Tarms and Conditions
aksgreenit.com কি?
বাংলার সবচেয়ে তথ্যবহুল ও বিশ্বাসযোগ্য ব্লগিং প্ল্যাটফর্ম হল aksgreenit.com. যেখানে সবসময় মানসম্মত, তথ্য বহুল ও জ্ঞান সমৃদ্ধ বিভিন্ন রকমের আর্টিকেল প্রকাশ করা হয়। যার তথ্য-উপাত্তগুলো অন্যান্য আর্টিকেলের তুলনায় নির্ভরশীল। এই জ্ঞানগর্ভ ব্লগিং প্লাটফর্মে পাঠকরা বিভিন্ন বিষয়ের উপরে তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়ার সুযোগ পেয়ে থাকেন।
এই ওয়েবসাইটটির এডমিন কালাম, যিনি নিজেকে সবসময় জ্ঞান চর্চায় মনোনিবেশ করেন মানসম্মত ও তথ্য বহুল কনটেন্ট প্রদানের মাধ্যমে পাঠকদের জ্ঞান বৃদ্ধি করার জন্য। এই ওয়েবসাইটে পাবেন বিভিন্ন বিষয়ের বিষয় ভিত্তিক ব্লগ পোস্ট যা আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় তথ্য পেতে সহায়তা করবে।
aksgreenit.com এর কপিরাইট নীতিমালা
- aksgreenit.com এই ওয়েবসাইটে প্রকাশিত সকল ভিডিও, কনটেন্ট, ফিচার ইমেজ ও ব্লগিং কন্টেনসহ সকল প্রকাশনার একমাত্র স্বত্বাধিকারী একেএসগ্রীনআইটি। এই ওয়েবসাইটের কোন পোস্ট বা তথ্য বা ইমেজ বা কনটেন্টগুলো কপি করে অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ।
- আমার পেজ বা কনটেন্টের অংশ বিশেষ বা ইমেজ যদি অন্যত্র প্রকাশ করা হয় তাহলে একেএসগ্রীনআইটি ওয়েবসাইটের লিংক যুক্ত করে ক্রেডিট দিতে হবে।
- এই ওয়েবসাইটে প্রকাশিত আর্টিকেল গুলো বাংলায় লেখা হয়। সে ক্ষেত্রে কোন আর্টিকেলের অংশ বিশেষ অন্য কোন ওয়েবসাইটের আর্টিকেলের সাথে মনের অজান্তে বা কাকতালীয়ভাবে তথ্যগুলো মিলে যায় তাহলে ওয়েবসাইটের এডমিনকে জানানোর জন্য বা অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
- কোন ব্লক রাইটার যদি আমার ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো হুবুহু কপি করে অন্য ওয়েবসাইটে প্রকাশ করে তাহলে এডমিনক অবহিত করতে হবে। অবহিত না করে ওয়েবসাইটে প্রকাশিত কনটেন্টে কপি করে অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ ও অপরাধ বলে গন্য হবে।
aksgreenit.com এর গোপনীয়তা নীতিমালা
- aksgreenit.com এই ওয়েবসাইটে আপনার প্রবেশ করানো যেকোনো তথ্য (যেমন - আপনার মোবাইল নাম্বার, ওয়েবসাইটের লিংক, ইমেইল এড্রেস, ব্যক্তিগত কোন তথ্য ইত্যাদি) সুরক্ষিত রাখা হয়। তবে এই তথ্যগুলোর শতভাগ সুরক্ষার নিশ্চয়তা aksgreenit.com প্রদান করে না।
