রাজশাহী টু খুলনা ট্রেনের নাম সময়সূচী টিকেট ও ভাড়া জেনে নিন

রাজশাহী টু খুলনা ট্রেনের নাম সময়সূচী টিকেট ও ভাড়া জানার জন্য আপনারা গুগলসহ বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করছেন। আপনাদেরকে কষ্ট করে আর অন্য কোন ওয়েবসাইটে সার্চ করতে হবে না। এই আর্টিকেলটি পুরোপুরি পড়লে আপনি রাজশাহী টু খুলনা রুটের ট্রেন সম্পর্কে যাবতীয় তথ্য বিস্তারিতভাবে জানতে পারবেন।

রাজশাহী টু খুলনা ট্রেনের নাম সময়সূচী টিকেট ও ভাড়া জেনে নিন

এই আর্টিকেলটিতে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি রাজশাহী টু খুলনা আর উঠে ট্রেনের নাম কি ট্রেনের সময়সূচি ট্রেনের টিকিট কাটার নিয়ম ট্রেনের ভাড়া সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী আর দেরি না করে পুরো আর্টিকেলটি করে সকল তথ্যগুলো এক জায়গাতেই খুঁজে নিন যা আপনার রাজশাহী থেকে খুলনা যাওয়ার ট্রেন আরো আনন্দময় করবে।

পেজ সুচিপত্র

রাজশাহী টু খুলনা ট্রেনের নাম

রাজশাহী টু খুলনা ট্রেনের নাম সময়সূচী টিকেট ও ভাড়া সংক্রান্ত তথ্যগুলোতে এখন আপনাদেরকে জানিয়ে দেব রাজশাহী টু খুলনার যে ট্রেন চলে সে ট্রেনের নাম সম্পর্কে। রাজশাহী শহর থেকে খুলনা শহরের মধ্যে চলাচল করে অন্যতম দুইটি আন্তঃনগর ট্রেন। আপনারা এতক্ষণে সবাই খোঁজাখুঁজি করছেন যে রাজশাহী থেকে খুলনা গামী ট্রেনের নাম কি? এখনই আপনি নিচের দিকে পড়লে জানতে পারবেন রাজশাহী টু খুলনা রুটে যে ট্রেন চলে তার নাম। রাজশাহী টু খুলনা রুটে ২টি ট্রেন নিয়মিত চলাচল করে। ট্রেন দুটির নাম হলো - 

  • কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন ৭১৫,
  • সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন ৭১৬।

রাজশাহী টু খুলনা ট্রেনের সময়সূচী

রাজশাহী টু খুলনা ট্রেনের নাম সময়সূচী টিকেট ও ভাড়াসহ ট্রেন বিষয়ক সকল তথ্য জানার জন্য আপনারা সবসময় গুগল সহ বিভিন্ন মাধ্যমে সার্চ করে থাকেন। আপনাদেরা যেন  সহজেই এ সময়সূচি পেয়ে জান সে জন্য এখনই আপনাদেরকে জানিয়ে দেবো রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে কোন ট্রেনটি কয়টার সময় ছাড়ে এ সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী। রাজশাহী টু খুলনা রোডে দুটি ট্রেনের সময়সূচি নিম্নে প্রদান করা হলো। 

ট্রেনের নাম - ছাড়ার স্টেশন - ছাড়ার সময় - গন্তব্য - পৌছার সময় - ট্রেন বন্ধ।

  • কপোতাক্ষ ৭১৫ - রাজশাহী - দুপুর ২.৩০ টা - খুলনা - রাত ৮:৩০ মিনিট - মঙ্গলবার।
  • সাগরদাড়ি ৭১৬ - রাজশাহী - সকাল ৬.০০ টা - খুলনা - দুপুর ১২.০০ টা - মঙ্গলবার।

বি ঃ দ্র ঃ ট্রেনের এ সময়সূচি ও ভাড়া যেকোন সময় পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন ঃ রাজশাহী টু পঞ্চগড় ট্রেনের নাম সময়সূচী ও ভাড়া জেনে নিন।

রাজশাহী টু খুলনা ট্রেনের টিকেট কাটার নিয়ম

রাজশাহী টু খুলনা ট্রেনের নাম সময়সূচী টিকেট ও ভাড়া সম্পর্কিত আর্টিকেলটিতে এখন আমরা আপনাদেরকে জানিয়ে দিব রাজশাহী থেকে খুলনা যাওয়ার জন্য ট্রেনে উঠার আগে টিকিট কাটার নিয়ম বা কিভাবে টিকিট কাটবেন সে সম্পর্কে। এ সকল তথ্যগুলো জানার জন্য আপনারা কখনো কখনো অন্য যাত্রীদেরকে জিজ্ঞেস করেন বা গুগলে সার্চ করে থাকেন। আপনার এ বিষয়টিকে আরও সহজ করে দেওয়ার জন্যই তথ্যগুলো উপস্থাপন করা হলো।

