ঢাকা টু বরিশাল লঞ্চের নাম সময়সূচী টিকিট ও ভাড়া জেনে নিন

ঢাকা টু বরিশাল লঞ্চের নাম সময়সূচী টিকিট ও ভাড়া জানানোর জন্যই আজকে আর্টিকেলটি লেখা। এ সকল বিষয়গুলো জানার জন্য আপনারা গুগলে সার্চ করে থাকেন। লঞ্চ সম্পর্কিত সকল তথ্য এখানেই পেয়ে যাবেন। বাংলাদেশের রাজধানী ও ব্যস্ততম নগরী ঢাকার সাথে বাংলাদেশের শস্যভান্ডার ও নদীনালা খালবিলে পরিপূর্ণ বরিশালের যোগাযোগের অনেক মাধ্যম থাকলেও নিরাপদ ও সাশ্রয়ী মাধ্যম হলো নদীপথে যোগাযোগ অর্থাৎ লঞ্চ। আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে তথ্যগুলো জেনে নিন।

ঢাকা টু বরিশাল লঞ্চের নাম সময়সূচী টিকিট ও ভাড়া জেনে নিন

ঢাকা শহরের লঞ্চঘাটটি বুড়িগঙ্গা নদীর তীরে সদরঘাটে অবস্থিত অপরদিকে বরিশালের লঞ্চঘাটটি কীর্তনখোলা নদীর তীরে বরিশাল শহরে অবস্থিত। আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন ঢাকা টু বরিশাল রুটে যে লঞ্চগুলো চলে তার নাম কি? লঞ্চ চলাচলের সময়সূচি, টিকিট কাটার নিয়ম ও এই রুটের লঞ্চের ভাড়ার তালিকাসহ এরকম প্রয়োজনীয় সকল বিষয় সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক ঢাকা থেকে বরিশালের মাঝে চলাচলকারী লঞ্চ সম্পর্কিত সকল তথ্যগুলো।

পেজ সুচিপত্র

ঢাকা টু বরিশাল লঞ্চের নাম

ঢাকা টু বরিশাল লঞ্চের নাম জানার জন্য আপনারা প্রায়ই গুগলে সার্চ করেন। যে সকল যাত্রীগণ ঢাকা থেকে বরিশাল লঞ্চে যাবেন তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি যেখানে যাবেন বা যে মাধ্যমে যাবেন সেই মাধ্যমের নাম জানা থাকলে আপনি সহজেই তার সময়সূচী ও টিকিটের মূল্য বের করে নিতে পারবেন। এই রুটে অনেক ছোট ছোট নৌকা বা বোট চলে এগুলোতে না যাওয়াই উত্তম। নদী পথে দীর্ঘ সময়ের জার্নিতে বড় নৌযান অর্থাৎ লঞ্চে যাওয়াই বেটার। এই রুটে বড় বড় আরামদায়ক ও বিলাসবহুল লঞ্চ চলাচল করে। ঢাকা টু বরিশাল রুটে যে লঞ্চগুলো চলে সেগুলোর নাম নিম্নে উল্লেখ করা হলো।

  • এম ভি কীর্তনখোলা ২,
  • এম ভি কামাল খান ১,
  • এম ভি পারাবত ২,
  • এম ভি সুন্দরবন ৭,
  • এম ভি সুন্দরবন ১০,
  • এম ভি সুরভী ৭,
  • এম ভি পারাবত ৭,
  • এম ভি পারাবত ৯,
  • এম ভি সুরভী ৮,
  • এম ভি পারাবত ১১,
  • এম ভি সুন্দরবন ৮,
  • এম ভি মানামি,
  • এম ভি অ্যাডভেঞ্চার ১,
  • এম ভি কীর্তনখোলা ১০।

ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচী

ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচি জেনে সেই মোতাবেক জার্নি করাটা আপনার জন্য ভালো। ঢাকা টু বরিশাল রুটে অনেক লঞ্চ চলাচল করে কিন্তু এগুলোর সময়সূচী আপনারা অনেকেই জানেন না। এই সময়গুলো জানানোর জন্যই সময়সূচী আপলোড কর হলো। ঢাকা থেকে বরিশাল লঞ্চের সময়সূচি জেনে নিন। ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচি নিম্নে চার্ট আকারে উল্লেখ করা হলো। সময়সূচি দেখে যে সময়ে জার্নি করলে আপনার জন্য আরামদায়ক হবে সেই সময় জার্নি করুন, নিরাপদে থাকুন। ঢাকা টু বরিশাল রুটের সকল লঞ্চ রাত আটটা থেকে নটার মধ্যে ছেড়ে দেয়

ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচী

লঞ্চের নাম

ছাড়ার সময়

এম ভি কীর্তনখোলা ২

রাত ৮ঃ১৫ মিনিট

এম ভি কামাল খান ১

রাত ৮ঃ১৫ মিনিট

এম ভি পারাবত ২

রাত ৮ঃ৩০ মিনিট

এম ভি সুন্দরবন ৭

রাত ৮ঃ৩০ মিনিট 

এম ভি সুন্দরবন ১১

রাত ৮ঃ৩০ মিনিট

এম ভি সুরভী ৭

রাত ৮ঃ৩০ মিনিট

এম ভি পারাবত ৭

রাত ৮ঃ৩০ মিনিট

এম ভি পারাবত ৯

রাত ৮ঃ৪৫ মিনিট

এম ভি সুরভী ৮

রাত ৮ঃ৪৫ মিনিট

এম ভি পারাবত ১১

রাত ৮ঃ৪৫ মিনিট

এম ভি সুন্দরবন ৮ 

রাত ৮ঃ৪৫ মিনিট

এম ভি মানানি

রাত ৯ঃ০০ মিনিট

এম ভি অ্যাডভেঞ্চার ১

রাত ৯ঃ০০ মিনিট

এম ভি কীর্তনখোলা ১৩

রাত ৯ঃ০০ মিনিট

বি ঃ দ্র ঃ লঞ্চ ছাড়ার সময়সূচি যে কোন সময় পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন ঃ মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ জেনে নিন।

ঢাকা টু বরিশাল লঞ্চের টিকিট কাটার নিয়ম

ঢাকা থেকে বরিশালে লঞ্চে যাওয়ার জন্য ঢাকা টু বরিশাল লঞ্চের টিকিট কাটার নিয়ম জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এ বিষয়ে জানার জন্য আপনারা গুগলে সার্চ করেন কিভাবে টিকিট কাটা যায় অথবা কিভাবে টিকিট বুক করা যায় ইত্যাদি বিষয় সম্পর্কে ঢাকা বরিশাল লঞ্চের টিকিট লঞ্চের ভিতরে ঢুকলেই দেখবেন টিকিট নিয়ে বসে আছে। টিকিট দেওয়ার জন্য অথবা আপনাদের কাছে জিজ্ঞেস করবে টিকিট করছেন কিনা তখন টিকিট করে নিতে পারবেন। লঞ্চের ডেক, কেবিন ও অন্যান্য আসনের টিকিট এখানেই পাবেন।

আরও পড়ুন ঃ ঢাকা টু রাজশাহী ট্রেনের নাম সময়সূচী ভাড়া ও টিকিট কাটার নিয়ম।

ঢাকা টু বরিশাল লঞ্চের ভাড়ার তালিকা

ঢাকা টু বরিশাল লঞ্চের ভাড়ার তালিকা জানার জন্য আপনারা google এ সার্চ করে থাকেন। র্জার্নি করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো টাকা! অ্যাভেলেবেল টাকা থাকলে যে কোন জার্নিতেই ইনজয় করা যায়। সেজন্য ঢাকা থেকে বরিশাল লঞ্চের ভাড়ার তালিকা জানা আপনার জন্য জরুরি। এর আগের আলোচনা আপনারা লঞ্চের নাম ও সময়সূচী সম্পর্কে জেনেছেন। এবার জেনে নিন ঢাকা থেকে বরিশাল যেতে হলে কি পরিমাণ ভাড়া লাগে সেটা সম্পর্কে। আপনারা সকলেই জানেন যে নৌপথের দূরত্ব, লঞ্চের অবস্থা ও আসন বিন্যাসের উপরে নির্ভর করে ভাড়া কম বেশি হয়ে থাকে। সবগুলো লঞ্চে ভাড়ার পরিমান প্রায় একই রকম। নিম্নে ঢাকা হতে বরিশাল লঞ্চের সিট অনুসারে ভাড়ার তালিকা প্রদান করা হলো।

