর্কে কোন মতামত বা তথ্য জানার আগ্রহ থাকলে কমেন্টস বক্সে জানানোর অনুরোধ রইল। এ ধরনের আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যান্য তথ্যগুলো জানতে পারে। আজকের আর্টিকেলটি কষ্ট করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url