লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার নিয়ম জানুন

লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার নিয়ম জানাতেই আজকের আর্টিকেলটি লেখা। প্রতিটা এসপেক্টেই ইতালি লিথুনিয়ার চেয়ে উন্নত দেশ। অনেকেই লিথুনিয়া যাওয়ার পরে সেখান থেকে ইতালিতে চলে যেতে চান। কিন্তু তাঁরা জানান না কিভাবে বা কি নিয়মে নিথুনিয়া থেকে ইতালি যেতে হয়। আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার উপায় সম্পর্কে।

লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার নিয়ম জানুন

লিথুনিয়া ও ইতালি দুটি দেশই ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেনভুক্ত দেশ। তারপরও সুযোগ সুবিধা বেতন জীবনযাত্রার মান ইত্যাদি দিক বিবেচনা করে বেশিরভাগ প্রবাসীরা লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার চেষ্টা করেন। আর তখনই তাদের প্রয়োজন হয় লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার উপায় জানার। তখন তারা শুরু করেন google এ সার্চ করা।

পেজ সুচিপত্র

লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার নিয়ম

লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার নিয়ম জানার জন্য মনোযোগ সহকারে এই আর্টিকেলটি পড়ুন। উপরের আলোচনায় আপনারা জেনেছেন লিথুনিয়া ও ইতালি উভয়েই সেনজেনভুক্ত ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ। যদি কেউ সেনজেন ভিসা নিয়ে লিথুনিয়া যেয়ে থাকেন তাহলে সেখান থেকে খুব সহজেই ভিসা ছাড়াই স্বপ্নের দেশ ইতালিতে পাড়ি জমাতে পারবেন।

লিথুনিয়া থেকে রেসিডেন্ট পারমিট ভিসা নিয়ে ইতালি গেলে বেশি সুযোগ-সুবিধা পাওয়া যায়।  এই সুযোগ-সুবিধা পাওয়ার জন্য আপনাকে লিথুনিয় যাওয়ার পর সেখানে স্থায়ী হতে হবে। স্থায়ী হওয়ার পর আপনি যদি চান তাহলে লিথুনিয়া থেকে রেসিডেন্ট ভিসা নিয়ে ইতালি পেতে পারেন অথবা আপনি আপনার আগের দেশেও ফিরে আসতে পারেন।

আরও পড়ুন ঃ লিথুনিয়া কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি।

যিনারা সেনজেন ভিসা নিয়ে লিথুনিয়া এসেছেন তাদের জন্য উত্তম হলো সেখানে রেসিডেন্স বা নাগরিকত্ব পাওয়ার পরে লিথুনিয়া ত্যাগ করা। কারণ সেনজেন ভিসা থাকলে আপনি যেকোনো সময় লিথুনিয়া থেকে ইতালি জেতে পারবেন বা দেশ ত্যাগ করতে পারবেন। এতে কোন বাধা থাকবে না। সুতরাং যারা ইউরোপের দেশগুলোতে স্থায়ীভাবে বসবাস করার উদ্দেশ্যে যেতে যাচ্ছেন তাদের অবশ্যই লিথুনিয়ার নাগরিকত্ব নেওয়ার পর লিগ্যাল ভাবে ইতালিতে যাওয়া উচিত।

লিথুনিয়া থেকে ইতালি যেতে কত টাকা লাগে

লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার নিয়ম জানতে এখন আপনাদেরকে জানাবো লিথুনিয়া থেকে ইতালি যেতে কত টাকা খরচ হয় সে সম্পর্কে। লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার দুইটি ওয়ে আছে। একটি বৈধ বা লিগ্যাল ওয়ে আর অন্যটি হলো অবৈধ বা লিগ্যাল ওয়ে। বৈধ পথে ইতালি যেতে নিথুনিয়া থেকে প্রায় ২ হাজার ২ শত কিলোমিটার আকাশপথে অর্থাৎ বিমানে যেতে হয়। আকাশ পথে খুব বেশি একটা খরচ হয় না। শুধুমাত্র বিমানের টিকিট খরচ। তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেনজেন ভিসাধারী হতে হবে।