রাজশাহী থেকে খুলনা যাওয়ার জন্য ট্রেনের টিকিট দুই ভাবে কাটতে পারেন। অনলাইনে কোন ঝামেলা ছাড়াই নিরাপদে ঘরে বসে থেকে টিকিট কেটে নিতে পারেন অথবা সরাসরি রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়ে নিয়ম-কানুন মেনে টিকিট কেটে নিতে পারেন। টিকিট ছাড়া ট্রেন জার্নি থেকে বিরত থাকুন। টিকিট ছাড়া ট্রেনে উঠলে যে কোন সময় বিপদ হতে পারে।

আরও পড়ুন ঃ অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম জানুন।

রাজশাহী টু খুলনা ট্রেনের ভাড়া

রাজশাহী টু খুলনা ট্রেনের নাম সময়সূচী টিকেট ও ভাড়া সংক্রান্ত আলোচনাটিতে এখন আমরা আলোচনা করব রাজশাহী টু খুলনা ট্রেনের ভাড়া কত সে সম্পর্কে। প্রিয় যাত্রী বৃন্দ আপনারা আগে থেকেই অবগত আছেন যে এসি কামরা, নন-এসি কামরা ও আসন বিন্যাসের উপর ভিত্তি করে ট্রেনের টিকেটের মূল্য কম-বেশি হয়ে থাকে। এসি, নন এসি ও সাধারণ আসন বিন্যাসের উপর ভিত্তি করে রাজশাহী টু খুলনা গামী ট্রেনের টিকেটের মূল্য তালিকা নিম্নে প্রদান করা হলো।

আসনের নাম / বিভাগ - ভাড়ার পরিমান / টিকিটের মূল্য।

  • শোভন - ২৬০/- টাকা (প্রতি আসন),
  • শোভন চেয়ার - ৩১০/- টাকা (প্রতি আসন),
  • প্রথম সিট - ৪১০/- টাকা (প্রতি আসন),
  • স্নিগ্ধা - ৫১৫/- টাকা (প্রতি আসন),
  • এসি সিট - ৬১৫/- টাকা (প্রতি আসন)।

রাজশাহী টু খুলনা রুটের কপোতাক্ষ ও সাগরদাড়ি ট্রেন সম্পর্কে কিছু কথা

রাজশাহী টু খুলনা ট্রেনের নাম সময়সূচী টিকেট ও ভাড়া সংক্রান্ত আলোচনা এখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে ট্রেনে যাত্রা করবেন সেই ট্রেন অর্থাৎ কপোতাক্ষ ও সাগর তারিক ট্রেন সম্পর্কে কিছু কথা। কপোতাক্ষ ট্রেন হলো বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত রাজশাহী শহর থেকে খুলনা শহরের মধ্যে চলাচলকারী অন্যতম একটি আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি ১৯৮৬ সালের ১ মে তারিখে কপোতাক্ষ এক্সপ্রেস নামে উদ্বোধনী যাত্রা শুরু করে অদ্যাবধি রেল সেবায় যুক্ত আছে। অনিবার্য কারণবশত ১৯৮৮ সালের দিকে ট্রেনটি চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে আবার ১৯৮৯ সালের শেষের দিকে পুনরায় চালু হয়।

আরও পড়ুন ঃ রাজশাহী টু দিনাজপুর ট্রেনের নাম সময়সূচী ও ভাড়া জেনে নিন।

এই কপোতাক্ষ ট্রেনটি চলার পথে রাজশাহী ও খুলনা বিভাগের রাজশাহী, নাটোর, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও খুলনা এই ৮ টি জেলাকে সংযুক্ত করেছে। পরবর্তী সময়ে রাজশাহী টু খুলনা রুটে কপোতাক্ষ ট্রেনের পাশাপাশি সাগরদাড়ি এক্সপ্রেস নামে অপর একটি ট্রেন যুক্ত হয়। অর্থাৎ বর্তমান সময়ে রাজশাহী টু খুলনা রুটে সাপ্তাহিক ছুটি মঙ্গলবার ছাড়া ২ টি ট্রেন নিয়মিত চলাচল করছে। কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটিতে ১ টি এসি চেয়ার, ৮ টি শোভন চেয়ার ও ২ টি পাওয়ার কার সহ মোট ১১ টি কম্পার্টমেন্ট বা কামরা রয়েছে।

রাজশাহী টু খুলনা রেলপথে দূরত্ব কত?

রাজশাহী টু খুলনা ট্রেনের নাম সময়সূচী টিকেট ও ভাড়া সংক্রান্ত আর্টিকেলটিতে এখন আমরা আপনাদেরকে জানিয়ে দিবো রাজশাহী টু খুলনা রেলপথের দূরত্ব কত কিলোমিটার সে সম্পর্কে। আপনারা যারা ট্রেনে রাজশাহী থেকে খুলনাতে ট্রেনে ভ্রমণ করেন তারা অনেকেই জানেন না যে এই দূরত্ব কত কিলোমিটার? এই তথ্যটি জানার জন্য আপনারা গুগলে সার্চ করে থাকেন। সে জন্যই তথ্যটি আপনাদেরকে জানিয়ে দিলাম। রাজশাহী থেকে রেলপথে খুলনার দূরত্ব হলো ২৬৩ কিলোমিটার বা ১৬৪ মাইল।

