লিথুনিয়ার ১ লিটাস (টাকা) বাংলাদেশের কত টাকার সমান
লিথুনিয়ার ১ লিটাস (টাকা) বাংলাদেশের কত টাকার সমান এ সম্পর্কে আজকের আর্টিকেলটি লেখা। লিথুনিয়া বাল্টিক সাগরের পূর্ব উপকূলে সুইডেনের বিপরীত তীরে অবস্থিত ইউরোপের একটি দ্বীপ রাষ্ট্র। লিথুনিয়া ১৯১৮ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নিলেও ১৯৪০ সালে সোভিয়েত ইউনিয়ন দেশটিকে আবার দখল করে নেয়।
পরবর্তী সময়ে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে লিথুনিয়া পুনরায় স্বাধীনতা লাভ করে। ১৯৯২ সালে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নতুন সরকার প্রতিষ্ঠিত হলে দেশটি নিজস্ব আইন-কানুন, মুদ্রা নীতি ও গতিতে চলা শুরু করে। চলুন জেনে যাক দেশটির প্রচলিত মুদ্রা লিটাস ও ইউরো সম্পর্কে।
পেজ সুচিপত্র
লিথুনিয়ার টাকার মান কেমন
লিথুনিয়ার ১ লিটাস (টাকা) বাংলাদেশের কত টাকার সমান সম্পর্কিত আলোচনার প্রথমেই আমরা জেনে নেব লিথুনিয়ার টাকার মান অর্থাৎ লিটাস বা ইউরোর মান কেমন সে সম্পর্কে।
লিথুয়ানিয়ার টাকা তথা লিটাস বা ইউরোর মান বরাবরই বাংলাদেশি টাকার চেয়ে বেশি। অপরদিকে বাংলাদেশের টাকার মান দিনে দিনে কমছে আর লিটাস বা ইউরো মান দিনে দিনে বাড়ছে। সুতরাং লিটাস বা ইউরো মান বাংলাদেশি টাকার চেয়ে বেশি।
আরও পড়ুন ঃ রেমিটেন্স কি বা রেমিটেন্স কাকে বলে?
দেশটিতে নিজস্ব মুদ্রা লিটাস প্রচলিত ছিল, যেটি দেশটির সরকারি মুদ্রা। পরবর্তী সময়ে ২১ শতকে লিথুনিয়া ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে। দেশটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হলে মুদ্রা পরিবর্তিত হয়ে ইউরো এর ব্যবহার প্রচলিত হয়। ২০০২ সাল থেকে লিথুনিয়ার মুদ্রা "ইউরো" (€) প্রচলিত হয়।
- মুদ্রার নাম লিথুনিয়ান লিটাস (Lithuanian Litas) (Lt বা LTL).
- পরবর্তী সময়ে দেশটির মুদ্রার নাম হয় ইউরো (Euro) (€).
লিথুনিয়ার ১ লিটাস সমান বাংলাদেশের কত টাকা
লিথুনিয়ার ১ লিটাস (টাকা) বাংলাদেশের কত টাকার সমান এ সম্পর্কিত আলোচনার এ পর্যায়ে আমরা জেনে নিব মুদ্রা বিনিময় হার অর্থাৎ লিথুনিয়ার এক লিটাস সমান বাংলাদেশের কত টাকা সে সম্পর্কে।
আরও পড়ুন ঃ লিথুনিয়া কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি?
