রাজশাহী টু ঢাকা ট্রেনের নাম সময়সূচী টিকিট ও ভাড়া জেনে নিন
রাজশাহী টু ঢাকা ট্রেনের নাম সময়সূচী টিকিট ও ভাড়া সম্পর্কিত আজকের আর্টিকেলটিতে আপনাকে সু-স্বাগতম। আজকের এই লেখার মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশের প্রখ্যাত ও প্রসিদ্ধ দুইটি শহর তথা উত্তরবঙ্গের সবচেয়ে বড়, পরিষ্কার-পরিচ্ছন্ন, আমের শহর ও শিক্ষার নগরী খ্যাত রাজশাহীর সাথে বাংলাদেশের মসলিন শাড়ির জন্য বিখ্যাত, সর্ববৃহৎ ও রাজধানী শহর ঢাকার সাথে সাথে ট্রেন যোগাযোগ সম্পর্কে।
রাজা-বাদশার শহর রাজশাহী থেকে ইতিহাস ঐতিহ্যের শহর রাজধানী ঢাকাতে যাওয়ার জন্য বিমান, বাস ও ট্রেনসহ বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও আরামদায়ক যোগাযোগ ব্যবস্থা হলো ট্রেন। আজকের আর্টিকেলটা পড়লে আপনারা জানতে পারবেন রাজশাহী টু ঢাকা রুটে ট্রেনের নাম কি? ট্রেনের সময়সূচী, ট্রেনের ভাড়া কত এবং টিকিট কাটার নিয়মসহ বিভিন্ন বিষয় সম্পর্কে।
পেজ সুচিপত্র
রাজশাহী টু ঢাকা ট্রেনের নাম
প্রিয় পাঠক বৃন্দ আপনারা যারা ট্রেনযোগে রাজশাহী টু ঢাকা যেতে চান তাদের সর্বপ্রথম যেটি জানা দরকার সেটি হলো ট্রেনের নাম অর্থাৎ রাজশাহী টু ঢাকা রুটে যে ট্রেনগুলো চলাচল করে সেই ট্রেনগুলোর নাম। তুমি ট্রেনগুলোর নাম দেখেই আপনারা রাজশাহী টু ঢাকা ট্রেনের ভাড়া সময়সূচি ও টিকিট কাটার নিয়ম সম্পর্কে জেনে নিতে পারবেন। আমি এখন আপনাদেরকে জানিয়ে দেবো সিল্কের জন্য বিখ্যাত শহর রাজশাহী থেকে মেগা সিটি ঢাকার মধ্যে যে ট্রেনগুলো চলাচল করে তার নাম। উক্ত ট্রেনগুলোর নাম নিম্নে প্রদান করা হলো।
- ১.পদ্মা এক্সপ্রেস,
- ২.সিল্কসটি এক্সপ্রেস,
- ৩.বনলতা এক্সপ্রেস,
- ৪.মধুমতি এক্সপ্রেস,
- ৫.ধুমকেতু এক্সপ্রেস।
রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী
রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী জানাটা জরুরি একটি বিষয়। কেননা আপনারা যারা ট্রেন যোগে রাজশাহী টু ঢাকা যেতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই সময়সূচি অনুযায়ী রেলওয়ে স্টেশনে উপস্থিত হতে হবে। তারপরে জার্নি শুরু। এই সময়সুচী দেখেই ট্রেনের টিকিট কাটতে হবে। অনেকে আছেন যারা সকালে জার্নি পছন্দ করেন, কেউ কেউ বিকালে আবার কেউবা আছেন রাত্রে ট্রেন জার্নি পছন্দ করেন। এই সময়সূচি দেখে আপনারাই নির্ধারণ করবেন কোন সময়ে জার্নি করবেন। সেই অনুসারে ট্রেনের টিকিট কাটতে হবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ছাড়া বাকি ছয় দিন নিয়মিত চলাচল করে এই ট্রেনগুলো। আপনার জার্নিকে আনন্দময় ও মনোমুগ্ধকর করার জন্য ট্রেন চলাচলের সময়সূচী নিম্নে চার্ট আকারে প্রদান করা হলো।
রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী
ট্রেনের নাম |
ছাড়ার স্টেশনের নাম |
ছাড়ার সময় |
শেষ গন্তব্য |
পৌঁছার সময় |
ছুটি / বন্ধের দিন দিন |
বনলতা এক্সপ্রেস ৭৯২ |
রাজশাহী |
সকাল ৭.০০টা |
ঢাকা |
সকাল ১১ টা ৩০ মিনিট |
শুক্রবার |
সিল্কসটি এক্সপ্রেস ৭৫৪ |
রাজশাহী |
সকাল ৭ টা ৪০ মিনিটে |
ঢাকা |
দুপুর ১ টা ৩০ মিনিটে |
রবিবার |
পদ্মা এক্সপ্রেস ৭৬০ |
রাজশাহী |
রাত ৪ টা ৪০ মিনিট |
ঢাকা |
রাত ৯ টা ৪০ মিনিট |
মঙ্গলবার |
ধুমকেতু এক্সপ্রেস ৭৭০ |
রাজশাহী |
রাত ১১ টা ২০ মিনিট |
ঢাকা |
ভোর ৪ টা ৫০ মিনিট |
বুধবার |