সিটের নাম

প্রতি সিটের ভাড়া

ডেকের সাধারণ সিট

২০০ টাকা

সিঙ্গেল কেবিন

৯০০ - ১১০০ টাকা

ডাবল কেবিন

১৭০০ - ১৯০০ টাকা

ফ্যামিলি ক্যাবল

২৫০০ - ২৭০০ টাকা 

ভিআইপি ক্যাবল (সেমি)

২৮০০ - ৩০০০ টাকা 

ভি আই পি কেবিন

 ৪৮০০ - ৫০০০ টাকা

ঢাকা টু বরিশাল লঞ্চের মোবাইল নাম্বার 

ঢাকা টু বরিশাল লঞ্চে যাওয়ার জন্য লঞ্চের নাম, লঞ্চের সময়সূচি, লঞ্চের টিকিট কাটার নিয়ম ও লঞ্চের ভাড়া কত ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে জানার জন্য বিভিন্ন মাধ্যমে বা google এ সার্চ করে চেষ্টা করে থাকেন। তখনই প্রয়োজন মনে করেন একটা মোবাইল নাম্বার থাকলে ভালই হতো ও যোগাযোগ করা যেত। আপনাদের ও যাত্রীদের সুবিধার্থে যে কোন প্রয়োজনে লঞ্চে সাথে যেন যোগাযোগ করতে পারেন সেজন্য ঢাকা টু বরিশাল রুটের কয়েকটি লঞ্চের মোবাইল নাম্বার নিম্নে প্রদান হলো।

লঞ্চের নাম

মোবাইল নাম্বার

এম ভি সুরভী ৭

০১৭১২৭৭২৭৮৬

এম ভি সুন্দরবন ৭

০১৭১১৩৫৮৮৩৮

এম ভি পারাবত ৭

০১৭১১৩৪৬০৮০

এম ভি পারাবত ২

০১৭১৫৩৮৪১৩১

এম ভি পারাবত ১১

০১৫৫২৪২৯৭৪৬

এম ভি সুরভী ৮

০১৭১২৭৭২৭৮৬

এম ভি মানানি

০১৩০৯০৩৩৫৮৬

এম ভি সুন্দরবন ৮

০১৭৫৮১১৩০১১

এম ভি কামাল খান ১

০১৭১২৩৮২৪১৪

আরও পড়ুন ঃ রাজশাহী টু খুলনা ট্রেনের নাম সময়সূচী টিকিট ও ভাড়া জেনে নিন।

ঢাকা টু বরিশাল নদীপথের দূরত্ব কত

ঢাকা টু বরিশালে নৌপথে যারা যাবেন তাদের জন্য মজার বিষয় হলো সারারাত ধরে লঞ্চে জার্নি করতে হবে। কখনো ঘুমিয়ে, কখনো শুয়ে আবার কখনো বসে থেকে। নৌপথে ঢাকা টু বরিশালের দূরত্ব জানার জন্য আপনারা google এ সার্চ করে থাকেন। আপনাদের এই প্রশ্নটির উত্তর দিতেই এ পর্বটি লেখা। ঢাকা টু বরিশাল নৌপথের দূরত্ব মৌসুম অনুসারে কম বেশি হয়ে থাকে অর্থাৎ বর্ষা মৌসুমে যখন নদী পানিতে পরিপূর্ণ থাকে তখন দূরত্ব কিছুটা বেড়ে যায় আবার শীত মৌসুমে নদীর পানি কমে গেলে দূরত্ব কিছুটা কমে যায়। দুই মৌসুমের দূরত্বের গড় হিসাব করে ঢাকা টু বরিশাল নৌপথের দূরত্ব ১৭৮ কিলোমিটার।