বর্তমান সময়ে অর্থাৎ ২০১৫ সাল থেকে লিথুনিয়ার জাতীয় মুদ্রা ইউরো নামে প্রচলিত আছে। প্রতিটি ইউরো ১০০ সেন্টে বিভক্ত। আজকের সর্বশেষ তথ্য অনুযায়ী
- লিথুনিয়ার ১ লিটাস সমান ৩৮.১৯৬৯ বাংলাদেশি টাকা।
- লিথনিয়ার ১ ইউরো সমান ১৩২.৫৪ বাংলাদেশি টাকা।
এই বিনিময় হারের অর্থ হল কোন মানি এক্সচেঞ্জে যদি আপনি ৩৮.১৯৬৯ টাকা জমা দেন তার বিনিময়ে আপনি পাবেন লিথুনিয়ার ১ লিটাস। বর্তমানে দেশটিতে লিটাস চালু নেই, চালু আছে ইউরো। সেজন্য সকল হিসাব ইউরোতে করতে হবে। আপনারা যারা লিথুনিয়া যাওয়ার চিন্তা করছেন তাদের জন্য এটি জেনে রাখা ভালো।
লিথুনিয়ার ১ ইউরো সমান বাংলাদেশের কত টাকা
লিথুনিয়ার ১ লিটাস (টাকা) বাংলাদেশের কত টাকার সমান এ সম্পর্কিত আলোচনার এ পর্যায়ে আমরা জেনে নিব ১ ইউরো সমান বাংলাদেশের কত টাকা সে সম্পর্কে। ইউরো হলো ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের একক মুদ্রার সমষ্টিগত নাম। লিথুনিয়ার বর্তমান মুদ্রার নাম ইউরো।
উপরোক্ত আলোচনা পড়ে আমরা জানতে পেরেছি যে, ইউরোর দাম বরাবরই বেশি থাকে। বর্তমান সময়েও ইউরোর দাম বাংলাদেশি টাকার চেয়ে অনেক বেশি। আজকের রেট অনুসারে -
- লিথুনিয়ার ১ ইউরো সমান বাংলাদেশের ১৩২.৫৪ টাকা।
অর্থাৎ মানি এক্সচেঞ্জ অফিসে বা ব্যাংকে যদি আপনি ১৩২.৫৪ টাকা জমা দেন তাহলে ১ ইউরো পাবেন। তবে প্রতিদিনই এই রেট কম-বেশি হয়ে থাকে। মানি এক্সচেঞ্জের এই রেট ফিক্সড নয়।
লিথুনিয়ার ১০০ ইউরো সমান বাংলাদেশের কত টাকা
লিথুনিয়ার ১ লিটাস (টাকা) বাংলাদেশের কত টাকার সমান এ সম্পর্কিত আলোচনার এ পর্যায়ে আমরা জেনে নিব ১০০ ইউরো সমান বাংলাদেশের কত টাকা সে সম্পর্কে।
আরও পড়ুন ঃ জাপানে ওয়ার্ক পারমিট ভিসার বেতন কত এবং জাপানে যেতে কত বয়স ও শিক্ষকতা যোগ্যতা লাগে?
উক্ত আলোচনা থেকে আমরা জানতে পেরেছি ১ ইউরো সমান ১৩২.৫৪ টাকা। সেই হিসাব অনুযায়ী আজকের রেট অনুসারে
- লিথুনিয়ার ১০০ ইউরো সমান বাংলাদেশের ১৩২৫৪ টাকা (১৩২.৫৪*১০০)।
মুদ্রা বিনিময় হার পরিবর্তনশীল তাই যেকোনো সময় এই হিসাব কম-বেশি হতে পারে।
লিথুনিয়ার ৫০০ ইউরো সমান বাংলাদেশের কত টাকা
লিথুনিয়ার ১ লিটাস (টাকা) বাংলাদেশের কত টাকার সমান এ সম্পর্কিত আলোচনার এ পর্যায়ে আমরা জেনে নিব লিটু মিয়ার ৫০০ ইউরো সমান বাংলাদেশের কত টাকা সে সম্পর্কে।
আরও পড়ুন ঃ জাপানে কোন কাজের চাহিদা বেশি এবং কাজের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত?
আজকের মুদ্রা বিনিময় হার অনুসারে লিথুনিয়া ১ ইউরো সমান ১৩২ টাকা ৫৪ পয়সা। সেই হিসেবে অনুযায়ী -
- লিথুনিয়ার ৫০০ ইউরো সমান বাংলাদেশের ৬৬২৭০ টাকা (১৩২.৫৪*৫০০)।
৫০০ ইউরো সমান এই টাকার পরিমান মুদ্রা বিনিময় হারের টাকার উপর নির্ভরশীল।
লিথুয়ানিয়ার ১০০০ ইউরো সমান বাংলাদেশের কত টাকা
লিথুনিয়ার ১ লিটাস (টাকা) বাংলাদেশের কত টাকার সমান আলোচনার এ পর্যায়ে আমরা জেনে নেব লিটুনি আর ১০০০ ইউরো সমান বাংলাদেশের কত টাকা সে সম্পর্কে।
আরও পড়ুন ঃ প্রবাসীদের জন্য কোন দেশ সেরা ও বেতন কত?