- আমরা aksgreenit.com ওয়েবসাইটে যেমন সরবরাহ করতে aksgreenit.com এর ট্রাফিক বিশ্লেষণ করতে কুটি ব্যবহার করে থাকি। আপনার পছন্দের বিষয়গুলো জেনে আপনার সামনে বিজ্ঞাপন দেখানোর জন্য আমরা বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানীর (যেমন - সবচেয়ে জনপ্রিয় কোম্পানি গুগল এডসেন্স এবং এনালাইটিকস) সাথে আপনার সাইট ভিজিটের তথ্য আপনার ইনফরমেশনগুলো শেয়ার করে থাকি।
- aksgreenit.com এ প্রকাশিত সকল কন্টেন বা তথ্যগুলো সবার জন্য উন্মুক্ত নয়। ক্ষেত্রবিশেষে এই কনটেন্ট বা তথ্যগুলো দেখার জন্য aksgreenit.com উপযুক্ত অথেন্টিক একাউন্ট বা কোড ব্যবহার করতে পারে।
aksgreenit.com এর কমেন্টস পলিসি
- aksgreenit.com এর যেকোনো আর্টিকেল সংক্রান্ত বা আর্টিকেলে প্রকাশিত ভিডিও, ইমেজ বা পেজ এগুলো সম্পর্কে পজিটিভ মন্তব্যকে উৎসাহিত করা হয়। এ সম্পর্কে পেজে কোন কিছু জানতে চাইলে শুধু সেই বিষয় সম্পর্কে মন্তব্য করুন।
- আর্টিকেল রিলেটেড মন্তব্য ছাড়া অন্য কোন মন্তব্য করা থেকে বিরত থাকুন।
- আর্টিকেল সংক্রান্ত ও আর্টিকেলে প্রকাশিত যেকোনো বিষয় সম্পর্কে আপনি পজিটিভ ও গঠনমূলক মন্তব্য বা সমালোচনা করতে পারবেন।
- কমেন্টসে কোন ধরনের অশালীন বা আক্রমণাত্মক বা অন্যকে হেউ প্রতিপন্ন করে এমন কোন মন্তব্য করা সম্পূর্ণ নিষেধ।
- আপনার বা অন্য কারো মতামত বা অভিযোগ বা প্রশ্ন জানতে যোগাযোগ পেজ ব্যবহার করুন।
বিশেষ দ্রষ্টব্য
aksgreenit.com ওয়েবসাইট সম্পর্কে যেকোনো ধরনের সিদ্ধান্ত বা নীতিমালার পরিবর্তন, পরিবর্ধন ও সংরক্ষণ করার অধিকার একমাত্র এই ওয়েবসাইটের এডমিনের। সময়ের প্রয়োজনে বা বাস্তবতার পরিপ্রেক্ষিতে যে কোন নীতিমালার পরিবর্তন বা পরিমার্জন হতে পারে।
যে কারণে aksgreenit.com এর প্রতি আকৃষ্ট হবেন?
aksgreenit.com শুধু মাত্র একটি ব্লগিং প্ল্যাটফর্মই নয় বরং জ্ঞান ও আপডেট তথ্যের অবাধ বিচরণ ক্ষেত্র। কালাম তার নৈতিকতা ও পান্তরিকতা দিয়ে প্রতিটি আর্টিকেল ইনফোরমেটিভ করে তৈরি করে থাকে। যেগুলো থেকে আপনি পাবেন জ্ঞান সমৃদ্ধ, প্রাসঙ্গিক ও সমসাময়িক সঠিক তথ্য।
প্রতি সপ্তাহে তথ্য সমন্বিত নতুন নতুন আর্টিকেলের মাধ্যমে এই ওয়েবসাইটি আপডেট করা হয়। যা থেকে আপনি বর্তমান তথ্যপ্রবাহের চাহিদা মোতাবেক আপডেট তথ্য জানতে পারবেন। aksgreenit.com এ এমন ভাবে আর্টিকেল তৈরি করা হয় যা থেকে আপনি চলার পথে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা মূলক তথ্য পাবেন।
aksgreenit.com এর প্রিকন্ডিশন বা শর্তাবলী
aksgreenit.com এ প্রবেশ ও ব্যবহারের জন্য আপনি এই শর্তগুলো মেনে নিতে সম্মতি জানাচ্ছেন। অনুগ্রহ করে নিম্নলিখিত শর্তাবলী পড়ে নিন।