আরও পড়ুন ঃ রাজশাহী টু পঞ্চগড় ট্রেনের নাম সময়সূচী ও ভাড়া জেনে নিন।

ঢাকা টু বরিশাল লঞ্চে যেতে কত সময় লাগে

ঢাকা টু বরিশাল লঞ্চে যেতে কত সময় লাগে? আপনারা এটি জানার জন্য গুগলের অনুসন্ধান করে থাকেন। যারা ভ্রমণ পছন্দ করেন বা এডভান্সার প্রিয় তাদের জন্য ঢাকা টু বরিশাল লঞ্চে কত সময় লাগে একটু জেনে নেন। ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ ছেড়ে বরিশাল কীর্তনখোলা নদীর লঞ্চ টার্মিনালে সারারাতে পৌঁছায়। ইদানিংকালে ঢাকা টু বরিশালে ওয়াটার বাস অথবা বোর্ড চলে যেগুলোতে সময় একটু কম লাগে সময় কম লাগলেও দূরের নীতে নৌপথে এগুলো নিরাপদ নয়। ঢাকা টু বরিশাল লঞ্চে যেতে সময় লাগে ৮ থেকে ১০ ঘন্টা।

আরও পড়ুন ঃ ঢাকা টু চাঁদপুর লঞ্চের নাম সময়সূচি ও ভাড়া জেনে নিন।

ঢাকা টু বরিশাল লঞ্চ সম্পর্কে সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা

ঢাকা টু বরিশাল রুটে লঞ্চ চলাচল সম্পর্কে আপনারা অনেক সাধারণ প্রশ্ন গুগলে সার্চ করে থাকেন। এই প্রশ্নগুলো জানার জন্য আপনারা এই আর্টিকেলটি পড়লে উত্তরগুলো জানতে পারবেন। গুগলে সার্চ করেন এরকম কিছু প্রশ্ন নিয়ে এ পর্বটি সাজানো। একটু নিচের দিকে পড়ুন প্রশ্ন উত্তর গুলো জানুন।

প্রশ্ন ঃ ঢাকা টু বরিশাল লঞ্চে খাবার ব্যবস্থা আছে কি?

উত্তর ঃ ঢাকা টু বরিশাল লঞ্চে খাবারে সুব্যবস্থা রয়েছে।

প্রশ্ন ঃ ঢাকা টু বরিশাল রুটের লঞ্চগুলোতে কি কেবিনের ব্যবস্থা আছে?

উত্তর ঃ ঢাকা টু বরিশাল রুটে বিলাসবহুল লঞ্চগুলোতে সুন্দর সুন্দর কেবিনের ব্যবস্থা আছে।

প্রশ্ন ঃ নৌপথে ঢাকা টু বরিশালের দূরত্ব কত?

উত্তর ঃ নৌপথে ঢাকা টু বরিশালের দূরত্ব ১৭৮ কিলোমিটার।

প্রশ্ন ঃ নৌপথে ঢাকা থেকে বরিশাল যেতে কত সময় লাগে?

উত্তর ঃ নৌ পথে ঢাকা থেকে বরিশাল যেতে ৮ থেকে ১০ ঘণ্টা সময় লাগে।

প্রশ্ন ঃ লঞ্চের ডেকে যেতে হলে কি কি নিতে হয় বা ঘুমানোর ব্যবস্থা আছে কি?

উত্তর ঃ লঞ্চের ডেকে ঢাকা থেকে বরিশাল যেতে চাইলে একটা কম্বল, একটা বালিশ নিয়ে লঞ্চে ওঠা উচিত। আর যদি কেবিনে সিট নেন তাহলে সবকিছু ব্যবস্থা রয়েছে।

উপসংহার

আশা করি, ঢাকা টু বরিশাল লঞ্চের নাম সময়সূচী টিকিট ও ভাড়া সম্পর্কিত আজকের আর্টিকেলটি পড়ে আপনারা এ সম্পর্কিত সকল তথ্যগুলো বিস্তারিতভাবে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। যদি আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিন যেন তারাও তথ্যগুলো জানতে পারে। এরকম আরো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।

প্রিয় পাঠক বৃন্দ, জার্নি মানেই আনন্দ, জার্নি মানেই মজা তাই যেকোনো জার্নি করার সময় ফ্যামিলিসহ অথবা বন্ধু-বান্ধবদের সাথে জার্নি করুন। এতে করে আপনার মনের রিপ্লেসমেন্টটা আরো বেড়ে যাবে। যাত্রাপথে অন্যের দেয়া কিছু খাবেন না। স্বাস্থ্যের প্রতি যত্নবান হন সুস্থ থাকুন। আজকের আর্টিকেলটি সম্পর্কে কোন মতামত থাকলে কমেন্টস বক্সে জানানোর অনুরোধ রইল। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url