আমরা উপরের আলোচনা থেকে জেনেছি ১ ইউরো সমান ১৩২.৫৪ টাকা।সেই হিসেব অনুসারে -
- লিথুনিয়ার ১০০০ ইউরো সমান বাংলাদেশের ১৩২৫৪০ টাকা (১৩২.৫৪*১০০০)।
এই হিসেবগুলো মানি এক্সচেঞ্জের রেটের সাথে পরিবর্তনশীল। এই হিসাব অনুযায়ী যে কোন পরিমাণ ইউরোর সাথে বাংলাদেশের টাকার হিসাব বের করতে পারবেন।
লিথুনিয়ার মুদ্রা লিটাস সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা
লিথুনিয়ার ১ লিটাস (টাকা) বাংলাদেশের কত টাকার সমান এ সম্পর্কিত আলোচনার এ পর্যায়ে আমরা আলোচনা করব লিথুনিয়ার মুদ্রা লিটাস বা ইউরো সম্পর্কে আপনারা কিছু সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করে থাকেন বা গুগলে সার্চ করে থাকেন সেগুলো সম্পর্কে।
প্রশ্ন ঃ লিথুনিয়ার লিটাস কি?
উত্তর ঃলিথুনিয়ার লিটাস হলো সে দেশের সরকারি মুদ্রার নাম। এই মুদ্রাটি ১৯৯৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রচলিত ছিল। তারপরে ইউরো চালু হলে এই মুদ্রার প্রচলন বন্ধ হয়ে যায়।
প্রশ্ন ঃ লিথুনিয়ার সরকারি মুদ্রা লিটাসের কোড কোনটি?
উত্তর ঃ লিথুনিয়ার মুদ্রা লিটাসের আন্তর্জাতিক মুদ্রা কোড হলো Lt ও LTL.
প্রশ্ন ঃ লিথুনিয়ার মুদ্রা ইউরোর উপনাম কি এবং কয় ভাগে বিভক্ত?
উত্তর ঃলিথুনিয়ার মুদ্রা ইউরোর উপনাম হলো সেন্ট, এটি ১০০ ভাগে বিভক্ত অর্থাৎ ১ ইউরো সমান ১০০ সেন্ট।
প্রশ্ন ঃ লিথুনিয়ার মুদ্রা লিটাসের পরিবর্তে কেন ইউরো গ্রহণ করা হয়েছে?
উত্তর ঃ ২০১৫ সালের ১ জানুয়ারি লিথুনিয়া ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় অর্থাৎ সদস্য পদে লাভ করে। আর তখন থেকেই লিটাসের পরিবর্তে নতুন মুদ্রা ইউরো গ্রহণ করেছে। যার ফলশ্রুতিতে লিথুনিয়া অর্থনৈতিকভাবে মজবুত ভিত্তি করে ও স্বাবলম্বী হতে সহায়ক হয়েছে।
প্রশ্ন ঃ লিথুনিয়ার আগের নোট অর্থাৎ পুরাতন নোট বা কয়েন এখনো কি ব্যবহার করা যায়?
উত্তর ঃ নিয়ম অনুসারে পুরাতন নোটগুলো বৈধ মুদ্রা নয়। সুতরাং আগের নোটগুলো ব্যবহার করা যায় না। তবে লিথুনিয়ার কেন্দ্রীয় ব্যাংকে পুরাতন নোট বা কয়েন বিনিময় করার সুযোগ রয়েছে।
প্রশ্ন ঃ পুরাতন নোট লিটাসের বিনিময় হার কেমন ছিল?
উত্তর ঃ ইউরো চালু হওয়ার আগ পর্যন্ত লিথুনিয়ার লিটাসকে আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার অনুযায়ী মূল্যায়ন করা হতো। ২০১৪ সাল পর্যন্ত লিটাসের বিনিময় হার ছিল ১ ইউরো সমান লিথুনিয়ার ৩.৪৫ লিটাস।
উপসংহার
প্রিয় পাঠক বৃন্দ, লিথুনিয়ার ১ লিটাস (টাকা) বাংলাদেশের কত টাকার সমান এ সম্পর্কিত আর্টিকেলটি পড়ে সেদেশের মুদ্রা এবং অন্যান্য তথ্যাবলি বিস্তারিতভাবে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন বলে আমার বিশ্বাস। লিথুনিয়ার মুদ্রা লিটাস বা ইউরো সম্পর্কে জানার জন্য কোন তথ্যের প্রয়োজন হলে বা কোন পরামর্শ থাকলে নিচের কমেন্টস বক্সে জানানোর অনুরোধ রইলো।
আশা করি, আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। তাই আপনার ভালোলাগা তথ্যগুলো অন্যদের জানার জন্য শেয়ার করতে ভুলবেন না প্লিজ। এরকম আরো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যারা লিথুনিয়া ভ্রমণে যাওয়ার চিন্তা করছেন তারা এহিসাবগুলো জেনে রাখলে অনেক সুবিধা হবে। আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url