আরও পড়ুন ঃ মোবাইল ফোনের উপকারিতা ও ক্ষতিকর দিক জেনে নিন।

রাজশাহী টু খুলনা রুটে কপোতাক্ষ এক্সপ্রেস যে সকল স্টেশনে যাত্রা বিরতি দেয়

রাজশাহী টু খুলনা ট্রেনের নাম সময়সূচী টিকেট ও ভাড়া জানার জন্য আপনারা সকলেই কোন না কোন মাধ্যমে তালাশ করে থাকেন। এগুলোকে আরো সহজ করার জন্য এখন আমরা আপনাদেরকে জানিয়ে দিব কপোতাক্ষ ও সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে খুলনা যাওয়ার পথে যে সকল স্টেশনে যাত্রা বিরতি দেয় সে সম্পর্কে অর্থাৎ এ সকল স্টেশনে যাত্রীরা ট্রেনে উঠা-নামা করতে পারেন। কপোতাক্ষ ট্রেনটি রাজশাহী থেকে খুলনা রুটে চলার পথে ১৩ টি স্টেশনে যাত্রা বিরতি দেয়। বিরতি কালিন স্টেশনগুলোর নাম পর্যায়ক্রমে নিম্নে প্রদান করা হলো।

  • রাজশাহী (যাত্রা শুরু),

  1. আব্দুলপুর,
  2. আজিমনগর,
  3. ইশ্বরদী জংশন,
  4. পাকশী,
  5. ভেড়ামারা,
  6. মিরপুর জংশন,
  7. আলমডাঙ্গা,
  8. চুয়াডাঙ্গা,
  9. দর্শনা হল,
  10. কোট চাঁদপুর,
  11. মোকাররমগঞ্জ,
  12. যশোর জংশন,
  13. নয়াপাড়া,

  • খুলনা (শেষ গন্তব্য)।

রাজশাহী টু খুলনা ট্রেন সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা বা প্রশ্ন-উত্তর

রাজশাহী টু খুলনা ট্রেনের নাম সময়সূচী টিকেট ও ভাড়া সংক্রান্ত তথ্যাবলীতে আপনারা এই ট্রেন সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন বা জিজ্ঞাসা গুগলে সার্চ করে থাকেন। আপনাদের জিজ্ঞাসার আলোকে প্রশ্ন-উত্তরগুলো নিয়েই এ পর্বটা সাজানো হয়েছে। আপনাদের সাধারণ জিজ্ঞাসা ও উত্তরগুলো  নিম্নে একটু কষ্ট করে পড়ে জেনে নিন।

প্রশ্ন ঃ রাজশাহী থেকে রেল পথে খুলনার দূরত্ব কত?

উত্তর ঃ রেলপথে রাজশাহী থেকে খুলনার দূরত্ব ২৬৩ কিলোমিটার বা ১৬৪ মাইল।

প্রশ্ন ঃ ট্রেনে রাজশাহী থেকে খুলনা যেতে কত সময় লাগে?

উত্তর ঃ ট্রেনে রাজশাহী থেকে খুলনা যেতে প্রায় ৫ ঘন্টা ৩০ মিনিট সময় লাগে।

প্রশ্ন ঃ রাজশাহী টু খুলনা রুটে যে ট্রেন চলাচল করে তার নাম কি?

উত্তর ঃ রাজশাহী টু খুলনা রুটে দুটি ট্রেন চলাচল করে, তার নাম হলো - 

  1. কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন,
  2. সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন।

প্রশ্ন ঃ এই ট্রেনে খাবারের ব্যবস্থা আছে কি?

উত্তর ঃ জ্বি, বিল প্রদান সাপেক্ষে এই ট্রেনে খাবারের ব্যবস্থা আছে।

প্রশ্ন ঃ রাজশাহী টু খুলনা ট্রেন সপ্তাহের কোন দিন বন্ধ থাকে?

উত্তর ঃ রাজশাহী টু খুলনা ট্রেন সপ্তাহে মঙ্গলবার (১ দিন) বন্ধ থাকে।

উপসংহার

আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে রাজশাহী টু খুলনা ট্রেন সম্পর্কে অর্থাৎ এই রুটের ট্রেনের নাম, ট্রেনের সময়সূচি, ট্রেনের টিকেট কাটার নিয়ম ও ট্রেনের ভাড়াসহ বিভিন্ন তথ্যগুলো বিস্তারিতভাবে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছে। প্রিয় পাঠক বৃন্দ, এই আর্টিকেলটি সম্পর্কে যদি আপনাদের কোন মতামত থাকে তাহলে কমেন্টস বক্সে জানানোর অনুরোধ রইল।

বাংলাদেশ রেল সেবা সম্পর্কে আরো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যরাও এ তথ্যগুলো পড়ে জানতে পারে। টিকেট কেটে নিরাপদে ট্রেন জার্নি করবেন, অন্যের দেওয়া কোন খাবার খাবেন না, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর্টিকেলে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url