মধুমতি এক্সপ্রেস ৭৫৬ |
রাজশাহী |
ভোর ৬ টা ৪০ মিনিট |
ঢাকা |
দুপুর ২.০০ টা |
বৃহস্পতিবার |
বি ঃ দ্র ঃ ট্রেনের এই সময়সূচী যেকোনো সময় পরিবর্তন হতে পারে।
আরও পড়ুন ঃ রাজশাহী টু পঞ্চগড় ট্রেনের নাম সময়সূচী ও ভাড়া সম্পর্কে জেনে নিন।
বনলতা এক্সপ্রেস ৭৯২ ঃ ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে সকাল ৭.০০ টার সময় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ১১ টা। ২০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। শুক্রবার বন্ধ
সিল্কসটি এক্সপ্রেস ৭৫৪ ঃট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭ টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং দুপুর ১ টা ৩০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। রবিবার বন্ধ
পদ্মা এক্সপ্রেস ৭৬০ ঃ ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে বিকাল ৪.০০ টায় ঢাকায় উদ্দেশ্যে ছেড়ে যায় এবং রাত ৯ টা ৪০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌছায়। মঙ্গলবার বন্ধ
ধুমকেতু এক্সপ্রেস ৭৭০ ঃ ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে রাত ১১ টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ভোর ৪ টা ৫০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। বুধবার বন্ধ
মধুমতি এক্সপ্রেস ৭৫৬ ঃট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ভোর ৬ টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় দুপুর ২. ০০ টা সময়। বৃহস্পতিবার বন্ধ।
রাজশাহী টু ঢাকা ট্রেনের টিকিট কাটার নিয়ম
রাজশাহী টু ঢাকা ট্রেনের টিকিট কাটার নিয়ম জানার জন্য এখানে পড়ে বিস্তারিত ভাবে জেনে নিন। যারা ট্রেন যোগে রাজশাহী থেকে ঢাকা যেতে চান তাদের জন্য টিকিট করার নিয়ম তা জানা জরুরী। রাজশাহী টু ঢাকা ট্রেনের টিকিটের ক্রাইসিস থাকার জন্য দু-চার দিন আগে থেকে টিকিট কেটে নেওয়া ভালো। রাজশাহী থেকে ঢাকা যাওয়ার জন্য ট্রেনের টিকেট দুইটি পদ্ধতিতে কাটা যায়। একটি হলো স্বশরীরে স্টেশনে উপস্থিত হয়ে কাউন্টার থেকে টিকিট কাটা যায়, অন নিয়মটো হলো বাংলাদেশের রেলসেবা এ্যপস ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ঘরে বসে স্বাচ্ছন্দে ও নিরাপদে টিকেট ক্রয় করা যায়। অনলাইনে টিকিট ক্রয় করার নিয়ম জানার জন্য নিম্নোক্ত আর্টিকেলটি পড়ুন।
আরো পড়ুন ঃ অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম।
রাজশাহী টু ঢাকা ট্রেনের ভাড়া
রাজশাহী টু ঢাকা ট্রেনের ভাড়া জানার জন্য আপনারা অনেকেই গুগলে সার্চ করে থাকেন তবে আপনারা সঠিক জায়গাতেই সার্চ করেছেন। আপনি এই আর্টিকেলটি পুরোপুরি পড়ুন তাহলে রাজশাহী থেকে ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা আপনি পেয়ে যাবেন। প্রিয় যাত্রীগণ আপনারা জানেন ট্রেনের ভাড়া রেলপথের দূরত্ব, এসি, নন-এসি কামরা, শোভন কামরা, শোভন চেয়ার ও আসন বিন্যাসের উপর নির্ভর করে টাকার পরিমাণ কম বেশি হয়। উক্ত বিষয়গুলো বিবেচনা করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক রাজশাহী টু ঢাকা রুটের নির্ধারিত ভাড়ার তালিকা নিম্নে প্রদান করা হলো।
রাজশাহী টু ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা
সিটের ধরন / আসন বিভাগ |
ভাড়ার টাকা/টিকিটের মূল্য(প্রতি সিট) |