আরও পড়ুন ঃ স্টুডেন্ট ভিসায় জাপান যাওয়ার উপায় খরচ কত হয় কাগজপত্র কি লাগে

যারা অবৈধ পথে বা ইলিগ্যাল ওয়েতে লিথুনিয়া থেকে ইতালিতে যেতে চান তাদেরকে "লিথুনিয়া টু ইতালি গেম" প্লে করতে হয়। অবৈধ পথে দালালের মাধ্যমে লিথুনিয়া থেকে ইতালিতে যেতে হয়। এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় 'লিথুনিয়া টু ইতালি গেম'। এই গেমটি পুরোপুরি সম্পন্ন হতে প্রায়  ৫ থেকে ২৫ দিন সময় লাগে আর খরচ হয় প্রায় সাড়ে তিন লক্ষ টাকা থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা। তবে অবৈধ পথে দালালের মাধ্যমে পাড়ি জমানো কখনোই শুভকর নয়। এটি অবশ্যই একটি অনিশ্চিত গেম। সবসময় মনে রাখতে হবে টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। কাজেই বৈধ পথে ইতালি যাওয়াই শ্রেয়।

  • লিথুনিয়া থেকে ইতালি যেতে বিমানে খরচ হয় €৭৫ থেকে $২৪৫ ইউরো।
  • লিথুনিয়া থেকে ইতালি যেতে ট্রেনে খরচ হয় €১৫৫ থেকে €৩২৫ ইউরো।
  • লিথুনিয়া থেকে ইতালি যেতে বাসে খরচ হয় €১৫৫ থেকে €২৪৫ ইউরো।

সেনজেনভুক্ত দেশের সুবিধা কি

লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার নিয়ম জানার পাশাপাশি আমাদের সকলকেই জেনে রাখা ভালো সেনজেনভুক্ত দেশের সুবিধাগুলো কি অর্থাৎ এখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো সেনজেনভুক্ত দেশ হলে সেনজেন ভিসার কি কি সুবিধা পাওয়া যায় সে সম্পর্কে। সেনজেন ভিসার সুযোগ-সুবিধা ও তার সংক্ষিপ্ত বর্ণনা নিম্ন প্রদান করা হলো।

সেনজেনভুক্ত দেশের সুবিধা কি

সহজ প্রবেশাধিকার ঃ সেনজেন ভিসা থাকলে সেনজেনভুক্ত ২৭ টি দেশের সব কয়টিতেই আপনি সহজেই একটি ভিসা প্রবেশ করতে পারবেন। কাজেই আপনি সেনজেন ভিসার কারণে প্রতিটি দেশেই প্রবেশাধিকারের সুযোগ পাবেন।

মুক্তভাবে চলাচল ও ভ্রমণের সুবিধা ঃ মুক্তভাবে দেশ ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন। সেনজেনভুক্ত একটি ভিসা থাকলে আপনি এই ২৭ টি দেশে মুক্তভাবে ভ্রমণ বা চলা ফেরা করতে পারবেন।

চিকিৎসা ও স্বাস্থ্য সেবা ঃ ইউরোপের দেশগুলোতে চিকিৎসা বা স্বাস্থ্যসেবা অনেক উন্নত। যদি আপনি সেনজেন ভিসায় ইউরোপের এই ২৭ টি দেশে ট্যুরে যান তাহলে আপনি জরুরী চিকিৎসা ও স্বাস্থ্যসেবা তৎক্ষণাৎ পেয়ে যাবেন।

মুক্ত বানিজ্য ও অর্থনৈতিক সুবিধা ঃসেনজেনভুক্ত দেশগুলোতে মুক্ত বাণিজ্য বা অর্থনৈতিক সুবিধা বেশি পাওয়া যায়। কেননা এই দেশগুলোতে বর্ডার ক্রসিং চেকিং ও কাস্টম ফি প্রদান করতে হয় না। এক ভিসতেই এগুলো হয়ে যায় ফলে মুক্ত বানিজ্য ও অর্থনৈতিক সুবিধা পাওয়া যায়।

শ্রম বাজারে প্রবেশাধিকার ঃ সেনজেন ভিসায় সেনজেনভুক্ত দেশগুলোতে গেলে আপনি খুব সহজেই ইউরোপীয় শ্রম বাজারে প্রবেশ করতে পারবেন এবং আপনি চাইলে সেই দেশগুলোতে স্থায়ীভাবে বসবাস করার অনুমতি পাবেন।