- এই ওয়েবসাইটের পৃষ্ঠা সমূহের বিষয়বস্তু ও সাধারণ তথ্য শুধুমাত্র আপনার ব্যবহারিক উদ্দেশ্যে। যেগুলো যে কোন সময় পরিবর্তন হতে পারে।
- অনুমতি ছাড়া এই ওয়েবসাইট ব্যবহারের ফলে কোন রকমের ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ করতে আপনি সম্মত আছেন।
- আপনি এই মর্মে সম্মত আছেন যে, অনুমতি ব্যতি রেখে এই ওয়েবসাইটটি ব্যবহারের ফলে উক্ত ওয়েবসাইটি কোন রকম ক্ষতির সম্মুখীন হলে তা ফৌজদারি অপরাধ বলে গণ্য হতে পারে।
- এই ওয়েবসাইটের অন্তর্ভুক্ত সকল কন্টেন্ট, যেমন - টেক্সট, গ্রাফিক্স, লোগো, ইমেজ, ভিডিও ও সফটওয়্যার aksgreenit.com বা এর কন্টেন্ট সরবরাহকারীর সম্পত্তি যা আন্তর্জাতিক কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত।
- aksgreenit.com এর পূর্ব অনুমতি ছাড়া কোন কনটেন্ট পুনঃউৎপাদন, ব্যবহার বা বিতরণ করা যাবে না।
- এই ওয়েবসাইটে আপনি আপনার মতামত, মন্তব্য, প্রতিক্রিয়া ও অন্যান্য কন্টেন্ট জমা দিতে পারেন। তবে কনটেন্টটি অবৈধ, অশ্লীল, হুমকিমূলক, মানহানিকর, গোপনীয়তা লঙ্ঘনকারী বা তৃতীয় পক্ষের ক্ষতিকারক নয় এমন হতে হবে।
- aksgreenit.com যেকোন ব্যবহারকারির জমা দেওয়া কনটেন্ট বা মন্তব্য অপসারণ বা সংরক্ষণ বা সম্পাদনা করার অধিকার রাখে।
- আপনার আচরণ বা ব্যবহার এই ওয়েবসাইটের গোপনীয় নীতিমালার আওতায় হতে হবে, যা গোপনীয় নীতিমালা লিংকে পাওয়া যাবে।
- কোন প্রকারের প্রতিনিধিত্ব বা ওয়ারেন্টি ছাড়া এই ওয়েবসাইটটি "যেমন আছে" ভিত্তিতে প্রদান করা হয়। akshreenit.com এই ওয়েবসাইটের বা এর তথ্য ও উপাদানসমূহের প্রতিনিধিত্ব বা ওয়ারেন্টি প্রদান করে না।
- aksreenit.com এই ওয়েবসাইটের ব্যবহার বা এর সংক্রান্ত কোন ক্ষতির জন্য দায়ি নয়।
- আপনি এই মর্মে সম্মতি জানাচ্ছেন যে aksgreenit.com এবং এর কর্মকর্তা, পরিচালক, কর্মচারী, এজেন্ট ও তৃতীয় পক্ষকে যেকোন ধরনের ক্ষতি, খরচ, দায় এবং ব্যয়ের জন্য সুরক্ষা দিতে, যা আপনার ব্যবহারের কারণে বা অব্যবহারের জন্য সংগঠিত হতে পারে।
- এই শর্তাবলি আপনার দেশ বা রাজ্যের আইন অনুসারে পরিচালিত হবে এবং এর সাথে সম্পর্কিত যেকোন বিরোধ এখানকার আদালতে প্রেরিত হবে।
- aksgreenit.com যেকোনো সময় এই শর্তাবলি পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। নিয়মিত ওয়েবসাইটে আপডেট থেকে এই পেজ চেক করুন, যেন যেকোন পরিবর্তন সম্পর্কে আপনি সচেতন থাকতে পারেন।
- যদি এই শর্তাবলি সম্পর্কে কোন মতামত বা প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা Contact US পেজে দেওয়া আছে।
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url