শোভন চেয়ার |
৪০৬/-টাকা |
স্নিগ্ধা |
৭১২/- টাকা |
প্রথম সিট |
৮৯৮/- টাকা |
এসি |
৯২৭/- টাকা |
এসি বার্থ |
১৩৮৭/- টাকা |
বি ঃ দ্র ঃ ভাড়া যেকোনো সময় পরিবর্তন হতে পারে।
রাজশাহী টু ঢাকা রুটের সিল্কসিটি ট্রেন সম্পর্কে কিছু কথা
রাজশাহী টু ঢাকা রুটে সিল্কসিটি এক্সপ্রেস ও পদ্মা এক্সপ্রেস ট্রেন সম্পর্কে কিছু কথা জেনে রাখা জরুরী। আপনি যে ট্রেনে জার্নি করবেন সেই ট্রেন সম্পর্কে কিছু তথ্য আপনার জেনে থাকা ভালো। সিল্কসিটি এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে অন্যতম একটি ট্রেন। এই ট্রেনটি সিল্কের নগরী ও পরিচ্ছন্ন-পরিপাটি শহর রাজশাহী থেকে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম ও মেগাসিটি রাজধানী শহর ঢাকার মাঝে চলাচল করে।
আরও পড়ুন ঃ রাজশাহী টু দিনাজপুর ট্রেনের নাম সময়সূচী ও ভাড়া জেনে নিন।
অত্যাধুনিক ও বিলাসবহুল সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ১৪ আগস্ট ২০০৩ সালে উদ্বোধনী যাত্রা শুরু করে অদ্যাবধি রেল সেবায় পরিচালিত হচ্ছে। পরবর্তী সময়ে রাজশাহী টু ঢাকা রুটে আরো ৪ টি ট্রেন যুক্ত হয়। বনলতা এক্সপ্রেস, ধুমকেত এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস যমুনা সেতু হয়ে এবং মধুমতি এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে চলাচল করে।
এই ট্রেনগুলো চলার পথে যমুনা সেতুর দুই পাশের রাজশাহী ও ঢাকা বিভাগের রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা এই ৭ টি জেলাকে সংযুক্ত করেছে। এই ট্রেনগুলোতে ৪ টি এসি কোচ (কামরা), ২ টি পাওয়ারকার ও ৭ টি নন এসি বা সাধারণ কোচ (কামরা) সহ মোট ১৩ টি কম্পার্টমেন্ট বা কামরা রয়েছে।
রাজশাহী টু ঢাকা ট্রেন যে সকল স্টেশনে বিরতি দেয়
রাজশাহী টু ঢাকা ট্রেন সম্পর্কে যে সকল তথ্যগুলো জানা থাকলে আপনার জার্নিকে আরো আনন্দময় ও মনমুগ্ধকর করে তুলবে। সেগুলোর মধ্যে একটি অন্যতম তথ্য হলো এই রুটের ট্রেনগুলো কোন কোন স্টেশনে বিরতি দেয় সেটা জানলে আপনার আরো ভালো লাগবে। রাজশাহী টু ঢাকা রুটে ট্রেন চলাচল পথে যে সকল স্টেশনগুলোতে বিরতি দেয় বা যে সকল স্টেশনে ট্রেনগুলোতে যাত্রী উঠানামা করতে পারে। এটি আপনি একজন যাত্রী হিসেবে আপনার কাছে গুরুত্বপূর্ণ তথ্য। এই স্টেশনগুলো যখন আপনি দেখবেন তখন আপনার আরো মজা লাগবে। নিম্নে স্টেশনগুলোর নাম রাজশাহী থেকে ধারাবাহিকভাবে ঢাকা পর্যন্ত উল্লেখ করা হলো।
রাজশাহী স্টেশন থেকে যাত্রা শুরু,
- আব্দুলপুর জংশন,
- ইশ্বরদী বাইপাস,
- চাটমোহর,
- বিড়াল বীজ,
- উল্লাপাড়া,
- জামতৈল জংশন,
- শহীদ এম মনসুর আলী,
- বঙ্গবন্ধু সেতু পূর্ব,
- টাঙ্গাইল,
- মির্জাপুর,
- জয়দেবপুর,
- ঢাকা বিমান বন্দর স্টেশন,
কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা (যাত্রা শেষ)।
আরও পড়ুন ঃ রাজশাহী টু খুলনা ট্রেনের নাম সময়সূচী টিকেটে ভাড়ার জেনে নিন।
রাজশাহী টু ঢাকা রেলপথে দূরত্ব কত
রাজশাহী টু ঢাকা রুটে ট্রেনে চলাচলকারী যাত্রীরা সবসময় একটা জিনিস চিন্তা করেন যে, রাজশাহী থেকে ঢাকা দূরত্ব রেলপথে কত কিলোমিটার? কত সময় লাগবে ঢাকা যেতে ইত্যাদি বিষয়গুলো। আপনাদের চিন্তার অবসর ঘটনার জন্যই এ পরবর্তী লেখা রাজশাহীর ঢাকা রেলপথে যাওয়া সত্যিই খুব মজার খুব আনন্দের ট্রেনের মনমুগ্ধকর শব্দ দূরত্ব কোন কিছু মনেই হয় না। রেলপথে রাজশাহী থেকে ঢাকার দূরত্ব ২৬০ কিলোমিটার।