এক নজরে লিথুনিয়া

লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার নিয়ম উপরোক্ত আলোচনা থেকে আপনারা জানতে পেরেছেন। এখন আমরা আপনাদেরকে লিথুনিয়ে দেশটি সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দিব। দেশটি ইউরোপ মহাদেশের উত্তর ইউরোপে অবস্থিত একটি বাল্টিক দেশ। বাল্টিক দেশগুলোর মধ্যে লিথুনিয়া সবচেয়ে বড় দেশ।

আরও পড়ুন ঃ ওমানে কোন কাজের চাহিদা বেশি ও কোন কাজের বেতন কত।

  • দেশের নাম ঃ লিথুনিয়া,
  • দেশটির রাজধানী ও বৃহত্তম শহর ঃ ভিলনিয়াস,
  • লিথুনিয়ার মুদ্রার নাম ঃ লিটাস,
  • লিচু near বর্তমান মুদ্রার নাম ঃ ইউরো,
  • লিথুনিয়ার ভাষা ঃ লিথুনীয় ভাষা,
  • টেলিফোন কোড ঃ +৩৭০,
  • লিথুনিয়ার জনসংখ্যা ঃ ২.৮০১ মিলিয়ন প্রায় (২০২১ সালের হিসাব অনুযায়ী),
  • দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি,
  • দেশটির আয়তন ঃ ৬৫,৩০০ বর্গ কিলোমিটার।

লিথুনিয়ার সাথে যেসকল দেশের সীমানা রয়েছে

লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার নিয়ম জানার এ পর্যায়ে আমরা জেনে নিব লিথুনিয়ার সাথে কোন কোন দেশের সীমানা সংযোগ রয়েছে সে সম্পর্কে। লিথুনিয়া উত্তর ইউরোপের ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেন ভুক্ত একটি বাল্টিক দ্বীপ রাষ্ট্র। এই দেশটির সাথে কয়েকটি দেশের সীমানা সংযোগ রয়েছে। এ দেশটি অরণ্য, নদী ও হৃদে পরিপূর্ণ

আরও পড়ুন ঃ পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া।

লিথুনিয়ার পূর্ব ও দক্ষিণে রয়েছে বেনারুস, দক্ষিণ-পশ্চিম আছে পোল্যান্ড, পশ্চিম সীমানা জুড়ে রয়েছে রাশিয়ার কালিনিনগ্রাদ ও অবলান্ত রাশিয়ার ছিটমহল এবং দেশটির উত্তরে রয়েছে লাটভিয়া।

লিথুনিয়া থেকে ইতালি কিভাবে যাবেন 

লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার নিয়ম জানার পাশাপাশি এখন আমরা জেনে নেব লিথুনিয়া থেকে ইতালি কিভাবে যাবেন সে সম্পর্কে। ট্রেন, বাস অথবা বিমান যোগে লিথুনিয়া থেকে ইতালি যাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে কম্ পোর্টেবল উপায় হল বিমানযোগে যাওয়া।

  • বিমান যোগে লিথুনিয়া থেকে ইতালি যেতে সময় লাগে মাত্র ৫ ঘন্টা ৪০ মিনিট।
  • ট্রেন যোগে লিথুনিয়া থেকে ইতালি যেতে সময় লাগে ৩৩ ঘন্টা ৫০ মিনিট।
  • বাস যোগে লিথুনিয়া থেকে ব্রনো হয়ে ইতালি যেতে সময় লাগে ৩৬ ঘন্টা ২৫ মিনিট।

লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেতে কি কি কাগজপত্র লাগে

লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার নিয়ম ইতোমধ্যে উপরোক্ত আলোচনা পড়ে আপনারা জানতে পেরেছেন। এখন আপনাদেরকে জানাব যদি আপনি লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান তাহলে কি কি কাগজপত্র লাগে সে সম্পর্কে। লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার জন্য নিম্নোক্ত কাগজপত্র গুলো প্রয়োজন হয়।

আরও পড়ুন ঃ টাফনিল এর কাজ খাওয়ার নিয়ম ও সতর্কতা।

  • কমপক্ষে ছয় মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট,
  • পাসপোর্ট সাইজের প্রয়োজনীয় সংখ্যক ছবি,
  • ইউরোপীয়ান স্টাইলের সিভি,
  • শিক্ষাগত যোগ্যতার সকল সনদ,
  • কাজের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট,
  • জাতীয় পরিচয় পত্রের কপি,
  • নাগরিক সনদের কপি,
  • ভাষা শিক্ষার প্রমান পত্র,
  • জব অফার লেটার,
  • কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র, 
  • স্বাস্থ্য পরীক্ষার প্রমানপত্র,
  • ভিসা এপ্লিকেশন ফর্ম। ইত্যাদি।

এছাড়াও লিথুনিয়ার এম্বাসি কর্তৃক প্রয়োজনীয় যে কোন কাগজপত্র লাগতে পারে।

লিথুনিয়া যেতে কত বছর বয়স লাগে

লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার নিয়ম জানার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেবো লিথুনিয়া কাজের উদ্দেশ্যে যেতে কত বছর বয়স লাগে সে সম্পর্কে। লিথুনিয়া এমন একটি দেশ যেখানে কাজের অনেক সুযোগ রয়েছে। এই দেশটিতে কিছু নীতিমালা ও বয়স অনুযায়ী জনবল নিয়োগ করা হয়।

লিথুনিয়া যেতে কত বছর বয়স লাগে

অনেক সময় লিথুনিয়া কাজের লোকের ক্ষেত্রে সার্কুলারে বয়স উল্লেখ করা থাকে। এছাড়াও অন্যান্য দেশ থেকে নূন্যতম ২০ বসর বয়সের লোকজন লিথুনিয়ে যাওয়ার জন্য আবেদন করতে পারেন। তবে কোন ক্ষেত্রে এ বয়সে সীমা ৩৫ বছর পর্যন্ত উল্লেখ করা থাকে।

লিথুনিয়া সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা

লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার উপায় জানার পাশাপাশি এখন আপনারা জেনে নিন নিথুনিয়া সম্পর্কে সাধারণ কিছু প্রশ্ন জিজ্ঞাসা। যেগুলো আপনারা গুগলে প্রায়শই সার্চ করে থাকেন। গুগলে সার্চ করে থাকেন এরকম কিছু প্রশ্ন-উত্তর নিম্নে আলোচনা করা হলো। 

প্রশ্ন ঃ লিথুয়ানিয়ার মাথা পিচু আয় কত?

উত্তর ঃ ২০২৩ সালের হিসাব অনুযায়ী লিথুয়ানিয়ার মাথাপিছু আয় ২২ হাজার মার্কিন ডলার যা বিশ্বের ৪২ তম অবস্থান।

প্রশ্ন ঃ লিথুনিয়া কি সেনজেন ভুক্ত দেশ?

উত্তর ঃ জ্বি, লিথুনিয়া সেনজেনভুক্ত দেশ। ২০০৩ সালের ১৬ এপ্রিল লিথুনিয়া সেনজেন চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রশ্ন ঃ লিথুনিয়া কি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ?

উত্তর ঃ জ্বি, লিথুনিয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ। একুশ শতকে লিথুনিয়া ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়।

প্রশ্ন ঃ লিথুনিয়া কি ধনী রাষ্ট্র নাকি গরিব রাষ্ট্র?

উত্তর ঃলিথুনিয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত মানব সম্পদে উন্নত একটি রাষ্ট্র অর্থাৎ লিথুনিয়া একটি ধনী দেশ।

প্রশ্ন ঃ বিমানে লিথুনিয়া থেকে ইতালির দূরত্ব কত?

উত্তর ঃ বিমানে অর্থাৎ আকাশ পথে লিথুনিয়া থেকে ইতালির দূরত্ব ১,৭১৯ কিলোমিটার বা ১০৬৮ মাইল।

উপসংহার

প্রিয় পাঠক বৃন্দ, লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার জন্য সবসময় বৈধ পন্থা অবলম্বন করলে একদিকে যেমন খরচ কমবে অন্যদিকে জীবনের ঝুঁকিও থাকবে না। কিন্তু অবৈধ পন্থায় লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার জন্য এক দিকে যেমন বেশি অর্থ বলতে হবে তেমনি অন্যদিকে জীবন নাশের হুমকি রয়ে যাবে। কাজেই সবসময় বৈধ পথে লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার চেষ্টা করুন।

আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন পেরেছেন। এরকম আরো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যান্যরাও এ তথ্যগুলো জানতে পারে। সর্বোপরি লিথুনিয়া থেকে ইতালিতে আপনার যাত্রা শুভ হোক।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url