আরও পড়ুন ঃ খুলনা টু রাজশাহী ট্রেনের নাম সময়সূচী টিকিট ও ভাড়া জেনে নিন।
রাজশাহী টু ঢাকা ট্রেনে যেতে কত সময় লাগে
রাজশাহী টু ঢাকা ট্রেনের যেতে কত সময় লাগে এটি জানার জন্য একটু ধৈর্য সহকারে নিচের দিকে পড়ুন। রাজশাহী টু ঢাকা রুটে চলমান আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনগুলোর গড় গতিবেগ বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারণ করা হয়েছে। এই গতিবেগ প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার। ট্রেনের গতি ও দূরত্বের বিবেচনায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত সময় রাজশাহী টু ঢাকা রুটের জন্য ৪ ঘন্টা ৩০ মিনিট। রাজশাহী থেকে ট্রেন রুকে ঢাকায় পৌঁছাতে সময় লাগে ৪ ঘন্টা ৩০ মিনিট।
রাজশাহী টু ঢাকা ট্রেন সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা বা প্রশ্ন-উত্তর
রাজশাহী টু ঢাকা রোডের ট্রেন চলাচল সম্পর্কে আপনার কিছু সাধারণ প্রশ্ন গুগলে সার্চ করে থাকেন। এই প্রশ্নগুলো খুবই সাধারণ হলেও বেশ গুরুত্ব বহন করে। গুরুত্বের দিক বিবেচনা করেই কিছু সাধারন প্রশ্নোত্তর নিয়ে সাধারণ জিজ্ঞাসা পরবর্তী সাজানো আপনার যদি একটু নিচের দিকে পড়েন তাহলে এ বিষয়গুলো জানতে পারবেন।
প্রশ্ন ঃ রাজশাহী টু ঢাকা রুটে সিল্কসিটিসহ অন্যান্য ট্রেনগুলো কোন দিন বন্ধ থাকে?
উত্তর ঃ সিল্কসিটিসহ অন্যান্য ট্রেনগুলো সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বন্ধ থাকে।
প্রশ্ন ঃ এই এক্সপ্রেস ট্রেনগুলোতে খাবারের সুবিধা আছে কি?
উত্তর ঃজ্বি, এই এক্সপ্রেস ট্রেনগুলোতে বিল প্রধান সাপেক্ষে খাবারের সুবিধা আছে।
প্রশ্ন ঃরেলপথে রাজশাহী থেকে ঢাকার দূরত্ব কত কিলোমিটার?
উত্তর ঃ রেলপথে রাজশাহী থেকে ঢাকার দূরত্ব ২৬০ কিলোমিটার।
প্রশ্ন ঃ ট্রেন যোগে রাজশাহী থেকে ঢাকা যেতে কত সময় লাগে?
উত্তর ঃ ট্রেন যোগের রাজশাহী থেকে ঢাকা যেতে ৪ ঘন্টা ৩০ মিনিট সময় লাগে।
প্রশ্ন ঃ রাজশাহী টু ঢাকা ট্রেনের টিকিট কিভাবে কাটতে হয়?
উত্তর ঃ রাজশাহী টু ঢাকা ট্রেনের টিকেট রাজশাহী রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়ে কাউন্টারে কাটতে পারবেন আবার অনলাইনের মাধ্যমে নিরাপদে ঘরে বসে কাটতে পারবেন।
উপসংহার
প্রিয় পাঠক বৃন্দ, রাজশাহী টু ঢাকা ট্রেনের নাম ট্রেনের সময়সূচী ট্রেনের ভাড়া ও ট্রেনের টিকিট কাটানো নিয়ম সম্পর্কিত আর্টিকেলটি পড়ে এ সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলী বিস্তারিতভাবে জানতে পেরেছেন। এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে পরিচিত জনদের মাঝে শেয়ার করে দিন যেন তারা ওই তথ্যগুলো জানতে পারে। রাজশাহী টু ঢাকা ট্রেন জার্নি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্টস ঊ জানানোর জন্য অনুরোধ রইল।
আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে রাজশাহী টু ঢাকা রুটের ট্রেন জার্নি সম্পর্কে সকল তথ্যগুলো জেনে উপকৃত হয়েছেন। এ সম্পর্কিত আরো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জার্নিতে সব সময় সচেতন থাকবেন, অন্যের দেওয়া কোন কিছু খাবেন না। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আপনার ট্রেন যাত্রা শুভ হোক। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url